ETV Bharat / sports

Virat Kohli : একমাত্র ব্যাটসম্যান হিসেবে টি-20 বিশ্বকাপে দশম অর্ধশতরান কোহলির - IND vs PAK

ইতিপূর্বে টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বারবার ঝলসে উঠেছে 'দিল্লি বয়'-এর ব্যাট ৷ কোনও পাক বোলার তাঁকে আউট করার দুঃসাহস দেখাতে পারেননি ৷ এদিন তা দেখালেন শাহিন ৷ তবে আউট হওয়ার আগে দুবাইয়ে বিরাট মাইলস্টোন গড়ে গেলেন কোহলি ৷

Virat Kohli
একমাত্র ব্যাটসম্যান হিসেবে টি-20 বিশ্বকাপে দশম অর্ধশতরান কোহলির
author img

By

Published : Oct 24, 2021, 10:36 PM IST

দুবাই : রবিবার মরুশহরের সব পথ গিয়ে মিশল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৷ বিরাট কোহলির দলকে তাতাতে গ্যালারিতে এক টুকরো বলিউড ৷ অক্ষয় কুমার, ঊর্বশী রাউতেলা, প্রীতি জিন্টা হাজির সেখানে ৷ কিন্তু ভারতের খেলায় শুরু থেকে সেই ঝাঁঝ চোখে পড়ল না কোনওভাবে ৷ প্রথম দুই ওভারে ভারতের ওপেনারদ্বয়কে ফিরিয়ে ভারতীয় সমর্থকদের সেলিব্রেশনে রাশ টানলেন শাহিন আফ্রিদি ৷ দীর্ঘ হয়নি সূর্যকুমার যাদবের ইনিংস ৷

ধীরে-ধীরে অধিনায়কের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে 'মেন ইন ব্লু' | সঙ্গী ঋষভ পন্থ ৷ 49 বলে কোহলির 57 রানের ইনিংসে ভর করে সম্মানজনক স্কোরে পৌঁছে যায় ভারত ৷ ইতিপূর্বে টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বারবার ঝলসে উঠেছে 'দিল্লি বয়'-এর ব্যাট ৷ কোনও পাক বোলার তাঁকে আউট করার দুঃসাহস দেখাতে পারেননি ৷

এদিন তা দেখালেন শাহিন ৷ তবে আউট হওয়ার আগে দুবাইয়ে বিরাট মাইলস্টোন গড়ে গেলেন কোহলি ৷ প্রথম ব্যাটার হিসেবে টি-20 বিশ্বকাপে 10টি হাফ-সেঞ্চুরি করে ফেললেন ভারত অধিনায়ক ৷ পাকিস্তানের বিরুদ্ধে এদিন হাফ-সেঞ্চুরি করে ক্রিস গেইলকে ছাপিয়ে গেলেন তিনি ৷ তালিকায় তৃতীয়স্থানে শ্রীলঙ্কার প্রাক্তন তারকা ব্যাটার মাহেলা জয়বর্ধনে (7) ৷

আরও পড়ুন : দেশের মানুষের মুখে হাসি ফেরাতে ভাল খেলাই অস্ত্র আফগান অধিনায়কের

কোহলির অ্যাঙ্কর ইনিংসের পাশাপাশি পন্থের 30 বলে 39 রান নির্ধারিত 20 ওভারে ভারতকে 151 রানে পৌঁছতে সাহায্য করে ৷ ভারত অধিনায়কের ইনিংসে এদিন ছিল 5টি চার এবং একটি ছয় ৷

দুবাই : রবিবার মরুশহরের সব পথ গিয়ে মিশল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৷ বিরাট কোহলির দলকে তাতাতে গ্যালারিতে এক টুকরো বলিউড ৷ অক্ষয় কুমার, ঊর্বশী রাউতেলা, প্রীতি জিন্টা হাজির সেখানে ৷ কিন্তু ভারতের খেলায় শুরু থেকে সেই ঝাঁঝ চোখে পড়ল না কোনওভাবে ৷ প্রথম দুই ওভারে ভারতের ওপেনারদ্বয়কে ফিরিয়ে ভারতীয় সমর্থকদের সেলিব্রেশনে রাশ টানলেন শাহিন আফ্রিদি ৷ দীর্ঘ হয়নি সূর্যকুমার যাদবের ইনিংস ৷

ধীরে-ধীরে অধিনায়কের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে 'মেন ইন ব্লু' | সঙ্গী ঋষভ পন্থ ৷ 49 বলে কোহলির 57 রানের ইনিংসে ভর করে সম্মানজনক স্কোরে পৌঁছে যায় ভারত ৷ ইতিপূর্বে টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বারবার ঝলসে উঠেছে 'দিল্লি বয়'-এর ব্যাট ৷ কোনও পাক বোলার তাঁকে আউট করার দুঃসাহস দেখাতে পারেননি ৷

এদিন তা দেখালেন শাহিন ৷ তবে আউট হওয়ার আগে দুবাইয়ে বিরাট মাইলস্টোন গড়ে গেলেন কোহলি ৷ প্রথম ব্যাটার হিসেবে টি-20 বিশ্বকাপে 10টি হাফ-সেঞ্চুরি করে ফেললেন ভারত অধিনায়ক ৷ পাকিস্তানের বিরুদ্ধে এদিন হাফ-সেঞ্চুরি করে ক্রিস গেইলকে ছাপিয়ে গেলেন তিনি ৷ তালিকায় তৃতীয়স্থানে শ্রীলঙ্কার প্রাক্তন তারকা ব্যাটার মাহেলা জয়বর্ধনে (7) ৷

আরও পড়ুন : দেশের মানুষের মুখে হাসি ফেরাতে ভাল খেলাই অস্ত্র আফগান অধিনায়কের

কোহলির অ্যাঙ্কর ইনিংসের পাশাপাশি পন্থের 30 বলে 39 রান নির্ধারিত 20 ওভারে ভারতকে 151 রানে পৌঁছতে সাহায্য করে ৷ ভারত অধিনায়কের ইনিংসে এদিন ছিল 5টি চার এবং একটি ছয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.