ETV Bharat / sports

ICC World Cup 2023: নেটে কাকে বল করলেন বিরাট ? অনুশীলনে হালকা মেজাজে রোহিতরা - Shubman Gill

Virat Kohli Bowls Shubman Gill in Net on ICC Cricket World Cup: নবাবের শহর লখনউয়ে ভারতীয় দল ৷ রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামছেন রোহিত শর্মারা ৷ যে ম্যাচের আগে প্রথম নেট সেশনে বল করলেন বিরাট কোহলি ৷

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 5:24 PM IST

Updated : Oct 27, 2023, 6:09 PM IST

লখনউ, 27 অক্টোবর: ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী 29 অক্টোবর লখনউয়ের একানা স্টেডিয়ামে নামছে বিশ্বকাপের টেবিল-টপার ভারত ৷ তার আগে প্রথমদিনের অনুশীলনে খোশমেজাজে দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের ৷ নেটে বল করতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে ৷ তবে, শুধু বিরাট নন, শুভমন গিল এবং সূর্যকুমার যাদবও হাত ঘোরালেন নেট সেশনে ৷ আর ডানহাতি পেসার জসপ্রিত বুমরা হয়ে গেলেন বাঁ-হাতি স্পিনার এবং বাঁ-হাতি রবীন্দ্র জাদেজা ডানহাতে অফস্পিন করলেন ৷

বাংলাদেশ ম্যাচে হার্দিক পান্ডিয়া গোড়ালিতে চোট পেয়ে স্টেডিয়াম ছেড়েছিলেন ৷ তার পর হার্দিকের অসমাপ্ত ওভারের বাকি তিন বল বিরাট করেছিলেন ৷ প্রায় 6 বছর পর মাঠে বল করেছিলেন বিরাট ৷ তবে, ওই তিন বলেই তা সীমাবদ্ধ ছিল ৷ কিন্তু, বৃহস্পতিবার বিসিসিআই-এর সোশাল মিডিয়া সাইটে দলের অনুশীলনের ভিডিয়ো পোস্ট করা হয় ৷ যেখানে বিরাট কোহলিকে বোলিং করতে দেখা গিয়েছে ৷ আর তাঁর বলে ব্যাট করছিলেন শুভমন গিল ৷ লখনউয়ে গতকাল প্রথমদিনের অনুশীলন ছিল ৷ সেখানে খুব একটা ভারী ট্রেনিং করেননি কোনও ক্রিকেটার ৷

তবে, তারই মধ্যে ভারতীয় দলের তিন ব্যাটারকে হাত ঘোরাতে দেখা গিয়েছে ৷ বিরাট শুভমনকে বল করলেন ৷ আবার শুভমনও বল করেন এ দিন ৷ তবে, তিনি কাকে বল করছিলেন, তা দেখা যায়নি ৷ অন্যদিকে, সূর্যকুমার যাদবকে দেখা গেল অদ্ভুত অ্যাকশনে বল করতে ৷ এতো নয় গেল ব্যাটারদের কথা ৷ এমনিতেই বলা হয়, সব ব্যাটারই নিজেদের ভালো বোলার বলে মনে করেন ৷ কিন্তু, বোলাররা তাঁদের স্বভাবসিদ্ধ বোলিং স্টাইল বদলে ফেললে !

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: শনিতে আসছে পাক দল, বাবরের জন্য বেনজির দ্বিস্তরীয় নিরাপত্তা বলয় লালবাজারের

সেটাই বোলিং অনুশীলনে দেখা গিয়েছে ৷ জসপ্রীত বুমরাকে দেখা গিয়েছে বাঁ-হাতি স্পিনারের ভূমিকায় ৷ সেখানেই রবীন্দ্র জাদেজাকে ডানহাতি স্পিনার হিসেবে বল করতে দেখা গেল ৷ তবে, এসবই ছিল সাময়িক ৷ এর পর যে যার পরিচিত বোলিং অ্যাকশনে ফিরে আসেন ৷ রবিচন্দ্রন অশ্বিনকে দীর্ঘক্ষণ নেটে বল করতে দেখা গিয়েছে ৷ মনে করা হচ্ছে লখনউয়ের পিচে ব্রিটিশদের সামনে অশ্বিনকে নামাতে পারে ভারত ৷ এর অন্যতম কারণ, স্পিন সহায়ক লখনউয়ের পিচে ইংল্যান্ড দলে একাধিক বাঁ-হাতি ব্যাটারের উপস্থিতি ৷

আরও পড়ুন: শীতের ধরমশালায় ফের ম্যাচের উষ্ণতা, প্রস্তুত দুই প্রতিবেশী অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

তবে, অশ্বিন খেললে মহম্মদ শামি বা মহম্মদ সিরাজের মধ্যে একজনকে বাইরে বসতে হতে পারে ৷ সূত্রের খবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়া শামিকে খেলানো হতে পারে ৷ এর অন্যতম কারণ, গত পাঁচ ম্যাচে মহম্মদ সিরাজ তেমন সফল নন ৷ আর তাই ম্যাচে প্রভাব ফেলতে পারায়, শামিকে খেলানো হতে পারে ৷

লখনউ, 27 অক্টোবর: ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী 29 অক্টোবর লখনউয়ের একানা স্টেডিয়ামে নামছে বিশ্বকাপের টেবিল-টপার ভারত ৷ তার আগে প্রথমদিনের অনুশীলনে খোশমেজাজে দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের ৷ নেটে বল করতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে ৷ তবে, শুধু বিরাট নন, শুভমন গিল এবং সূর্যকুমার যাদবও হাত ঘোরালেন নেট সেশনে ৷ আর ডানহাতি পেসার জসপ্রিত বুমরা হয়ে গেলেন বাঁ-হাতি স্পিনার এবং বাঁ-হাতি রবীন্দ্র জাদেজা ডানহাতে অফস্পিন করলেন ৷

বাংলাদেশ ম্যাচে হার্দিক পান্ডিয়া গোড়ালিতে চোট পেয়ে স্টেডিয়াম ছেড়েছিলেন ৷ তার পর হার্দিকের অসমাপ্ত ওভারের বাকি তিন বল বিরাট করেছিলেন ৷ প্রায় 6 বছর পর মাঠে বল করেছিলেন বিরাট ৷ তবে, ওই তিন বলেই তা সীমাবদ্ধ ছিল ৷ কিন্তু, বৃহস্পতিবার বিসিসিআই-এর সোশাল মিডিয়া সাইটে দলের অনুশীলনের ভিডিয়ো পোস্ট করা হয় ৷ যেখানে বিরাট কোহলিকে বোলিং করতে দেখা গিয়েছে ৷ আর তাঁর বলে ব্যাট করছিলেন শুভমন গিল ৷ লখনউয়ে গতকাল প্রথমদিনের অনুশীলন ছিল ৷ সেখানে খুব একটা ভারী ট্রেনিং করেননি কোনও ক্রিকেটার ৷

তবে, তারই মধ্যে ভারতীয় দলের তিন ব্যাটারকে হাত ঘোরাতে দেখা গিয়েছে ৷ বিরাট শুভমনকে বল করলেন ৷ আবার শুভমনও বল করেন এ দিন ৷ তবে, তিনি কাকে বল করছিলেন, তা দেখা যায়নি ৷ অন্যদিকে, সূর্যকুমার যাদবকে দেখা গেল অদ্ভুত অ্যাকশনে বল করতে ৷ এতো নয় গেল ব্যাটারদের কথা ৷ এমনিতেই বলা হয়, সব ব্যাটারই নিজেদের ভালো বোলার বলে মনে করেন ৷ কিন্তু, বোলাররা তাঁদের স্বভাবসিদ্ধ বোলিং স্টাইল বদলে ফেললে !

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: শনিতে আসছে পাক দল, বাবরের জন্য বেনজির দ্বিস্তরীয় নিরাপত্তা বলয় লালবাজারের

সেটাই বোলিং অনুশীলনে দেখা গিয়েছে ৷ জসপ্রীত বুমরাকে দেখা গিয়েছে বাঁ-হাতি স্পিনারের ভূমিকায় ৷ সেখানেই রবীন্দ্র জাদেজাকে ডানহাতি স্পিনার হিসেবে বল করতে দেখা গেল ৷ তবে, এসবই ছিল সাময়িক ৷ এর পর যে যার পরিচিত বোলিং অ্যাকশনে ফিরে আসেন ৷ রবিচন্দ্রন অশ্বিনকে দীর্ঘক্ষণ নেটে বল করতে দেখা গিয়েছে ৷ মনে করা হচ্ছে লখনউয়ের পিচে ব্রিটিশদের সামনে অশ্বিনকে নামাতে পারে ভারত ৷ এর অন্যতম কারণ, স্পিন সহায়ক লখনউয়ের পিচে ইংল্যান্ড দলে একাধিক বাঁ-হাতি ব্যাটারের উপস্থিতি ৷

আরও পড়ুন: শীতের ধরমশালায় ফের ম্যাচের উষ্ণতা, প্রস্তুত দুই প্রতিবেশী অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

তবে, অশ্বিন খেললে মহম্মদ শামি বা মহম্মদ সিরাজের মধ্যে একজনকে বাইরে বসতে হতে পারে ৷ সূত্রের খবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়া শামিকে খেলানো হতে পারে ৷ এর অন্যতম কারণ, গত পাঁচ ম্যাচে মহম্মদ সিরাজ তেমন সফল নন ৷ আর তাই ম্যাচে প্রভাব ফেলতে পারায়, শামিকে খেলানো হতে পারে ৷

Last Updated : Oct 27, 2023, 6:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.