ETV Bharat / sports

Virat Kohli on Shubman: শুভমনের কেরিয়ারে পথপ্রদর্শক হতে 'বিরাট' আগ্রহী কোহলি - World Test Championship Final

সিনিয়র হিসেবে প্রতিভাবান জুনিয়রের পথপ্রদর্শক হতে চান বিরাট কোহলি ৷ কথা হচ্ছে শুভমন গিলকে নিয়ে ৷ আইসিসি-র এক সাক্ষাৎকারে শুভমনের ক্রিকেট এবং তাঁদের দু’জনের সম্পর্ক নিয়ে কথা বললেন কোহলি ৷

Virat Kohli on Shubman ETV BHARAT
Virat Kohli on Shubman
author img

By

Published : Jun 6, 2023, 7:52 PM IST

লন্ডন, 6 জুন: গত 7 মাসে শুভমন গিলের সঙ্গে জাতীয় দলের হয়ে একাধিক পার্টনারশিপ করেছেন বিরাট কোহলি ৷ এমনকি বিরাট-রোহিতদের পর ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ মহাতারকা বলা হচ্ছে গিলকে ৷ তবে, সেটা মুখে কথায় নয় ৷ গত কয়েকমাসে শুভমনের ব্যাটিং কীর্তি সে কথা বলছে ৷ কিন্তু, শুভমনের এই উঠতি কেরিয়ারে তাঁর পথপ্রদর্শক হতে প্রস্তুত বিরাট ৷ যেমন তিনি নিজের সময়ে সচিন তেন্ডুলকরকে পেয়েছিলেন ৷ সেই একই ভূমিকা তিনি শুভমনের কেরিয়ারের ক্ষেত্রে নিতে চান ৷

বিশ্ব ক্রিকেটের ‘রাজা’ ও ‘যুবরাজ’ আগামিকাল একসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় জার্সিতে নামবেন ৷ বিরাট কোহলি রাজা হলে এবং শুভমন গিল হলেন যুবরাজ ৷ তবে, যুবরাজের ভবিষ্যতের রাজা হওয়ার ক্ষেত্রে, তাঁর বেড়ে ওঠার ক্ষমতা এবং সম্ভাবনাকে বুঝতে সাহায্য করতে আগ্রহী বিরাট ৷ আইসিসি-র এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ কোহলি জানান, 23 বছরের শুভমনের সঙ্গে তাঁর অনেক কথা হয় ৷ মাত্র একবছরের মধ্যে শুভমন নিজের ব্যাটিংয়ে ক্রিকেটের সব ফরম্যাটে নিজের ছাপ ফেলেছেন ৷ আর সেই কারণেই, দু’জনের একে অপরের প্রতি অগাধ সম্মান বলে জানিয়েছেন বিরাট ৷

আরও পড়ুন: অধিনায়ক হিসেবে অন্তত 2টি আইসিসি খেতাব জিততে চান রোহিত

বিরাট বলেন, ‘‘ও আমার সঙ্গে খেলা নিয়ে অনেক কথা বলে ৷ ওর মধ্যে আরও বেশি করে শেখার আগ্রহ আছে ৷ আর ওর বয়স অনুযায়ী ব্যাটিং স্কিল দুর্দান্ত ৷ বড় স্তরে পারফর্ম করার অসামান্য ক্ষমতা এবং মানসিকতা আছে ওর মধ্যে ৷ ও নিজের মধ্যে আত্মবিশ্বাসী এবং আমাদের মধ্যে যে সম্পর্ক, সেখানে একে অপরের প্রতি অগাধ সম্মান আছে ৷’’ তাই নিজের অনুজকে (ক্রিকেট মাঠে) নিয়ে গর্ব করেন বিরাট ৷ তার পথপ্রদর্শক হতে চান তিনি ৷

আরও পড়ুন: শামিদের ওভালের বাড়তি 'বাউন্স' এড়িয়ে যাওয়ার পরামর্শ ওয়াসিমের

রান-মেশিনের কথায়, ‘‘ওকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং নিজের ক্ষমতা বোঝার জন্য সাহায্য করতে আগ্রহী ৷ যাতে ও নিজের মতো করে খেলাটাকে বুঝতে পারে ৷ এর ফলে ও অনেক দীর্ঘ সময় ধরে খেলতে পারবে ও পারফর্ম করতে পারবে ৷ এতে ভারতীয় ক্রিকেটের উন্নতি হবে ৷’’ তবে, ‘কিং’ বা ‘প্রিন্স’-এর মতো শব্দবন্ধগুলি বাইরের জগৎ ও দর্শকদের জন্যই ভালো বলে জানান বিরাট ৷ একজন সিনিয়র ক্রিকেটারের কাজ তরুণদের সাহায্য করা, তাঁদের খেলার মানকে আরও উন্নত করা ৷

লন্ডন, 6 জুন: গত 7 মাসে শুভমন গিলের সঙ্গে জাতীয় দলের হয়ে একাধিক পার্টনারশিপ করেছেন বিরাট কোহলি ৷ এমনকি বিরাট-রোহিতদের পর ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ মহাতারকা বলা হচ্ছে গিলকে ৷ তবে, সেটা মুখে কথায় নয় ৷ গত কয়েকমাসে শুভমনের ব্যাটিং কীর্তি সে কথা বলছে ৷ কিন্তু, শুভমনের এই উঠতি কেরিয়ারে তাঁর পথপ্রদর্শক হতে প্রস্তুত বিরাট ৷ যেমন তিনি নিজের সময়ে সচিন তেন্ডুলকরকে পেয়েছিলেন ৷ সেই একই ভূমিকা তিনি শুভমনের কেরিয়ারের ক্ষেত্রে নিতে চান ৷

বিশ্ব ক্রিকেটের ‘রাজা’ ও ‘যুবরাজ’ আগামিকাল একসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় জার্সিতে নামবেন ৷ বিরাট কোহলি রাজা হলে এবং শুভমন গিল হলেন যুবরাজ ৷ তবে, যুবরাজের ভবিষ্যতের রাজা হওয়ার ক্ষেত্রে, তাঁর বেড়ে ওঠার ক্ষমতা এবং সম্ভাবনাকে বুঝতে সাহায্য করতে আগ্রহী বিরাট ৷ আইসিসি-র এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ কোহলি জানান, 23 বছরের শুভমনের সঙ্গে তাঁর অনেক কথা হয় ৷ মাত্র একবছরের মধ্যে শুভমন নিজের ব্যাটিংয়ে ক্রিকেটের সব ফরম্যাটে নিজের ছাপ ফেলেছেন ৷ আর সেই কারণেই, দু’জনের একে অপরের প্রতি অগাধ সম্মান বলে জানিয়েছেন বিরাট ৷

আরও পড়ুন: অধিনায়ক হিসেবে অন্তত 2টি আইসিসি খেতাব জিততে চান রোহিত

বিরাট বলেন, ‘‘ও আমার সঙ্গে খেলা নিয়ে অনেক কথা বলে ৷ ওর মধ্যে আরও বেশি করে শেখার আগ্রহ আছে ৷ আর ওর বয়স অনুযায়ী ব্যাটিং স্কিল দুর্দান্ত ৷ বড় স্তরে পারফর্ম করার অসামান্য ক্ষমতা এবং মানসিকতা আছে ওর মধ্যে ৷ ও নিজের মধ্যে আত্মবিশ্বাসী এবং আমাদের মধ্যে যে সম্পর্ক, সেখানে একে অপরের প্রতি অগাধ সম্মান আছে ৷’’ তাই নিজের অনুজকে (ক্রিকেট মাঠে) নিয়ে গর্ব করেন বিরাট ৷ তার পথপ্রদর্শক হতে চান তিনি ৷

আরও পড়ুন: শামিদের ওভালের বাড়তি 'বাউন্স' এড়িয়ে যাওয়ার পরামর্শ ওয়াসিমের

রান-মেশিনের কথায়, ‘‘ওকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং নিজের ক্ষমতা বোঝার জন্য সাহায্য করতে আগ্রহী ৷ যাতে ও নিজের মতো করে খেলাটাকে বুঝতে পারে ৷ এর ফলে ও অনেক দীর্ঘ সময় ধরে খেলতে পারবে ও পারফর্ম করতে পারবে ৷ এতে ভারতীয় ক্রিকেটের উন্নতি হবে ৷’’ তবে, ‘কিং’ বা ‘প্রিন্স’-এর মতো শব্দবন্ধগুলি বাইরের জগৎ ও দর্শকদের জন্যই ভালো বলে জানান বিরাট ৷ একজন সিনিয়র ক্রিকেটারের কাজ তরুণদের সাহায্য করা, তাঁদের খেলার মানকে আরও উন্নত করা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.