ETV Bharat / sports

Dominica Duo: এক যুগ আগে ডমিনিকা টেস্টের সতীর্থ আজ কোচ, 12 বছর আগের স্মৃতি রোমন্থনে বিরাট - রাহুল দ্রাবিড়

ডমিনিকার 12 বছর আগের স্মৃতিতে ডুব দিলেন বিরাট কোহলি ৷ তাও আবার কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে ৷ যিনি সেই সময় বিরাটের সতীর্থ ছিলেন ৷ আর বর্তমানে ভারতীয় দলে দু’জনের ভূমিকাও বদলে গিয়েছেন ৷

Dominica Duo ETV BHARAT
Dominica Duo
author img

By

Published : Jul 10, 2023, 7:18 PM IST

ডমিনিকা, 10 জুলাই: 2011 সালে জুন-জুলাইতে ভারতের ক্যারিবিয়ান সফরের তৃতীয় তথা শেষ টেস্টটি খেলা হয়েছিল ডমিনিকাতে ৷ সেটি ছিল ডমিনিকায় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ ৷ ঠিক 12 বছর পর সেই মাঠে আবারও টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারত ৷ এই 12 বছরে ভারতীয় দলের নকশা বদলে গিয়েছে পুরোপুরি ৷ শুধু রয়ে গিয়েছেন, সেই টেস্টে ভারতের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নামা বিরাট কোহলি ৷ যিনি বর্তমানে ব্যাটিং অর্ডারে নামেন চার নম্বরে ৷ রয়েছেন আরও একজন ৷ তিনি হলেন, রাহুল দ্রাবিড় ৷ বারো বছর আগে ডমিনিকা টেস্টে দলের তিন নম্বর ব্যাটার আজ ভারতীয় দলে কোচের হটসিটে ৷

এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেটের মহান দুই স্তম্ভ ৷ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেই টেস্ট রাহুল দ্রাবিড়ের শেষ ওয়েস্ট ইন্ডিজ সফর ছিল ৷ আর সেই সিরিজে টেস্টে অভিষেক হয়েছিল বিরাটের ৷ সেদিনের দুই সতীর্থ ক্রিকেটার আজ গুরু-শিষ্য ৷ 12 বছর পর একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে বিরাট ডমিনিকার রোসেউ স্টেডিয়ামে খেলতে নামবেন ৷ আর রাহুল দ্রাবিড় সেখানেই 12 বছর পর বিরাট তথা ভারতের কোচের ভূমিকায় রণকৌশল ঠিক করবেন ৷

এই মুহূর্তের কথা উল্লেখ করে সোমবার ভারতীয় সময় মধ্যরাতে বিরাট একটি টুইট করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, "2011 সালে ডমিনিকাতে খেলা শেষ টেস্টের অংশ মাত্র আমরা দু’জন ৷ কখনও ভাবিনি এই যাত্রাপথে এভাবে আবারও আমরা ফিরে আসব ৷ তাও ভিন্ন ভূমিকায় ৷ খুবই ভাগ্যবান ৷" বিরাটের এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায় ৷ শেষ টেস্টটি ড্র করেছিল ভারত ৷ ডারেন স্যামির নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত 0-1 সিরিজ জেতে ৷

  • The only two guys part of the last test we played at Dominica in 2011. Never imagined the journey would bring us back here in different capacities. Highly grateful. 🙌 pic.twitter.com/zz2HD8nkES

    — Virat Kohli (@imVkohli) July 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিরাট-ফিটনেসের রহস্য কী? নিজেই জানালেন কিং কোহলি

ওই টেস্টে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে 204 রানে অলআউট হয়ে যায় ৷ জবাবে ভারত প্রথম ইনিংসে 347 রান তোলে ৷ যেখানে রাহুল দ্রাবিড় 5 এবং বিরাট কোহলি 30 রান করেছিলেন ৷ আর দ্বিতীয় ইনিংসে 143 রানে পিছিয়ে থেকে ক্যারিবিয়ানরা 322 রান তোলে ৷ ভারতের সামনে 180 রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ ৷ কিন্তু, শেষদিনে 32 ওভারে 3 উইকেটে 94 রান তোলার পর খেলা শেষ হয়ে যায় ৷ ফলে ম্যাচ অমীমাংসিত থেকে যায় ৷ রাহুল দ্রাবিড় দ্বিতীয় ইনিংসে 34 রানে অপরাজিত ছিলেন ৷ বিরাট দ্বিতীয় ইনিংসে ব্যাট করেননি ৷

ডমিনিকা, 10 জুলাই: 2011 সালে জুন-জুলাইতে ভারতের ক্যারিবিয়ান সফরের তৃতীয় তথা শেষ টেস্টটি খেলা হয়েছিল ডমিনিকাতে ৷ সেটি ছিল ডমিনিকায় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ ৷ ঠিক 12 বছর পর সেই মাঠে আবারও টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারত ৷ এই 12 বছরে ভারতীয় দলের নকশা বদলে গিয়েছে পুরোপুরি ৷ শুধু রয়ে গিয়েছেন, সেই টেস্টে ভারতের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নামা বিরাট কোহলি ৷ যিনি বর্তমানে ব্যাটিং অর্ডারে নামেন চার নম্বরে ৷ রয়েছেন আরও একজন ৷ তিনি হলেন, রাহুল দ্রাবিড় ৷ বারো বছর আগে ডমিনিকা টেস্টে দলের তিন নম্বর ব্যাটার আজ ভারতীয় দলে কোচের হটসিটে ৷

এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেটের মহান দুই স্তম্ভ ৷ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেই টেস্ট রাহুল দ্রাবিড়ের শেষ ওয়েস্ট ইন্ডিজ সফর ছিল ৷ আর সেই সিরিজে টেস্টে অভিষেক হয়েছিল বিরাটের ৷ সেদিনের দুই সতীর্থ ক্রিকেটার আজ গুরু-শিষ্য ৷ 12 বছর পর একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে বিরাট ডমিনিকার রোসেউ স্টেডিয়ামে খেলতে নামবেন ৷ আর রাহুল দ্রাবিড় সেখানেই 12 বছর পর বিরাট তথা ভারতের কোচের ভূমিকায় রণকৌশল ঠিক করবেন ৷

এই মুহূর্তের কথা উল্লেখ করে সোমবার ভারতীয় সময় মধ্যরাতে বিরাট একটি টুইট করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, "2011 সালে ডমিনিকাতে খেলা শেষ টেস্টের অংশ মাত্র আমরা দু’জন ৷ কখনও ভাবিনি এই যাত্রাপথে এভাবে আবারও আমরা ফিরে আসব ৷ তাও ভিন্ন ভূমিকায় ৷ খুবই ভাগ্যবান ৷" বিরাটের এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায় ৷ শেষ টেস্টটি ড্র করেছিল ভারত ৷ ডারেন স্যামির নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত 0-1 সিরিজ জেতে ৷

  • The only two guys part of the last test we played at Dominica in 2011. Never imagined the journey would bring us back here in different capacities. Highly grateful. 🙌 pic.twitter.com/zz2HD8nkES

    — Virat Kohli (@imVkohli) July 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিরাট-ফিটনেসের রহস্য কী? নিজেই জানালেন কিং কোহলি

ওই টেস্টে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে 204 রানে অলআউট হয়ে যায় ৷ জবাবে ভারত প্রথম ইনিংসে 347 রান তোলে ৷ যেখানে রাহুল দ্রাবিড় 5 এবং বিরাট কোহলি 30 রান করেছিলেন ৷ আর দ্বিতীয় ইনিংসে 143 রানে পিছিয়ে থেকে ক্যারিবিয়ানরা 322 রান তোলে ৷ ভারতের সামনে 180 রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ ৷ কিন্তু, শেষদিনে 32 ওভারে 3 উইকেটে 94 রান তোলার পর খেলা শেষ হয়ে যায় ৷ ফলে ম্যাচ অমীমাংসিত থেকে যায় ৷ রাহুল দ্রাবিড় দ্বিতীয় ইনিংসে 34 রানে অপরাজিত ছিলেন ৷ বিরাট দ্বিতীয় ইনিংসে ব্যাট করেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.