ETV Bharat / sports

Vamika celebrates Virat half century : ভিআইপি বক্সে বাবার অর্ধশতরান সেলিব্রেট ভামিকার, প্রকাশ্যে বিরাট-কন্যা - ভিআইপি বক্সে বাবার অর্ধশতরান সেলিব্রেট ভামিকার, প্রকাশ্যে বিরাট-কন্যা

কেপটাউনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ান-ডে চলাকালীন প্রথমবার প্রকাশ্যে এল বিরাট-কন্যা ভামিকার ছবি (Virushka daughter Vamika appears in front of camera for the first time) ৷ ভিআইপি বক্সে মেয়েকে কোলে নিয়ে বিরাটে হাফসেঞ্চুরি সেলিব্রেট করছিলেন অনুষ্কা শর্মা ৷ সুযোগ কোনওমতেই হাতছাড়া করেনি ক্যামেরা ৷

Vamika celebrates Virat half century
ভিআইপি বক্সে বাবার অর্ধশতরান সেলিব্রেট ভামিকার, প্রকাশ্যে বিরাট-কন্যা
author img

By

Published : Jan 23, 2022, 9:53 PM IST

Updated : Jan 23, 2022, 10:14 PM IST

কেপটাউন, 23 জানুয়ারি : সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা না হওয়া পর্যন্ত মেয়ে ভামিকাকে তারা অনুরাগীদের সামনে আনবেন না কিছুতেই ৷ প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন 'বিরুষ্কা'৷ পাপারাৎজি, চারদিকে তাক করে রাখা ক্যামেরার লেন্সের সঙ্গে আর শেষ অবধি পেরে উঠলেন না সেলেব জুটি ৷ কেপটাউনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ান-ডে চলাকালীন প্রথমবার প্রকাশ্যে এল বিরাট-কন্যা ভামিকার ছবি (Virushka daughter Vamika appears in front of camera for the first time) ৷ ভিআইপি বক্সে মেয়েকে কোলে নিয়ে বিরাটের হাফসেঞ্চুরি সেলিব্রেট করছিলেন অনুষ্কা শর্মা ৷ সুযোগ কোনওমতেই হাতছাড়া করেনি ক্যামেরা ৷ মায়ের কোলে ভামিকার সেলিব্রেশন প্রকাশ্যে আসতেই হইচই শুরু নেটপাড়ায় ৷

দক্ষিণ আফ্রিকা সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমকে কোহলির অনুরোধ এখনও অনুরাগীদের স্মৃতিতে টাটকা ৷ সংবাদমাধ্যমের কর্মীদের তৎকালীন টেস্ট অধিনায়ক অনুরোধ করেছিলেন মেয়ের ছবি প্রকাশ্যে না আনতে ৷ কিন্তু নিউল্যান্ডসে এদিন সম্পূর্ণ বিপরীত চিত্র ৷ অনুষ্কাকে দেখে একবারের জন্যেও মনে হয়নি মেয়েকে তিনি ক্য়ামেরার থেকে আড়াল করতে চাইছেন ৷ উলটে অর্ধশতরান পূর্ণ করে মেয়ের উদ্দেশ্যে ব্যাট কোলে বিশেষ সেলিব্রেশন সারেন বিরাটও ৷

আরও পড়ুন : IND vs SA Third ODI : ডি'ককের শতরানে নিয়মরক্ষার ম্যাচে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ভারতের সামনে

সে যাইহোক, এক বছর বারো দিনের মাথায় বিরাট কন্যাকে দেখে যে আশ্বস্ত হলেন বিরাট অনুরাগীরা, সে কথা বলাই যায় ৷ শিখর ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় উইকেটে দলের রান তাড়া করায় উল্লেখযোগ্য ভূমিকা নেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ তবে হাফসেঞ্চুরিকে সেঞ্চুরিতে কনভার্ট করতে আবারও ব্যর্থ কোহলি ৷ 5টি বাউন্ডারির সাহায্যে 84 বলে 65 রান করে এদিন ফের কেশব মহারাজের শিকার হন তিনি (Virat Kohli scores 65 runs) ৷

কেপটাউন, 23 জানুয়ারি : সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা না হওয়া পর্যন্ত মেয়ে ভামিকাকে তারা অনুরাগীদের সামনে আনবেন না কিছুতেই ৷ প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন 'বিরুষ্কা'৷ পাপারাৎজি, চারদিকে তাক করে রাখা ক্যামেরার লেন্সের সঙ্গে আর শেষ অবধি পেরে উঠলেন না সেলেব জুটি ৷ কেপটাউনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ান-ডে চলাকালীন প্রথমবার প্রকাশ্যে এল বিরাট-কন্যা ভামিকার ছবি (Virushka daughter Vamika appears in front of camera for the first time) ৷ ভিআইপি বক্সে মেয়েকে কোলে নিয়ে বিরাটের হাফসেঞ্চুরি সেলিব্রেট করছিলেন অনুষ্কা শর্মা ৷ সুযোগ কোনওমতেই হাতছাড়া করেনি ক্যামেরা ৷ মায়ের কোলে ভামিকার সেলিব্রেশন প্রকাশ্যে আসতেই হইচই শুরু নেটপাড়ায় ৷

দক্ষিণ আফ্রিকা সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমকে কোহলির অনুরোধ এখনও অনুরাগীদের স্মৃতিতে টাটকা ৷ সংবাদমাধ্যমের কর্মীদের তৎকালীন টেস্ট অধিনায়ক অনুরোধ করেছিলেন মেয়ের ছবি প্রকাশ্যে না আনতে ৷ কিন্তু নিউল্যান্ডসে এদিন সম্পূর্ণ বিপরীত চিত্র ৷ অনুষ্কাকে দেখে একবারের জন্যেও মনে হয়নি মেয়েকে তিনি ক্য়ামেরার থেকে আড়াল করতে চাইছেন ৷ উলটে অর্ধশতরান পূর্ণ করে মেয়ের উদ্দেশ্যে ব্যাট কোলে বিশেষ সেলিব্রেশন সারেন বিরাটও ৷

আরও পড়ুন : IND vs SA Third ODI : ডি'ককের শতরানে নিয়মরক্ষার ম্যাচে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ভারতের সামনে

সে যাইহোক, এক বছর বারো দিনের মাথায় বিরাট কন্যাকে দেখে যে আশ্বস্ত হলেন বিরাট অনুরাগীরা, সে কথা বলাই যায় ৷ শিখর ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় উইকেটে দলের রান তাড়া করায় উল্লেখযোগ্য ভূমিকা নেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ তবে হাফসেঞ্চুরিকে সেঞ্চুরিতে কনভার্ট করতে আবারও ব্যর্থ কোহলি ৷ 5টি বাউন্ডারির সাহায্যে 84 বলে 65 রান করে এদিন ফের কেশব মহারাজের শিকার হন তিনি (Virat Kohli scores 65 runs) ৷

Last Updated : Jan 23, 2022, 10:14 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.