সেঞ্চুরিয়ন, 29 ডিসেম্বর: বৃহস্পতিবার বাইশ গজে বিরাট লিখলেন ইতিহাস ৷ দল হারলেও 76 রানের ঝোড়ো ইনিংসে নজির গড়েন চেজ মাস্টার ৷ বিশ্বকাপের পর সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলতে নামেন কোহলি ৷ বক্সিং-ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে বৃহস্পতিবার এক ইনিংস ও 32 রানে হেরে সিরিজে 0-1 পিছিয়ে ভারত। দল হারলেও বাইশ গজে 'বিরাট' নজির গড়েন কোহলি ৷ বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এক ক্য়ালেন্ডার বর্ষে 7 বার 2000 আন্তর্জাতিক রান করেন বিরাট ৷ সেই সঙ্গে এই নজির ছুঁয়ে টপকে যান কুমার সঙ্গাকারার ছ'বারের রেকর্ড ৷
এর আগে কোহলি এক বছরে দেশের জার্সিতে 2000 রান করেছিলেন 2012, 2014, 2016, 2017, 2018 ও 2019 সালে। তাতই বিরাট টপকে যান দ্বীপরাষ্ট্রের কিংবদন্তি ব্যাটার সঙ্গাকারার ছ'বারের রেকর্ড ৷ তিনে রয়েছেন শ্রীলঙ্কারই আরেক তারকা ক্রিকেটার মাহেলা জয়বর্ধন পাঁচবার এক ক্যালেন্ডার বর্ষে এই মাইলস্টোন স্থাপন করেছেন ৷ পাঁচ বার এই নজির গড়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও ৷ তবে তিনি রয়েছেন চারে ৷ পাঁচে জাক ক্যালিস। প্রোটিয়া এই কিংবদন্তি এই রেকর্ড করেছেন চার বার।
উল্লেখ্য, সদ্যসমাপ্ত ওডিআই বিশ্বকাপে ব্যাট হাতে দুরন্ত ফর্মে একাধিক নজির গড়েছেন ৷ অধিকাংশ ম্যাচে তিনি দাপুটে পারফর্ম করেছেন ৷ ওডিআই ফরম্যাটে তিনি মাস্টার ব্লাস্টারের 49টি সেঞ্চুরির নজির ভেঙেছেন ৷ তারপর দক্ষিণ আফ্রিকা ও ভারতের টেস্ট সিরিজে ফিরে এসেছে স্বমহিমায় ৷ ব্যাট হাতে দুই ইনিংসেই বেশ সাবলীল হতে দেখা গিয়েছে তাঁকে ৷ প্রথম ইনিংসে প্রথম ইনিংসে তিনি খেলেছিলেন 64 বল। করেছিলেন 38 রান।
কাগিসো রাবাদার একটি সুন্দর বলে খোঁচা দিয়ে তিনি আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে অনেক বেশি আক্রমণাত্মক ইনিংস খেলেছেন বিরাট কোহলি। তিনি 82 বল খেলে করেছেন 76 রান। তাঁর ইনিংস সাজানো ছিল 12 টি চার এবং একটি ছয়ে। মার্কো জানসেনের বলে মারতে গিয়ে কাগিসো রাবাদার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি। দ্বিতীয় ইনিংসে বিরাট ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটার বলার মতো রান পাননি। এর মাঝেই রেকর্ড ছুঁয়ে ফেলেন কোহলি।
আরও পড়ুন: