ETV Bharat / sports

একে অপরের প্রশংসক, কোনওদিন দেখা না হলেও মেসেজে কথা বিরাট-নোভাকের - বিরাট কোহলি

Virat Kohli and Novak Djokovic: ক্রীড়া বিশ্বের এই মুহূর্তের অন্যতম চর্চিত বিষয়, নোভাক জকোভিচের শটে স্টিভ স্মিথের রিটার্ন এবং নোভাকের ক্রসব্যাট শট ৷ এবার সেই চর্চায় জুড়লেন বিরাট কোহলিও ৷

ETV BHARAT Files
ETV BHARAT Files
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 7:26 PM IST

ইন্দোর/মেলবোর্ন, 14 জানুয়ারি: একে অপরকে সামনাসামনি চেনেন না তাঁরা ৷ গত কয়েক বছরে সোশাল মিডিয়ায় দু’জনের মধ্যে মেসেজে কথা হয় ৷ প্রত্যেক টুর্নামেন্টের আগে বা কোনও রেকর্ড গড়লে অভিনন্দন জানান, এইটুকুই ৷ সেই নোভাক জকোভিচ - বিরাট কোহলি একে অপরকে খুবই শ্রদ্ধা করেন ৷ গত শুক্রবার মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের সূচনা পর্বে, স্টিভ স্মিথের সঙ্গে টেনিস ও ক্রিকেট খেলেছেন নোভাক ৷ সেখানেই বিরাটের প্রশংসা করতে শোনা যায় বিশ্ব টেনিসের নম্বর ওয়ানকে ৷ এবার নোভাককে ধন্যবাদ জানালেন বিরাট ৷ নোভাকের সঙ্গে এক কাপ কফি খাওয়ার ইচ্ছেও প্রকাশ করলেন 'চেজ মাস্টার' ৷

অস্ট্রেলিয়ান ওপেনের অফিসিয়াল ব্রডকাস্টার চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সার্বিয়ান তারকাকে বলেছিলেন, "ও পুরো কেরিয়ারকে সম্মান করি, ওর প্রাপ্ত সাফল্য এবং সবকিছু, যা নিজের দেশের জন্য করেছে ৷ কয়েকবছর ধরে আমি ও বিরাট একে অপরকে মেসেজ করছি ৷ আমরা ব্যক্তিগতভাবে দেখা করার সুযোগ পাইনি ৷ কিন্তু, ওর মুখে আমার সম্পর্কে ভালো-ভালো কথা শুনে, নিজেকে সম্মানিত এবং ভাগ্যবান মনে হচ্ছে ৷"

আজ থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন ৷ তার আগে গত পরশু বিভিন্ন ক্ষেত্রের ক্রীড়াবিদদের সঙ্গে রড লেভার এরিনায় খোশ মেজাজে দেখা যায় 24টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকাকে ৷ সেখানে হাজির ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথ ৷ তাঁর সঙ্গে টেনিস এবং ক্রিকেট খেলতে দেখা যায় জোকারকে ৷ পরে সম্প্রচারকারী চ্যানেলে নোভাক নিজের ক্রিকেট খেলা সম্পর্কে বক্তব্য রাখেন ৷ তিনি বলেন, "আমি ক্রিকেট খেলা শুরু করেছিলাম ৷ কিন্তু, তাতে আমি খুব একটা ভালো ছিলাম না ৷ তবে, ভারতে যাওয়ার আগে আমাকে নিজের ক্রিকেট কৌশল ভালো করতে হবে এবং যখন আমি ওখানে যাব, যাতে নিজেকে অপ্রস্তুত না হতে হয় ৷"

বিরাট কোহলির প্রশংসা এবং ক্রিকেট শেখা নিয়ে নোভাক কথা বলছেন ৷ আর সেখানে বিরাট কোহলির কোনও বার্তা থাকবে না, তা হতে পারে না ৷ বিসিসিআই টিভি সেই কাজটা দায়িত্ব নিয়ে করেছে ৷ শনিবার ইন্দোরে ভারতের অনুশীলনের পর, বিরাটের বিশেষ একটি ভিডিয়ো মেসেজ রেকর্ড করা হয় ৷ সেখানে মর্ডান-ডে গ্রেট বলেন, "আমি তাঁর (নোভাক) এবং স্টিভের ভিডিয়োটা দেখেছি, ওরা দু’জন ক্রিকেট এবং টেনিস খেলছে ৷ আমরা যতটা না ব়্যাকেট ভালো ভাবে ঘোরাতে পারব, তার থেকে অনেক ভালো ব্যাটের স্যুই ছিল নোভাকের ৷ স্টিভ ওর রিটার্ন সার্ভের বেশ ভালো করেছে ৷ তাই আমিও কিছুটা উৎসাহিত ৷"

আর নিজের টেনিস খেলা নিয়ে বিরাটের বক্তব্য, "আমি যখম ক্রিকেট খেলি, সেখান জানি হাত ও চোখের সমন্বয় কতটা জরুরি ৷ কিন্তু, আমি অনেকগুলি টেনিসের ম্যাচ লাইভ দেখেছি ৷ সেখানে যত জোরে সার্ভ হয়, আমার মনে হয় না একটাও ব়্যাকেটে ছোঁয়াতে পারব !" নোভাকের সঙ্গে নিজের মেসেজ কথাবার্তার বিষয়টিও জানান বিরাট ৷ তিনি জানান,কয়েকবছর আগে ইনস্টাগ্রামে নোভাকের প্রোফাইল দেখেছিলেন ৷ তখন মেসেজ বক্সে 'হ্যালো' লিখেছিলেন ৷ পরে আর দেখেননি ৷ কিন্তু, নোভাক তাঁকে মেসেজের উত্তর দিয়েছিলেন ৷ কিন্তু, প্রথমে ফেক অ্যাকাউন্ট কিনা, তা যাচাই করে নিয়ে উত্তর দিয়েছিলেন কোহলি ৷

ভবিষ্যতে নোভাক জকোভিচের সঙ্গে দেখা করা শুধু নয়, তাঁর সঙ্গে এক কাপ কফি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিরাট ৷ তিনি বলেন, "বিশ্বের বড় বড় অ্যাথলিট যাঁরা নিজেদের খেলায় শ্রেষ্ঠ, তাঁদের সঙ্গে যোগাযোগ রাখতে খুবই ভালো লাগে ৷ আর ওর ফিটনেসের প্রতি যে প্যাশন, তা কোথাও গিয়ে আমি মেনে চলি এবং তাতে বিশ্বাস করি ৷ আশা করব ও খুব তাড়াতাড়ি ভারতে আসবে অথবা ও যে দেশে টুর্নামেন্ট খেলবে সেখানে আমি উপস্থিত থাকব ৷ আমরা অবশ্যই দেখা করব এবং এক কাপ কফি খাব ৷"

আরও পড়ুন:

  1. আন্তর্জাতিক টি-20'তে ইতিহাস গড়ার পথে রোহিত, ইন্দোরে ফিরছেন কোহলি
  2. তিলোত্তমায় আবেগে ভাসলেন লয়েড, আইসিসি'র অর্থবৈষম্য নিয়েও সরব কিংবদন্তি অধিনায়ক
  3. আসছে যুবরাজের বায়োপিক, নিজের চরিত্রে রণবীরকে চান বিশ্বজয়ী তারকা

ইন্দোর/মেলবোর্ন, 14 জানুয়ারি: একে অপরকে সামনাসামনি চেনেন না তাঁরা ৷ গত কয়েক বছরে সোশাল মিডিয়ায় দু’জনের মধ্যে মেসেজে কথা হয় ৷ প্রত্যেক টুর্নামেন্টের আগে বা কোনও রেকর্ড গড়লে অভিনন্দন জানান, এইটুকুই ৷ সেই নোভাক জকোভিচ - বিরাট কোহলি একে অপরকে খুবই শ্রদ্ধা করেন ৷ গত শুক্রবার মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের সূচনা পর্বে, স্টিভ স্মিথের সঙ্গে টেনিস ও ক্রিকেট খেলেছেন নোভাক ৷ সেখানেই বিরাটের প্রশংসা করতে শোনা যায় বিশ্ব টেনিসের নম্বর ওয়ানকে ৷ এবার নোভাককে ধন্যবাদ জানালেন বিরাট ৷ নোভাকের সঙ্গে এক কাপ কফি খাওয়ার ইচ্ছেও প্রকাশ করলেন 'চেজ মাস্টার' ৷

অস্ট্রেলিয়ান ওপেনের অফিসিয়াল ব্রডকাস্টার চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সার্বিয়ান তারকাকে বলেছিলেন, "ও পুরো কেরিয়ারকে সম্মান করি, ওর প্রাপ্ত সাফল্য এবং সবকিছু, যা নিজের দেশের জন্য করেছে ৷ কয়েকবছর ধরে আমি ও বিরাট একে অপরকে মেসেজ করছি ৷ আমরা ব্যক্তিগতভাবে দেখা করার সুযোগ পাইনি ৷ কিন্তু, ওর মুখে আমার সম্পর্কে ভালো-ভালো কথা শুনে, নিজেকে সম্মানিত এবং ভাগ্যবান মনে হচ্ছে ৷"

আজ থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন ৷ তার আগে গত পরশু বিভিন্ন ক্ষেত্রের ক্রীড়াবিদদের সঙ্গে রড লেভার এরিনায় খোশ মেজাজে দেখা যায় 24টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকাকে ৷ সেখানে হাজির ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথ ৷ তাঁর সঙ্গে টেনিস এবং ক্রিকেট খেলতে দেখা যায় জোকারকে ৷ পরে সম্প্রচারকারী চ্যানেলে নোভাক নিজের ক্রিকেট খেলা সম্পর্কে বক্তব্য রাখেন ৷ তিনি বলেন, "আমি ক্রিকেট খেলা শুরু করেছিলাম ৷ কিন্তু, তাতে আমি খুব একটা ভালো ছিলাম না ৷ তবে, ভারতে যাওয়ার আগে আমাকে নিজের ক্রিকেট কৌশল ভালো করতে হবে এবং যখন আমি ওখানে যাব, যাতে নিজেকে অপ্রস্তুত না হতে হয় ৷"

বিরাট কোহলির প্রশংসা এবং ক্রিকেট শেখা নিয়ে নোভাক কথা বলছেন ৷ আর সেখানে বিরাট কোহলির কোনও বার্তা থাকবে না, তা হতে পারে না ৷ বিসিসিআই টিভি সেই কাজটা দায়িত্ব নিয়ে করেছে ৷ শনিবার ইন্দোরে ভারতের অনুশীলনের পর, বিরাটের বিশেষ একটি ভিডিয়ো মেসেজ রেকর্ড করা হয় ৷ সেখানে মর্ডান-ডে গ্রেট বলেন, "আমি তাঁর (নোভাক) এবং স্টিভের ভিডিয়োটা দেখেছি, ওরা দু’জন ক্রিকেট এবং টেনিস খেলছে ৷ আমরা যতটা না ব়্যাকেট ভালো ভাবে ঘোরাতে পারব, তার থেকে অনেক ভালো ব্যাটের স্যুই ছিল নোভাকের ৷ স্টিভ ওর রিটার্ন সার্ভের বেশ ভালো করেছে ৷ তাই আমিও কিছুটা উৎসাহিত ৷"

আর নিজের টেনিস খেলা নিয়ে বিরাটের বক্তব্য, "আমি যখম ক্রিকেট খেলি, সেখান জানি হাত ও চোখের সমন্বয় কতটা জরুরি ৷ কিন্তু, আমি অনেকগুলি টেনিসের ম্যাচ লাইভ দেখেছি ৷ সেখানে যত জোরে সার্ভ হয়, আমার মনে হয় না একটাও ব়্যাকেটে ছোঁয়াতে পারব !" নোভাকের সঙ্গে নিজের মেসেজ কথাবার্তার বিষয়টিও জানান বিরাট ৷ তিনি জানান,কয়েকবছর আগে ইনস্টাগ্রামে নোভাকের প্রোফাইল দেখেছিলেন ৷ তখন মেসেজ বক্সে 'হ্যালো' লিখেছিলেন ৷ পরে আর দেখেননি ৷ কিন্তু, নোভাক তাঁকে মেসেজের উত্তর দিয়েছিলেন ৷ কিন্তু, প্রথমে ফেক অ্যাকাউন্ট কিনা, তা যাচাই করে নিয়ে উত্তর দিয়েছিলেন কোহলি ৷

ভবিষ্যতে নোভাক জকোভিচের সঙ্গে দেখা করা শুধু নয়, তাঁর সঙ্গে এক কাপ কফি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিরাট ৷ তিনি বলেন, "বিশ্বের বড় বড় অ্যাথলিট যাঁরা নিজেদের খেলায় শ্রেষ্ঠ, তাঁদের সঙ্গে যোগাযোগ রাখতে খুবই ভালো লাগে ৷ আর ওর ফিটনেসের প্রতি যে প্যাশন, তা কোথাও গিয়ে আমি মেনে চলি এবং তাতে বিশ্বাস করি ৷ আশা করব ও খুব তাড়াতাড়ি ভারতে আসবে অথবা ও যে দেশে টুর্নামেন্ট খেলবে সেখানে আমি উপস্থিত থাকব ৷ আমরা অবশ্যই দেখা করব এবং এক কাপ কফি খাব ৷"

আরও পড়ুন:

  1. আন্তর্জাতিক টি-20'তে ইতিহাস গড়ার পথে রোহিত, ইন্দোরে ফিরছেন কোহলি
  2. তিলোত্তমায় আবেগে ভাসলেন লয়েড, আইসিসি'র অর্থবৈষম্য নিয়েও সরব কিংবদন্তি অধিনায়ক
  3. আসছে যুবরাজের বায়োপিক, নিজের চরিত্রে রণবীরকে চান বিশ্বজয়ী তারকা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.