মুম্বই, 2 অক্টোবর: পারিবারিক কারণে মুম্বই ফিরলেন বিরাট কোহলি ৷ গুয়াহাটি থেকে দলের সঙ্গে তিরুঅনন্তপুরম যাননি তিনি ৷ একটি অনলাইন স্পোর্টস সাইটের খবর অনুযায়ী, বিরাট কোহলি টিম ম্যানেজমেন্টের কাছে অনুরোধ করিছিলেন তাঁকে ছুটি দেওয়ার জন্য ৷ পারিবারিক কারণে এই ছুটি চেয়েছিলেন ভারতের তারকা ব্যাটার ৷ তিনি গুয়াহাটি থেকেই রবিবার বিমানে মুম্বই ফিরে আসেন ৷ তবে, সোমবারই তিনি দলের সঙ্গে তিরুঅনন্তপুরমে দলের সঙ্গে যোগ দেবেন বলে ওই স্পোর্টস ওয়েবসাইট জানিয়েছে ৷
-
▶️The Indian Cricket Team has arrived in Trivandrum for their final warm-up game against Netherlands scheduled on Tuesday (October 3)
— Cricbuzz (@cricbuzz) October 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
▶️Virat Kohli hasn't joined the team due to a personal emergency and is expected to arrive on Monday (October 2).#WorldCup2023… pic.twitter.com/zMQ8JBJ4dl
">▶️The Indian Cricket Team has arrived in Trivandrum for their final warm-up game against Netherlands scheduled on Tuesday (October 3)
— Cricbuzz (@cricbuzz) October 1, 2023
▶️Virat Kohli hasn't joined the team due to a personal emergency and is expected to arrive on Monday (October 2).#WorldCup2023… pic.twitter.com/zMQ8JBJ4dl▶️The Indian Cricket Team has arrived in Trivandrum for their final warm-up game against Netherlands scheduled on Tuesday (October 3)
— Cricbuzz (@cricbuzz) October 1, 2023
▶️Virat Kohli hasn't joined the team due to a personal emergency and is expected to arrive on Monday (October 2).#WorldCup2023… pic.twitter.com/zMQ8JBJ4dl
বিসিসিআই-এর একটি সূত্রকে উল্লেখ করে বলা হয়েছে, "বিরাট কোহলি ব্যক্তিগত কারণে জরুরি ভিত্তিতে মুম্বই ফিরে গিয়েছেন ৷ তিনি খুব দ্রুত ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন ৷" ভারতীয় দলের তরফে এক মুখপাত্রও এই খবর নিশ্চিত করেছেন ৷ উল্লেখ্য গতকাল ভারতীয় দল তিরুঅনন্তপুরম পৌঁছলে সেখানে বিরাট কোহলিকে দেখা যায়নি ৷ বিরাটের দলের সঙ্গে না থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ জানা গিয়েছে, গুয়াহাটি থেকে বিশেষ বিমানে রবিবার সন্ধ্যায় মুম্বই উড়ে গিয়েছেন তিনি ৷
-
Virat Kohli didn't join the team today in Thiruvananthapuram due to a personal emergency. He's likely to join tomorrow. (Cricbuzz). pic.twitter.com/xIzba1rq6X
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Virat Kohli didn't join the team today in Thiruvananthapuram due to a personal emergency. He's likely to join tomorrow. (Cricbuzz). pic.twitter.com/xIzba1rq6X
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 1, 2023Virat Kohli didn't join the team today in Thiruvananthapuram due to a personal emergency. He's likely to join tomorrow. (Cricbuzz). pic.twitter.com/xIzba1rq6X
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 1, 2023
মঙ্গলবার তিরুঅনন্তুপুরমে ভারতীয় দল তাদের দ্বিতীয় তথা শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৷ গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায় ৷ তিরুঅনন্তপুরমেও আপাতত দিন কয়েক বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ ফলে আগামিকালের প্রস্তুতি ম্যাচ নির্বিঘ্নে হওয়া নিয়ে সংশয় রয়েছে ৷ বিশ্বকাপের মূলপর্বের ম্যাচের আগে মঙ্গলবারই প্রস্তুতি ম্যাচের শেষদিন ৷ মাঝে একদিন বিরতি দিয়ে আগামী 5 অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হবে ৷
আরও পড়ুন: অনুপ্রেরণার আরেক নাম মহম্মদ সিরাজ, বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ট্রাম্প কার্ডও
প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন এবং রানার-আপ ৷ অর্থাৎ, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে ৷ ভারত প্রথম ম্যাচ খেলবে আগামী 8 অক্টোবর রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ৷ দ্বিতীয় ম্যাচ 11 অক্টোবর দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে ৷ এরপর 14 অক্টোবর বহু প্রতিক্ষীত ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷