দুবাই, 20 সেপ্টেম্বর : টি-20 ফরম্যাটে জাতীয় দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা আগেই করেছেন ৷ এবার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়ে দিলেন বিরাট কোহলি । সোমবার চলতি আইপিএলের দ্বিতীয় পর্বে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে কোহলির আরসিবি । তার আগে এই ঘোষণা নিঃসন্দেহে চমকপ্রদ । রবিবার রাতে আরসিবির পোস্ট করা একটি ভিডিয়োতে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভিকে ।
অনুরাগীদের লাগাতার বিস্মিত করে চলেছেন কোহলি ৷ প্রথমে জাতীয় দলের টি-20 ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন ৷ এবার কয়েকদিনের ব্যবধানে আরও বড় সিদ্ধান্ত ৷ পরের মরসুম থেকে আর আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নেতৃত্ব দেবেন না কোহলি ৷ সেই প্রথম সংস্করণ থেকে দলটির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি ৷ এরপর অধিনায়ক হয়েছেন ৷ স্বাভাবিকভাবেই মনখারাপ আরসিবি সমর্থকদের ৷ তবে অনেকেই বিরাটের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ তবে জীবনের শেষ আইপিএল ম্যাচটা আরসিবির লাল-কালো জার্সি পরেই খেলবেন বলে কথা দিয়েছেন তিনি ৷
আরসিবির পোস্ট করা ওই ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছে, "আরসিবি পরিবার, ব্যাঙ্গালোরের সমর্থকদের জন্য আমি একটা ঘোষণা করতে চাই । আজ বিকেলেই গোটা দলের সঙ্গে আমার কথা হয়েছে । আইপিএল দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে আমি সবাইকে জানাতে চাই যে, অধিনায়ক হিসেবে আরসিবিতে এটাই আমার শেষ মরসুম । দল পরিচালন সমিতির সঙ্গে কথা হয়েছে । বেশ কিছুদিন ধরেই এই নিয়ে চিন্তাভাবনা করছিলাম ৷"
-
Virat Kohli to step down from RCB captaincy after #IPL2021
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
“This will be my last IPL as captain of RCB. I’ll continue to be an RCB player till I play my last IPL game. I thank all the RCB fans for believing in me and supporting me.”: Virat Kohli#PlayBold #WeAreChallengers pic.twitter.com/QSIdCT8QQM
">Virat Kohli to step down from RCB captaincy after #IPL2021
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 19, 2021
“This will be my last IPL as captain of RCB. I’ll continue to be an RCB player till I play my last IPL game. I thank all the RCB fans for believing in me and supporting me.”: Virat Kohli#PlayBold #WeAreChallengers pic.twitter.com/QSIdCT8QQMVirat Kohli to step down from RCB captaincy after #IPL2021
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 19, 2021
“This will be my last IPL as captain of RCB. I’ll continue to be an RCB player till I play my last IPL game. I thank all the RCB fans for believing in me and supporting me.”: Virat Kohli#PlayBold #WeAreChallengers pic.twitter.com/QSIdCT8QQM
আরও পড়ুন : Virat Kohli: বিশ্বকাপের পরই টি-20র নেতৃত্ব ছাড়ছেন বিরাট কোহলি
প্রায় একই সঙ্গে তাঁর সংযোজন, "কয়েকদিন আগে টি-20 জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছি । যাতে আমার উপরে চেপে থাকা দায়িত্বের ভার কমে । যে দায়িত্ব আমার উপরে রয়েছে তা ভালোভাবে পালন করতে চাই । নিজেকে তরতাজা রাখতে, মানসিকভাবে ঠিক রাখতে এবং ভবিষ্যতে কী করতে চাই তার কথা ভেবেই এই সিদ্ধান্ত । আগামী বছর আরসিবি দলে বড়সড় পরিবর্তন হবে । সবকিছুই বদলের মধ্যে দিয়ে যাবে । বড় নিলাম হতে চলেছে । আরসিবি ছাড়া অন্য কোনও দলে নিজেকে দেখার কথা ভাবতে আমি পারি না । দলের প্রতি এই দায়বদ্ধতা প্রথম দিন থেকেই । আইপিএলের শেষ পর্যন্ত নিজেকে আরসিবির ক্রিকেটার হিসেবে দেখতে চাই । নয় বছরের একটা যাত্রা শেষ হল । খুশি এবং দুঃখ দুটোই সামনে থেকে দেখেছি । আমাকে সমর্থন করার জন্য এবং আমার উপরে আস্থা রাখার জন্য হৃদয় থেকে সকলকে ধন্যবাদ ।"