ETV Bharat / sports

Virat Kohli's Dance : ভাংড়াতে মত্ত কোহলি

author img

By

Published : Jun 20, 2021, 10:40 PM IST

সম্ভবত ভারতের অন্যতম ফ্যান গ্রুপ ভারত আর্মির ঢোলের ছন্দে কোমর দোলাচ্ছিলেন তিনি ৷ পৃথিবীর প্রায় সব প্রান্তেই ভারতকে সমর্থন করতে পৌঁছে যায় এই ভারত আর্মি ৷ তাঁদের সঙ্গে থাকে ঢোল সহ একাধিক ভারতীয় বাদ্যযন্ত্র ৷

ভাঙরাতে মত্ত কোহলি
ভাঙরাতে মত্ত কোহলি

সাউদাম্পটন, 20 জুন : লাঞ্চের পরের পুরো সেশন বলা যায় নিউজ়িল্যান্ডের ৷ ভারতকে অলআউট করার পাশাপাশি নিজেদের ইনিংসের শুরুটাও ভাল করে কিউয়িরা ৷ কিন্তু তাতে কী, নিজের ছন্দে আছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দর্শকদের ঢোলের শব্দে কোমর দোলাতে দেখা গেল তাঁকে ৷ পঞ্জাবি নাচের কয়েকটি স্টেপ অনায়াসেই করলেন বিরাট ৷ আর তাতেই মজলেন ক্রিকেট ভক্তরা ৷

থার্ড স্লিপে উইকেট রক্ষক ঋষভ পন্থ, চেতেশ্বর পূজারা ও রোহিত শর্মার সঙ্গে ফিল্ডিং করছিলেন বিরাট ৷ তখনই দর্শকদের মধ্য থেকে বাজানো ঢোলের ছন্দে ভাংরা নাচতে দেখা যায় বিরাটকে ৷ যদিও পরক্ষণেই নিজের খেলায় মনোনিবেশ করেন অধিনায়ক ৷

সম্ভবত ভারতের অন্যতম ফ্যান গ্রুপ ভারত আর্মির ঢোলের ছন্দে কোমর দোলাচ্ছিলেন তিনি ৷ পৃথিবীর প্রায় সব প্রান্তেই ভারতকে সমর্থন করতে পৌঁছে যায় এই ভারত আর্মি ৷ তাঁদের সঙ্গে থাকে ঢোল সহ একাধিক ভারতীয় বাদ্যযন্ত্র ৷

আরও পড়ুন : Sourav Ganguly : দাদাগিরি... টেস্ট অভিষেকের 25 বছর

আজ দিনের শুরুতেই প্যাভিলিয়নে ফিরে যান কোহলি ৷ গতকালের স্কোরের সঙ্গে এক রানও যোগ করতে পারেননি তিনি ৷ ব্যক্তিগত 44 রানে কাইল জেমিসনের বলে এলবিডব্লিউ হন বিরাট ৷ অন্যপ্রান্তে বিরাটকে সাহায্য করছিলেন ডেপুটি অজিঙ্কা রাহানে ৷ কিন্তু কোহলি ফেরার কিছুক্ষণের মধ্যেই তিনিও আউট হয়ে ফিরে যান ৷ শেষ পর্যন্ত 217 রানে প্রথম ইনিংসের ইতি টানে ভারত ৷

সাউদাম্পটন, 20 জুন : লাঞ্চের পরের পুরো সেশন বলা যায় নিউজ়িল্যান্ডের ৷ ভারতকে অলআউট করার পাশাপাশি নিজেদের ইনিংসের শুরুটাও ভাল করে কিউয়িরা ৷ কিন্তু তাতে কী, নিজের ছন্দে আছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দর্শকদের ঢোলের শব্দে কোমর দোলাতে দেখা গেল তাঁকে ৷ পঞ্জাবি নাচের কয়েকটি স্টেপ অনায়াসেই করলেন বিরাট ৷ আর তাতেই মজলেন ক্রিকেট ভক্তরা ৷

থার্ড স্লিপে উইকেট রক্ষক ঋষভ পন্থ, চেতেশ্বর পূজারা ও রোহিত শর্মার সঙ্গে ফিল্ডিং করছিলেন বিরাট ৷ তখনই দর্শকদের মধ্য থেকে বাজানো ঢোলের ছন্দে ভাংরা নাচতে দেখা যায় বিরাটকে ৷ যদিও পরক্ষণেই নিজের খেলায় মনোনিবেশ করেন অধিনায়ক ৷

সম্ভবত ভারতের অন্যতম ফ্যান গ্রুপ ভারত আর্মির ঢোলের ছন্দে কোমর দোলাচ্ছিলেন তিনি ৷ পৃথিবীর প্রায় সব প্রান্তেই ভারতকে সমর্থন করতে পৌঁছে যায় এই ভারত আর্মি ৷ তাঁদের সঙ্গে থাকে ঢোল সহ একাধিক ভারতীয় বাদ্যযন্ত্র ৷

আরও পড়ুন : Sourav Ganguly : দাদাগিরি... টেস্ট অভিষেকের 25 বছর

আজ দিনের শুরুতেই প্যাভিলিয়নে ফিরে যান কোহলি ৷ গতকালের স্কোরের সঙ্গে এক রানও যোগ করতে পারেননি তিনি ৷ ব্যক্তিগত 44 রানে কাইল জেমিসনের বলে এলবিডব্লিউ হন বিরাট ৷ অন্যপ্রান্তে বিরাটকে সাহায্য করছিলেন ডেপুটি অজিঙ্কা রাহানে ৷ কিন্তু কোহলি ফেরার কিছুক্ষণের মধ্যেই তিনিও আউট হয়ে ফিরে যান ৷ শেষ পর্যন্ত 217 রানে প্রথম ইনিংসের ইতি টানে ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.