ETV Bharat / sports

Sehwag Wishes Sachin: শীর্ষাসনের ভঙ্গিমায় সচিনকে জন্মদিনের শুভেচ্ছা বীরুর - সচিন তেন্ডুলকর

সচিন তেন্ডুলকরের জন্মদিনে শীর্ষাসনে শুভেচ্ছাবার্তা বীরেন্দ্র সেওয়াগের ৷ কয়েক মিনিটে সোশাল মিডিয়ায় ভাইরাল হল সেওয়াগের অভিনব এই শুভেচ্ছাবার্তা ৷

Sehwag Wishes Sachin ETV BHARAT
Sehwag Wishes Sachin
author img

By

Published : Apr 24, 2023, 5:53 PM IST

কলকাতা, 24 এপ্রিল: আজ সচিন তেন্ডুলকরের 50 বছরের জন্মদিন ৷ তাঁর নিকট আত্মীয় থেকে পরিচিত, এমনকি বিশ্বের অগণিত ক্রিকেট ভক্ত তাঁকে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন ৷ কিন্তু, সচিনের সঙ্গে মাঠে দীর্ঘ সময় ওপেনিং পার্টনার হিসেবে খেলা বীরেন্দ্র সেওয়াগের শুভেচ্ছাবার্তা একটু ভিন্ন ধরনের হবে, সেটাই স্বাভাবিক ৷ সেওয়াগ স্টাইলেই শীর্ষাসনে মাস্টার ব্লাস্টারকে ভিডিয়ো বার্তায় জন্মদিনের শুভেচ্ছা জানালেন তিনি ৷ আর তিনি যে সচিনেরও অবাধ্য ছিলেন, গর্বের সঙ্গে তা স্বীকারও করলেন বীরু ৷

ক্রিকেট মাঠে কোনওদিন সোজা পথে চলেননি বীরেন্দ্র সেওয়াগ ৷ পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, বোলারদের তিনি রিমান্ডে নেওয়ার জন্য সদা প্রস্তুত থেকেছেন ৷ নিজের সেই স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় সচিন তেন্ডুলকরকেও জন্মদিনের শুভেচ্ছা জানালেন বীরেন্দ্র সেওয়াগ ৷ শীর্ষাসনরত একটি ভিডিয়ো বার্তা সচিনের উদ্দেশ্যে পোস্ট করেছেন তিনি ৷ সেখানে সেওয়াগ বলেন, ‘‘মাঠে আপনি যা বলেছেন, সবসময় তার উলটোটাই করেছি ৷ তাই আপনার 50 বছরের জন্মদিনে শীর্ষাসনে থেকে শুভেচ্ছা জানালাম ৷’’

  • Maidaan par jo aapne kaha , uska ulta hi kiya, toh aaj aapke iconic 50th birthday par toh aapko Shirshasana karke wish karna hi tha.

    Wish you a very happy birthday @sachin_rt Paaji , aap jiyo hazaaron saal , Saal ke din ho ek crore. #HappyBirthdaySachin pic.twitter.com/awvckIAqc9

    — Virender Sehwag (@virendersehwag) April 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানেই শেষ নয়, সেওয়াগোচিত ভঙ্গিমায় এখানেও সচিনের সঙ্গে মজা করতে ছাড়েননি বীরু ৷ তিনি বলেন, ‘‘কামনা করি আপনার জীবনের গাড়ি সবসময় সোজাপথেই চলবে ৷ শুভ জন্মদিন পাজি ৷’’ ভিডিয়ো পোস্টের ক্যাপশনে ‘সুজাতা’ সিনেমায় আশা ভোঁসলের গাওয়া বিখ্যাত গানটি উল্লেখ করেন বীরেন্দ্র সেওয়াগ ৷ তিনি লেখেন, ‘‘আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সচিন পাজি ৷ ‘‘আপ জিও হাজারো সাল, সাল কে দিন হো এক করোর ৷’’

আরও পড়ুন: সচিনের বাউন্সারে ফেটেছিল নাক, ক্রিকেট-ঈশ্বরের জন্মদিনে স্মৃতি রোমন্থন বান্টুর

সচিন তেন্ডুলকরের 50 বছরের জন্মদিনে শুধু সেওয়াগ নন ৷ ভারতীয় দলে তাঁর সঙ্গে খেলেছেন বা তাঁর সান্নিধ্য পেয়েছেন এমন বহু মানুষ মাস্টার ব্লাস্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ সেই তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ, রবি শাস্ত্রী, ইউসুফ পাঠানরা রয়েছেন ৷ এ দিন সিডনি ক্রিকেট গ্রাউন্ড কর্তৃপক্ষের তরফে সচিনের জন্মদিনে তাঁর এবং লারার নামে যৌথভাবে মাঠের একটি গেটের নামকরণ করা হয়েছে ৷

কলকাতা, 24 এপ্রিল: আজ সচিন তেন্ডুলকরের 50 বছরের জন্মদিন ৷ তাঁর নিকট আত্মীয় থেকে পরিচিত, এমনকি বিশ্বের অগণিত ক্রিকেট ভক্ত তাঁকে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন ৷ কিন্তু, সচিনের সঙ্গে মাঠে দীর্ঘ সময় ওপেনিং পার্টনার হিসেবে খেলা বীরেন্দ্র সেওয়াগের শুভেচ্ছাবার্তা একটু ভিন্ন ধরনের হবে, সেটাই স্বাভাবিক ৷ সেওয়াগ স্টাইলেই শীর্ষাসনে মাস্টার ব্লাস্টারকে ভিডিয়ো বার্তায় জন্মদিনের শুভেচ্ছা জানালেন তিনি ৷ আর তিনি যে সচিনেরও অবাধ্য ছিলেন, গর্বের সঙ্গে তা স্বীকারও করলেন বীরু ৷

ক্রিকেট মাঠে কোনওদিন সোজা পথে চলেননি বীরেন্দ্র সেওয়াগ ৷ পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, বোলারদের তিনি রিমান্ডে নেওয়ার জন্য সদা প্রস্তুত থেকেছেন ৷ নিজের সেই স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় সচিন তেন্ডুলকরকেও জন্মদিনের শুভেচ্ছা জানালেন বীরেন্দ্র সেওয়াগ ৷ শীর্ষাসনরত একটি ভিডিয়ো বার্তা সচিনের উদ্দেশ্যে পোস্ট করেছেন তিনি ৷ সেখানে সেওয়াগ বলেন, ‘‘মাঠে আপনি যা বলেছেন, সবসময় তার উলটোটাই করেছি ৷ তাই আপনার 50 বছরের জন্মদিনে শীর্ষাসনে থেকে শুভেচ্ছা জানালাম ৷’’

  • Maidaan par jo aapne kaha , uska ulta hi kiya, toh aaj aapke iconic 50th birthday par toh aapko Shirshasana karke wish karna hi tha.

    Wish you a very happy birthday @sachin_rt Paaji , aap jiyo hazaaron saal , Saal ke din ho ek crore. #HappyBirthdaySachin pic.twitter.com/awvckIAqc9

    — Virender Sehwag (@virendersehwag) April 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানেই শেষ নয়, সেওয়াগোচিত ভঙ্গিমায় এখানেও সচিনের সঙ্গে মজা করতে ছাড়েননি বীরু ৷ তিনি বলেন, ‘‘কামনা করি আপনার জীবনের গাড়ি সবসময় সোজাপথেই চলবে ৷ শুভ জন্মদিন পাজি ৷’’ ভিডিয়ো পোস্টের ক্যাপশনে ‘সুজাতা’ সিনেমায় আশা ভোঁসলের গাওয়া বিখ্যাত গানটি উল্লেখ করেন বীরেন্দ্র সেওয়াগ ৷ তিনি লেখেন, ‘‘আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সচিন পাজি ৷ ‘‘আপ জিও হাজারো সাল, সাল কে দিন হো এক করোর ৷’’

আরও পড়ুন: সচিনের বাউন্সারে ফেটেছিল নাক, ক্রিকেট-ঈশ্বরের জন্মদিনে স্মৃতি রোমন্থন বান্টুর

সচিন তেন্ডুলকরের 50 বছরের জন্মদিনে শুধু সেওয়াগ নন ৷ ভারতীয় দলে তাঁর সঙ্গে খেলেছেন বা তাঁর সান্নিধ্য পেয়েছেন এমন বহু মানুষ মাস্টার ব্লাস্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ সেই তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ, রবি শাস্ত্রী, ইউসুফ পাঠানরা রয়েছেন ৷ এ দিন সিডনি ক্রিকেট গ্রাউন্ড কর্তৃপক্ষের তরফে সচিনের জন্মদিনে তাঁর এবং লারার নামে যৌথভাবে মাঠের একটি গেটের নামকরণ করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.