ETV Bharat / sports

Kohli Hits Back at Critics : ওরা জানে না আমি কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সমালোচকদের বিঁধলেন বিরাট - Virat Kohli hits back at critics and say they can't feel what I feel

কেরিয়ারে কখনও এমন খারাপ সময় দেখেননি তিনি ৷ শেষমেশ স্বীকার করে নিলেন বিরাট ৷ একই সঙ্গে সমালোচকদের পালটা দিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক জানালেন, যারা সমালোচনা করছে তারা জানে না আমি কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি (Virat Kohli hits back at critics and say they can't feel what I feel) ৷

Kohli Hits Back
সমালোচকদের বিঁধে পাল্টা দিলেন বিরাট
author img

By

Published : May 11, 2022, 5:15 PM IST

Updated : May 11, 2022, 7:38 PM IST

মুম্বই, 11 মে : তিনি কি সত্যিই 'ওভারকুকড'? শোনা যাচ্ছে, আইপিএল শেষ হওয়ার পর তাঁর সঙ্গে আলোচনায় বসতে পারেন বোর্ডকর্তারা ৷ প্রয়োজনে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে যেতে পারেন বিরাট কোহলি ৷ সে যাইহোক, আপাতত আইপিএলের শেষ কয়েকটি ম্যাচের জন্য ব্যাট হাতে পুরনো ছন্দে ফেরার চেষ্টায় বিরাট কোহলি ৷ দল যদি প্লে-অফে যোগ্যতা অর্জনে সক্ষম হয় তবে হাতে পাওয়া যাবে আরও কয়েকটি ম্যাচ ৷ কিন্তু চূড়ান্ত অফ ফর্মের জেরে সমালোচনায় কাবু বিরাটকে দেখে মনে হচ্ছে রানে ফেরার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাসটুকুও হারিয়েছেন তিনি ৷ কেরিয়ারে যে কখনও এমন খারাপ সময় দেখেননি তিনি, শেষমেশ স্বীকার করে নিলেন বিরাট ৷ একই সঙ্গে সমালোচকদের পালটা দিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক জানালেন, যারা সমালোচনা করছে তারা জানে না আমি কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি (Virat Kohli hits back at critics and say they can't feel what I feel) ৷

আরসিবি-র সুপার ফ্যান মিস্টার নাগসের সঙ্গে সম্প্রতি একটি পডকাস্টে মিলিত হয়েছিলেন বিরাট ৷ সেখানেই ব্যাট হাতে তাঁর খারাপ ফর্ম, লাগাতার গোল্ডেন ডাক নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন অধিনায়ককে ৷ প্রত্যুত্তরে সমালোচকদের উদ্দেশে বিরাট বলেন, "যারা সমালোচনা করছে তারা কখনও আমার জায়গায় আসতে পারবে না ৷ আমি যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি তারা সেটা অনুভব করতে পারবে না ৷ তারা আমার মত করে বাঁচতে পারবে না ৷"

  • Interview of the year! Catch Virat Kohli in a relaxed, honest and fun avatar, even as Mr. Nags tries to annoy him just like he’s done over the years. 😎🤙

    Tell us what the best moment from this interview was for you, in the comments section. 👨‍💻#PlayBold #IPL2022 #RCB #ನಮ್ಮRCB pic.twitter.com/vV6MyRDyRt

    — Royal Challengers Bangalore (@RCBTweets) May 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু কখনও কখনও তো জীবনে সমালোচনাকে উপেক্ষা করতে হয় ৷ এখন বিরাট কীভাবে বাইরের সমালোচনা উপেক্ষা করছেন ? উত্তরে আইপিএলের সর্বাধিক রান সংগ্রাহক বলেন, টেলিভিশন সেটের আওয়াজ বন্ধ রেখে এবং বাইরের কথায় কান না-দিয়ে সমালোচনা উপেক্ষা করছেন তিনি ৷

আরও পড়ুন : কেবল ফর্ম নয় আত্মবিশ্বাসটুকুও গিয়েছে, 'বিরাট' বিপর্যয়ে হাহাকার টুইটারে

কিন্তু একজন ব্যাটার কীভাবে টানা দু'ম্যাচে গোল্ডেন ডাক হতে পারে ? মজার ছলে ছুড়ে দেওয়া সঞ্চালকের এই প্রশ্নের উত্তরে হেসেই জবাব দেন কোহলি ৷ তিনি বলেন, "এমনটা আমার কেরিয়ারে আগে কখনও ঘটেনি ৷ আমার মনে হয় ক্রিকেটে সব খারাপ বিষয় আমার উপলব্ধি করা হয়ে গিয়েছে ৷" চলতি আইপিএলে আপাতত 12 ম্যাচে মাত্র 216 রান এসেছে কোহলির ঝুলিতে ৷

মুম্বই, 11 মে : তিনি কি সত্যিই 'ওভারকুকড'? শোনা যাচ্ছে, আইপিএল শেষ হওয়ার পর তাঁর সঙ্গে আলোচনায় বসতে পারেন বোর্ডকর্তারা ৷ প্রয়োজনে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে যেতে পারেন বিরাট কোহলি ৷ সে যাইহোক, আপাতত আইপিএলের শেষ কয়েকটি ম্যাচের জন্য ব্যাট হাতে পুরনো ছন্দে ফেরার চেষ্টায় বিরাট কোহলি ৷ দল যদি প্লে-অফে যোগ্যতা অর্জনে সক্ষম হয় তবে হাতে পাওয়া যাবে আরও কয়েকটি ম্যাচ ৷ কিন্তু চূড়ান্ত অফ ফর্মের জেরে সমালোচনায় কাবু বিরাটকে দেখে মনে হচ্ছে রানে ফেরার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাসটুকুও হারিয়েছেন তিনি ৷ কেরিয়ারে যে কখনও এমন খারাপ সময় দেখেননি তিনি, শেষমেশ স্বীকার করে নিলেন বিরাট ৷ একই সঙ্গে সমালোচকদের পালটা দিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক জানালেন, যারা সমালোচনা করছে তারা জানে না আমি কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি (Virat Kohli hits back at critics and say they can't feel what I feel) ৷

আরসিবি-র সুপার ফ্যান মিস্টার নাগসের সঙ্গে সম্প্রতি একটি পডকাস্টে মিলিত হয়েছিলেন বিরাট ৷ সেখানেই ব্যাট হাতে তাঁর খারাপ ফর্ম, লাগাতার গোল্ডেন ডাক নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন অধিনায়ককে ৷ প্রত্যুত্তরে সমালোচকদের উদ্দেশে বিরাট বলেন, "যারা সমালোচনা করছে তারা কখনও আমার জায়গায় আসতে পারবে না ৷ আমি যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি তারা সেটা অনুভব করতে পারবে না ৷ তারা আমার মত করে বাঁচতে পারবে না ৷"

  • Interview of the year! Catch Virat Kohli in a relaxed, honest and fun avatar, even as Mr. Nags tries to annoy him just like he’s done over the years. 😎🤙

    Tell us what the best moment from this interview was for you, in the comments section. 👨‍💻#PlayBold #IPL2022 #RCB #ನಮ್ಮRCB pic.twitter.com/vV6MyRDyRt

    — Royal Challengers Bangalore (@RCBTweets) May 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু কখনও কখনও তো জীবনে সমালোচনাকে উপেক্ষা করতে হয় ৷ এখন বিরাট কীভাবে বাইরের সমালোচনা উপেক্ষা করছেন ? উত্তরে আইপিএলের সর্বাধিক রান সংগ্রাহক বলেন, টেলিভিশন সেটের আওয়াজ বন্ধ রেখে এবং বাইরের কথায় কান না-দিয়ে সমালোচনা উপেক্ষা করছেন তিনি ৷

আরও পড়ুন : কেবল ফর্ম নয় আত্মবিশ্বাসটুকুও গিয়েছে, 'বিরাট' বিপর্যয়ে হাহাকার টুইটারে

কিন্তু একজন ব্যাটার কীভাবে টানা দু'ম্যাচে গোল্ডেন ডাক হতে পারে ? মজার ছলে ছুড়ে দেওয়া সঞ্চালকের এই প্রশ্নের উত্তরে হেসেই জবাব দেন কোহলি ৷ তিনি বলেন, "এমনটা আমার কেরিয়ারে আগে কখনও ঘটেনি ৷ আমার মনে হয় ক্রিকেটে সব খারাপ বিষয় আমার উপলব্ধি করা হয়ে গিয়েছে ৷" চলতি আইপিএলে আপাতত 12 ম্যাচে মাত্র 216 রান এসেছে কোহলির ঝুলিতে ৷

Last Updated : May 11, 2022, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.