ETV Bharat / sports

Virat Kohli: 'বিরাট' রেকর্ড! টি-20 বিশ্বকাপে হাজার রান কোহলির - হাজার রান কোহলির

পারথে গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত হারলেও উজ্বল বিরাট কোহলি (Virat Kohli)। দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-20 বিশ্বকাপে করলেন 1000 রান (Virat Kohli Becomes the 2nd Batter to Score 1000 Runs)।

Virat Kohli
টি-20 বিশ্বকাপে হাজার রান কোহলির
author img

By

Published : Oct 31, 2022, 10:37 AM IST

কলকাতা, 31 অক্টোবর: 'বিরাট' রেকর্ড কিং কোহলির (Virat Kohli) ৷ রেকর্ড বুকে জ্বলজ্বল করছে তাঁর নাম ৷ দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-20 বিশ্বকাপে (T20 World Cup) 1000 রানের নজির করলেন ৷

রবিবার রেকর্ড মাইলফলক পূর্ণ করলেন বিরাট কোহলি। টি-20 বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ও ভারতীয়দের মধ্যে প্রথম ব্যাটার হিসেবে 1000 রান পূর্ণ করলেন তিনি। এর আগে এই কৃতিত্ব ছিল শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মাহেলা জয়বর্ধনের দখলে। টি-20 বিশ্বকাপে তিনি করেছেন 1016 রান করেন। তার জন্য সময় নিয়েছিলেন 31 ইনিংস।

অন্যদিকে, কোহলি মাত্র 22 ইনিংসে 1000 রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন। কোহলির পর নাম রয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ৷ তার মানে কোহলিকে যে কোনও সময় টপকে দিতে পারেন রোহিত। টুর্নামেন্টের ইতিহাসে এখনও পর্যন্ত 900 রান রয়েছে রোহিতের ঝুলিতে ।

কয়েকদিন আগে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আরেও একটি রেকর্ড গড়েন বিরাট। টি-20 ক্রিকেটে রানের নিরীখে সতীর্থ রোহিত শর্মাকে (Rohit Sharma) টপকে দিয়েছেন তিনি। বিরাট এখনও পর্যন্ত টি-20 ক্রিকেটে শীর্ষ রান সংগ্রাহক। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বিরাট এই কৃতিত্ব অর্জন করেন।

উল্লেখ্য, রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র 12 রানে আউট হয়ে যান কোহলি। কাগিসো রাবাডার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। টি-20 বিশ্বকাপে এখনও পর্যন্ত 24টি ম্যাচ খেলেছেন কোহলি। তাঁর রান 1001। সর্বোচ্চ অপরাজিত 89 রান। টি-20 বিশ্বকাপে 12টি অর্ধশতরান করলেও একটিও শতরান নেই তাঁর নামের পাশে।

আরও পড়ুন: একা কুম্ভে লড়লেন সূর্য, প্রোটিয়াদের বিরুদ্ধে অল্প রানে থামল টিম ইন্ডিয়া

কলকাতা, 31 অক্টোবর: 'বিরাট' রেকর্ড কিং কোহলির (Virat Kohli) ৷ রেকর্ড বুকে জ্বলজ্বল করছে তাঁর নাম ৷ দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-20 বিশ্বকাপে (T20 World Cup) 1000 রানের নজির করলেন ৷

রবিবার রেকর্ড মাইলফলক পূর্ণ করলেন বিরাট কোহলি। টি-20 বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ও ভারতীয়দের মধ্যে প্রথম ব্যাটার হিসেবে 1000 রান পূর্ণ করলেন তিনি। এর আগে এই কৃতিত্ব ছিল শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মাহেলা জয়বর্ধনের দখলে। টি-20 বিশ্বকাপে তিনি করেছেন 1016 রান করেন। তার জন্য সময় নিয়েছিলেন 31 ইনিংস।

অন্যদিকে, কোহলি মাত্র 22 ইনিংসে 1000 রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন। কোহলির পর নাম রয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ৷ তার মানে কোহলিকে যে কোনও সময় টপকে দিতে পারেন রোহিত। টুর্নামেন্টের ইতিহাসে এখনও পর্যন্ত 900 রান রয়েছে রোহিতের ঝুলিতে ।

কয়েকদিন আগে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আরেও একটি রেকর্ড গড়েন বিরাট। টি-20 ক্রিকেটে রানের নিরীখে সতীর্থ রোহিত শর্মাকে (Rohit Sharma) টপকে দিয়েছেন তিনি। বিরাট এখনও পর্যন্ত টি-20 ক্রিকেটে শীর্ষ রান সংগ্রাহক। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বিরাট এই কৃতিত্ব অর্জন করেন।

উল্লেখ্য, রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র 12 রানে আউট হয়ে যান কোহলি। কাগিসো রাবাডার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। টি-20 বিশ্বকাপে এখনও পর্যন্ত 24টি ম্যাচ খেলেছেন কোহলি। তাঁর রান 1001। সর্বোচ্চ অপরাজিত 89 রান। টি-20 বিশ্বকাপে 12টি অর্ধশতরান করলেও একটিও শতরান নেই তাঁর নামের পাশে।

আরও পড়ুন: একা কুম্ভে লড়লেন সূর্য, প্রোটিয়াদের বিরুদ্ধে অল্প রানে থামল টিম ইন্ডিয়া

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.