মুম্বই, 10 মে : ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সহ টেস্ট সিরিজের জন্য শীঘ্রই ইংল্য়ান্ড যাবে ভারতীয় দল ৷ তার আগে করোনা টিকার প্রথম ডোজ নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ ইনস্টাগ্রামে সেই খবর জানিয়ে সকলকে টিকা নেওয়ার আবেদন জানিয়েছেন ক্যাপ্টেন ৷
18 জুন সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণের ফাইনাল খেলবে ভারত ৷ তারপর 4 অগাস্ট থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৷ 2 জুন ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে দল ৷ তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের স্কোয়াডে থাকা প্রতিটি সদস্য করোনা টিকা পাবেন ৷ যেহেতু ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবারও যাবে তাই পরিবারের সদস্যদেরও টিকা নেওয়া প্রয়োজন ৷ গতকাল সস্ত্রীক করোনা টিকা নেন বিরাটের ডেপুটি অজিঙ্কা রাহানে ৷ একদিন পরই ভ্যাকসিনেশন সেন্টারে পৌঁছে গেলেন ক্যাপ্টেন ৷ কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লেখেন, "যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন নিন ৷ সুস্থ থাকুন ৷"
-
#VaccinationDone✅
— Ishant Sharma (@ImIshant) May 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thankful for this and grateful for all the essential workers. Happy to see the smooth running of the facility & management.
Let’s all get vaccinated at the earliest. #GetVaccinated #CovidVaccine pic.twitter.com/3wRHeBwvTP
">#VaccinationDone✅
— Ishant Sharma (@ImIshant) May 10, 2021
Thankful for this and grateful for all the essential workers. Happy to see the smooth running of the facility & management.
Let’s all get vaccinated at the earliest. #GetVaccinated #CovidVaccine pic.twitter.com/3wRHeBwvTP#VaccinationDone✅
— Ishant Sharma (@ImIshant) May 10, 2021
Thankful for this and grateful for all the essential workers. Happy to see the smooth running of the facility & management.
Let’s all get vaccinated at the earliest. #GetVaccinated #CovidVaccine pic.twitter.com/3wRHeBwvTP
আরও পড়ুন : কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু পীযূষ চাওলার বাবার
আজ সস্ত্রীক ভ্যাকসিন নিয়েছেন ভারতীয় দলের তারকা পেসার ইশান্ত শর্মাও ৷ অনুরাগীদের যতটা সম্ভব তাড়াতাড়ি ভ্যাকসিন নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি ৷ গত সপ্তাহে অজিঙ্কা রাহানে ছাড়াও, উমেশ যাদব, শিখর ধাওয়ানরা করোনা টিকা পেয়েছেন ৷ ভারতীয় টেস্ট দলের সদস্যরা ইংল্যান্ডে গিয়ে টিকার দ্বিতীয় ডোজ নেবেন ৷ এই বিষয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে বিসিসিআই ৷