ETV Bharat / sports

Virat Overtakes Jayawardene: জয়বর্ধনেকে টপকে ওডিআই-তে পঞ্চম সর্বাধিক রানের মালিক বিরাট - Mahela Jayawardene

একদিনের ক্রিকেটে মোট রানের নিরিখে পাঁচ নম্বরে উঠে এলেন বিরাট কোহলি ৷ মাহেলা জয়বর্ধনেকে টপকে গেলেন তিনি (Virat Overtakes Mahela Jayawardene) ৷ এদিন বিরাট 166 রানের অপরাজিত ইনিংস খেলেন ৷

Virat Overtakes Mahela Jayawardene ETV BHARAT
Virat Overtakes Mahela Jayawardene
author img

By

Published : Jan 15, 2023, 7:01 PM IST

তিরুঅনন্তপুরম, 15 জানুয়ারি: চেনা ছন্দে বিরাট কোহলি ৷ শুধু ছন্দে ফেরা নয়, ব্যাটে রান মানেই তা সেঞ্চুরির কমে থামছে না ৷ তেইশের শুরুটা এভাবেই করেছেন বিরাট ৷ প্রথম ম্যাচে শতরানের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচেও 166 রানের ইনিংস এল তাঁর ব্যাটে ৷ আর সেইসঙ্গে প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক মাহেলা জয়বর্ধনেকে টপকে গেলেন তিনি ৷ ওডিআই-তে জয়বর্ধনেকে টপকে সর্বাধিক রানের নিরিখে পঞ্চমস্থানে উঠে এলেন 'রানমেশিন' (Virat Kohli Becomes 5th Highest Run Scorer in ODI) ৷ তাও মাত্র 268 ম্যাচে 259 ইনিংস খেলে ৷

বিরাট এদিন মাহেলা জয়বর্ধনের একদিনের ক্রিকেটে 448 ম্যাচে করা মোট 12 হাজার 651 রানে টপকে যান ৷ এদিন 166 রানে অপরাজিত থাকার পর, একদিনের ক্রিকেটে বিরাট মোট 12 হাজার 754 রান করলেন ৷ তাঁর আগে চারটি স্থানে রয়েছেন যথাক্রমে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ৷ প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক কুমার সাঙ্গাকারা ৷ তিনি 404 ম্যাচে 14,234 রান করেছেন ৷ 13, 704 রান সংগ্রহ করে তিনে রয়েছেন রিকি পন্টিং এবং 4 নম্বরে আছেন সনথ জয়সূর্য (13,430 রান) ৷

এদিন 35 তম ওভারে বিরাট চামিকা করুণারত্নের লেগ কাটারকে এক্সট্রা কভার দিয়ে বাউন্ডারিতে পাঠান ৷ সেই সঙ্গে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সংগৃহিত মোট রানের নিরিখে 5 নম্বরে উঠে আসেন ৷ এদিন বিরাট ঘরের মাঠে সেঞ্চুরির নিরিখে সচিনকে পিছনে ফেলে দিয়েছেন তিনি ৷ ঘরের মাঠে সচিনের 20টি সেঞ্চুরি ৷ আজ বিরাট 21 নম্বর সেঞ্চুরি করলেন ৷ সেই সঙ্গে বহুদিন পর ম্যারাথান ইনিংস খেললেন মর্ডান ডে গ্রেট ৷ এদিন বিরাটের 166 রানের ইনিংসে 13টি বাউন্ডারি এবং 8টি ওভার বাউন্ডারি ছিল ৷

আরও পড়ুন: গিল-কোহলির জোড়া শতরান, ক্লিন-স্যুইপ এড়াতে শ্রীলঙ্কার সামনে 'বিরাট' টার্গেট

এদিন একদিনের ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরি করলেন শুভমান গিল ৷ ভারতের তরুণ এই ওপেনার 97 বলে 116 রান করেন ৷ তাঁর এবং বিরাটের ইনিংসে ভর করে ভারত তৃতীয় একদিনের আন্তর্জাতিকে 390 রান তুলেছে ৷

তিরুঅনন্তপুরম, 15 জানুয়ারি: চেনা ছন্দে বিরাট কোহলি ৷ শুধু ছন্দে ফেরা নয়, ব্যাটে রান মানেই তা সেঞ্চুরির কমে থামছে না ৷ তেইশের শুরুটা এভাবেই করেছেন বিরাট ৷ প্রথম ম্যাচে শতরানের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচেও 166 রানের ইনিংস এল তাঁর ব্যাটে ৷ আর সেইসঙ্গে প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক মাহেলা জয়বর্ধনেকে টপকে গেলেন তিনি ৷ ওডিআই-তে জয়বর্ধনেকে টপকে সর্বাধিক রানের নিরিখে পঞ্চমস্থানে উঠে এলেন 'রানমেশিন' (Virat Kohli Becomes 5th Highest Run Scorer in ODI) ৷ তাও মাত্র 268 ম্যাচে 259 ইনিংস খেলে ৷

বিরাট এদিন মাহেলা জয়বর্ধনের একদিনের ক্রিকেটে 448 ম্যাচে করা মোট 12 হাজার 651 রানে টপকে যান ৷ এদিন 166 রানে অপরাজিত থাকার পর, একদিনের ক্রিকেটে বিরাট মোট 12 হাজার 754 রান করলেন ৷ তাঁর আগে চারটি স্থানে রয়েছেন যথাক্রমে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ৷ প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক কুমার সাঙ্গাকারা ৷ তিনি 404 ম্যাচে 14,234 রান করেছেন ৷ 13, 704 রান সংগ্রহ করে তিনে রয়েছেন রিকি পন্টিং এবং 4 নম্বরে আছেন সনথ জয়সূর্য (13,430 রান) ৷

এদিন 35 তম ওভারে বিরাট চামিকা করুণারত্নের লেগ কাটারকে এক্সট্রা কভার দিয়ে বাউন্ডারিতে পাঠান ৷ সেই সঙ্গে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সংগৃহিত মোট রানের নিরিখে 5 নম্বরে উঠে আসেন ৷ এদিন বিরাট ঘরের মাঠে সেঞ্চুরির নিরিখে সচিনকে পিছনে ফেলে দিয়েছেন তিনি ৷ ঘরের মাঠে সচিনের 20টি সেঞ্চুরি ৷ আজ বিরাট 21 নম্বর সেঞ্চুরি করলেন ৷ সেই সঙ্গে বহুদিন পর ম্যারাথান ইনিংস খেললেন মর্ডান ডে গ্রেট ৷ এদিন বিরাটের 166 রানের ইনিংসে 13টি বাউন্ডারি এবং 8টি ওভার বাউন্ডারি ছিল ৷

আরও পড়ুন: গিল-কোহলির জোড়া শতরান, ক্লিন-স্যুইপ এড়াতে শ্রীলঙ্কার সামনে 'বিরাট' টার্গেট

এদিন একদিনের ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরি করলেন শুভমান গিল ৷ ভারতের তরুণ এই ওপেনার 97 বলে 116 রান করেন ৷ তাঁর এবং বিরাটের ইনিংসে ভর করে ভারত তৃতীয় একদিনের আন্তর্জাতিকে 390 রান তুলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.