ডমিনিকা, 10 জুলাই: 2011 সালে জুন-জুলাইতে ভারতের ক্যারিবিয়ান সফরের তৃতীয় তথা শেষ টেস্টটি খেলা হয়েছিল ডমিনিকাতে ৷ সেটি ছিল ডমিনিকায় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ ৷ ঠিক 12 বছর পর সেই মাঠে আবারও টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারত ৷ এই 12 বছরে ভারতীয় দলের নকশা বদলে গিয়েছে পুরোপুরি ৷ শুধু রয়ে গিয়েছেন, সেই টেস্টে ভারতের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নামা বিরাট কোহলি ৷ যিনি বর্তমানে ব্যাটিং অর্ডারে নামেন চার নম্বরে ৷ রয়েছেন আরও একজন ৷ তিনি হলেন, রাহুল দ্রাবিড় ৷ বারো বছর আগে ডমিনিকা টেস্টে দলের তিন নম্বর ব্যাটার আজ ভারতীয় দলে কোচের হটসিটে ৷
এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেটের মহান দুই স্তম্ভ ৷ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেই টেস্ট রাহুল দ্রাবিড়ের শেষ ওয়েস্ট ইন্ডিজ সফর ছিল ৷ আর সেই সিরিজে টেস্টে অভিষেক হয়েছিল বিরাটের ৷ সেদিনের দুই সতীর্থ ক্রিকেটার আজ গুরু-শিষ্য ৷ 12 বছর পর একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে বিরাট ডমিনিকার রোসেউ স্টেডিয়ামে খেলতে নামবেন ৷ আর রাহুল দ্রাবিড় সেখানেই 12 বছর পর বিরাট তথা ভারতের কোচের ভূমিকায় রণকৌশল ঠিক করবেন ৷
এই মুহূর্তের কথা উল্লেখ করে সোমবার ভারতীয় সময় মধ্যরাতে বিরাট একটি টুইট করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, "2011 সালে ডমিনিকাতে খেলা শেষ টেস্টের অংশ মাত্র আমরা দু’জন ৷ কখনও ভাবিনি এই যাত্রাপথে এভাবে আবারও আমরা ফিরে আসব ৷ তাও ভিন্ন ভূমিকায় ৷ খুবই ভাগ্যবান ৷" বিরাটের এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায় ৷ শেষ টেস্টটি ড্র করেছিল ভারত ৷ ডারেন স্যামির নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত 0-1 সিরিজ জেতে ৷
-
The only two guys part of the last test we played at Dominica in 2011. Never imagined the journey would bring us back here in different capacities. Highly grateful. 🙌 pic.twitter.com/zz2HD8nkES
— Virat Kohli (@imVkohli) July 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The only two guys part of the last test we played at Dominica in 2011. Never imagined the journey would bring us back here in different capacities. Highly grateful. 🙌 pic.twitter.com/zz2HD8nkES
— Virat Kohli (@imVkohli) July 9, 2023The only two guys part of the last test we played at Dominica in 2011. Never imagined the journey would bring us back here in different capacities. Highly grateful. 🙌 pic.twitter.com/zz2HD8nkES
— Virat Kohli (@imVkohli) July 9, 2023
আরও পড়ুন: বিরাট-ফিটনেসের রহস্য কী? নিজেই জানালেন কিং কোহলি
ওই টেস্টে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে 204 রানে অলআউট হয়ে যায় ৷ জবাবে ভারত প্রথম ইনিংসে 347 রান তোলে ৷ যেখানে রাহুল দ্রাবিড় 5 এবং বিরাট কোহলি 30 রান করেছিলেন ৷ আর দ্বিতীয় ইনিংসে 143 রানে পিছিয়ে থেকে ক্যারিবিয়ানরা 322 রান তোলে ৷ ভারতের সামনে 180 রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ ৷ কিন্তু, শেষদিনে 32 ওভারে 3 উইকেটে 94 রান তোলার পর খেলা শেষ হয়ে যায় ৷ ফলে ম্যাচ অমীমাংসিত থেকে যায় ৷ রাহুল দ্রাবিড় দ্বিতীয় ইনিংসে 34 রানে অপরাজিত ছিলেন ৷ বিরাট দ্বিতীয় ইনিংসে ব্যাট করেননি ৷