পোর্ট অফ স্পেন, 21 জুলাই: ক্যারিবিয়ান সফরে 500তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন বিরাট কোহলি ৷ ডমিনিকায় তিন অঙ্কের রান করতে ব্যর্থ হলেও ত্রিনিদাদে দ্রুত সেঞ্চুরির দিকে এগোচ্ছেন কোহলি ৷ দুরন্ত ছন্দে ব্যাট করতে নেমে 500তম আন্তর্জাতিক ম্যাচে হাফ সেঞ্চুরি করা প্রথম ব্যাটার হয়েছেন ৷ তারপর আরো এক নজির গড়লেন বিরাট ৷ আন্তর্জাতিক ম্যাচে রান শিকারিদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এলেন কোহলি ৷ টপকে গেলেন জ্যাক কালিসকে ৷
প্রথম দিনের শেষে 161 বলে 87 রানে অপরাজিত রয়েছেন বিরাট । সাজানো ইনিংসে রয়েছে মোট 8টি বাউন্ডারি । এই মুহূর্তে 500টি আন্তর্জাতিক ম্যাচে 53.67 গড়ে 25,548 রান করেছেন কোহলি । 559 ইনিংসে ঝুলিতে রয়েছে 75টি সেঞ্চুরি এবং 132টি হাফ সেঞ্চুরি, সেরা স্কোর 254 । 62টি সেঞ্চুরি এবং 149টি অর্ধশতরান-সহ 519 ম্যাচে ক্যালিসের 25,534 রানকে টপকে গিয়েছেন বিরাট ।
-
3⃣0⃣th Test FIFTY for Virat Kohli 🙌 🙌
— BCCI (@BCCI) July 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
He also completes a half-century stand with @imjadeja 🤝#TeamIndia inching closer to 240.
Follow the match ▶️ https://t.co/d6oETzoH1Z#WIvIND pic.twitter.com/yG4z7I4epM
">3⃣0⃣th Test FIFTY for Virat Kohli 🙌 🙌
— BCCI (@BCCI) July 20, 2023
He also completes a half-century stand with @imjadeja 🤝#TeamIndia inching closer to 240.
Follow the match ▶️ https://t.co/d6oETzoH1Z#WIvIND pic.twitter.com/yG4z7I4epM3⃣0⃣th Test FIFTY for Virat Kohli 🙌 🙌
— BCCI (@BCCI) July 20, 2023
He also completes a half-century stand with @imjadeja 🤝#TeamIndia inching closer to 240.
Follow the match ▶️ https://t.co/d6oETzoH1Z#WIvIND pic.twitter.com/yG4z7I4epM
আরও পড়ুন: মাইলস্টোনের ম্যাচে বিরাট-রাজ, গড়লেন নয়া কীর্তি
কোহলির সামনে শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে (652 ম্যাচে 25,957 রান), রিকি পন্টিং (560 ম্যাচে 27,483 রান), কুমার সাঙ্গাকারা (594 ম্যাচে 28,016 রান) ও সচিন তেন্ডুলকর (664 ম্যাচে 34,357 রান) । 111 টেস্টে বিরাটের সংগ্রহ 49.38 গড়ে 8642 রান । ক্রিকেটের কুলীন ফর্ম্যাটে কোহলির ব্যাটে এসেছে 28টি সেঞ্চুরি এবং 30টি হাফ-সেঞ্চুরি ৷ টেস্টে ভারতের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি । অন্যদিকে, 274টি ওডিআই ম্যাচে 57.32 গড়ে 12,898 রান করেছেন বিরাট । ঝুলিতে রয়েছে 46টি সেঞ্চুরি এবং 65টি হাফ-সেঞ্চুরি । ওডিআই ক্রিকেটে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ।
-
India are off to a great start in the second Test against West Indies 👌
— ICC (@ICC) July 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
📝 #WIvIND: https://t.co/TTE3F8QIEE #WTC25 pic.twitter.com/sEiqAFfRN1
">India are off to a great start in the second Test against West Indies 👌
— ICC (@ICC) July 20, 2023
📝 #WIvIND: https://t.co/TTE3F8QIEE #WTC25 pic.twitter.com/sEiqAFfRN1India are off to a great start in the second Test against West Indies 👌
— ICC (@ICC) July 20, 2023
📝 #WIvIND: https://t.co/TTE3F8QIEE #WTC25 pic.twitter.com/sEiqAFfRN1
পোর্ট অফ স্পেনে এই মুহূর্তে কোহলি এগোচ্ছেন শতরানের লক্ষ্যে ৷ 2018 সালের ডিসেম্বরে শেষবার বিদেশের মাটিতে সেঞ্চুরি এসেছিল কোহলির ব্যাটে ৷ নজিরের ম্যাচে সেই গাঁটও পেরতে চাইছেন 'কিং কোহলি' ৷ 29 নম্বর টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র 13 রান দূরে রয়েছেন বিরাট ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিরাটের অপরাজিত 87 রানের ইনিংসের দৌলতে চালকের আসনে ভারত ৷
আরও পড়ুন: ক্যারিবিয়ান সফরের মাঝেই মগজে এশিয়া কাপ, পাকিস্তান নিয়ে ভাবিত নন দ্রাবিড়