ETV Bharat / sports

ICC World Cup 2023: ওয়ান-ডে ক্রিকেটে 'বিরাট' রান তাড়া করে জয়ের নাম কোহলি - আইসিসি ক্রিকেট বিশ্বকাপ

Virat Kohli in ICC Cricket World Cup: 2023 ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে 95 রানের দুরন্ত ইনিংসে ভারতকে ম্যাচ জিতিয়েছেন বিরাট কোহলি ৷ সেই সঙ্গে রান তাড়া করে জয়ের নিরিখে এক অনন্য নজির গড়েছেন তিনি ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 12:52 PM IST

Updated : Oct 23, 2023, 1:47 PM IST

ধরমশালা, 23 অক্টোবর: বিরাট কোহলি এবং রান তাড়া করে জয় ৷ আধুনিক ক্রিকেটে দুই সমার্থক ৷ বিশেষত, 50 ওভারের ক্রিকেটে ৷ তাঁর মতো হিসেব করে রান তাড়া করার দক্ষতা ক্রিকেটের ইতিহাসে অন্য কোনও ক্রিকেটারের ক্ষেত্রে খুব একটা দেখা যায়নি ৷ মহেন্দ্র সিং ধোনিকে মাথায় রেখেই একথা বলা ৷ আর এর প্রমাণ রান তাড়া করে জয়ের ক্ষেত্রে বিরাটের গড় ৷ ওয়ান-ডে ক্রিকেটে 90.4 গড়ে রান করেছেন টার্গেট চেজ করার সময় ৷ সেখানে সচিন তেন্ডুলকরের গড় ছিল 56 ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আর তাই প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন রবিবারের 'বিরাট' ইনিংস দেখে বলেই ফেললেন, ‘‘ক্রিকেটের ইতিহাসে রান তাড়া করার ক্ষেত্রে একটাই নাম আসবে, বিরাট কোহলি ৷ এটা দিনের আলোর মতো পরিষ্কার ৷ তার পরে বাকি সবাই ৷’’ তাই সম্প্রচারকারী চ্যানেলে ম্যাচে পরে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর দিল্লির এই ক্রিকেটারকে সুনীল গাভাসকর এবং সচিন তেন্ডুলকরদের সারিতে বসাতে, দু’বার ভাবেননি ৷

বিরাটের নতুন নামকরণও করে ফেললেন সঞ্জয় ৷ সুনীল গাভাসকর হলেন, 'লিটিল মাস্টার' ৷ আর সচিন তেন্ডুলকর 'মাস্টার ব্লাস্টার' ৷ আর বিরাট কোহলির নাম দিলেন, 'চেজ মাস্টার' ৷ আর তার প্রমাণ 96টি ওয়ান-ডে ইনিংসে ভারতের হয়ে সফল রান চেজ করে ফেলেছেন তিনি ৷ যেখানে 23টি সেঞ্চুরি রয়েছে তাঁর ৷ আর 25টি হাফ-সেঞ্চুরি ৷ ফলে 'চেজ মাস্টার' নামটা যথার্থ মর্ডান-ডে গ্রেটের ক্ষেত্রে ৷ আর এই বিশ্বকাপে তার প্রমাণ বিশ্ব ক্রিকেট 5 ম্যাচের চারটিতে পেয়ে গিয়েছে ৷

চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের 200 রান তাড়া করতে গিয়ে মাত্র 2 রানে 3 উইকেট পড়ে গিয়েছিল ৷ সেখান থেকে কেএল রাহুলের সঙ্গে সংযত 85 রানের ইনিংস খেলে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন তিনি ৷ ম্যাচের সেরা 97 রান করা কেএল হলেও ৷ সেদিন বিরাটের 85 রানের ইনিংসে ছিল ভরসা ৷ সেই ভরসা, যা সকল ক্রিকেট প্রেমী ভারতীয়ের মনে বিশ্বাস জুগিয়েছিল, 22 গজে বিরাট আছে ৷ তাই ভারতও ম্যাচে আছে ৷ এর পর আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত 55 রানের ইনিংস ৷ সেই ম্যাচে পরিস্থিতি সহজ হলেও, ম্যাচ শেষ করে এসেছিলেন তিনি ৷

আরও পড়ুন: বিশ্বকাপে অব্যাহত ‘বিরাট শো’! কোহলি ম্যাজিকে কিউয়ি ‘বধ’ করে শীর্ষে ভারত

পাকিস্তানের বিরুদ্ধে 16 রানে আউট হলেও, সেদিন দলের অন্যান্যরা হাল সামলে ছিলেন ৷ এর পর বাংলাদেশের বিরুদ্ধে 103 রানের অপরাজিত ইনিংস খেলেন 257 রান তাড়া করতে নেমে ৷ আর রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে 274 রান তাড়া করাটা ছিল সবচেয়ে কঠিন ৷ এই বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক এবং কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে 95 রানের ইনিংস খেলে যখন তিনি ফিরছেন, ততক্ষণে ভারতের জয় নিশ্চিত হয়ে গিয়েছে ৷ স্কোরবোর্ডে তখন ভারতের 14 বলে 5 রান দরকার ছিল ৷ তাই বিরাট কোহলি এবং রান চেজ, দুই সমার্থক ৷

ধরমশালা, 23 অক্টোবর: বিরাট কোহলি এবং রান তাড়া করে জয় ৷ আধুনিক ক্রিকেটে দুই সমার্থক ৷ বিশেষত, 50 ওভারের ক্রিকেটে ৷ তাঁর মতো হিসেব করে রান তাড়া করার দক্ষতা ক্রিকেটের ইতিহাসে অন্য কোনও ক্রিকেটারের ক্ষেত্রে খুব একটা দেখা যায়নি ৷ মহেন্দ্র সিং ধোনিকে মাথায় রেখেই একথা বলা ৷ আর এর প্রমাণ রান তাড়া করে জয়ের ক্ষেত্রে বিরাটের গড় ৷ ওয়ান-ডে ক্রিকেটে 90.4 গড়ে রান করেছেন টার্গেট চেজ করার সময় ৷ সেখানে সচিন তেন্ডুলকরের গড় ছিল 56 ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আর তাই প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন রবিবারের 'বিরাট' ইনিংস দেখে বলেই ফেললেন, ‘‘ক্রিকেটের ইতিহাসে রান তাড়া করার ক্ষেত্রে একটাই নাম আসবে, বিরাট কোহলি ৷ এটা দিনের আলোর মতো পরিষ্কার ৷ তার পরে বাকি সবাই ৷’’ তাই সম্প্রচারকারী চ্যানেলে ম্যাচে পরে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর দিল্লির এই ক্রিকেটারকে সুনীল গাভাসকর এবং সচিন তেন্ডুলকরদের সারিতে বসাতে, দু’বার ভাবেননি ৷

বিরাটের নতুন নামকরণও করে ফেললেন সঞ্জয় ৷ সুনীল গাভাসকর হলেন, 'লিটিল মাস্টার' ৷ আর সচিন তেন্ডুলকর 'মাস্টার ব্লাস্টার' ৷ আর বিরাট কোহলির নাম দিলেন, 'চেজ মাস্টার' ৷ আর তার প্রমাণ 96টি ওয়ান-ডে ইনিংসে ভারতের হয়ে সফল রান চেজ করে ফেলেছেন তিনি ৷ যেখানে 23টি সেঞ্চুরি রয়েছে তাঁর ৷ আর 25টি হাফ-সেঞ্চুরি ৷ ফলে 'চেজ মাস্টার' নামটা যথার্থ মর্ডান-ডে গ্রেটের ক্ষেত্রে ৷ আর এই বিশ্বকাপে তার প্রমাণ বিশ্ব ক্রিকেট 5 ম্যাচের চারটিতে পেয়ে গিয়েছে ৷

চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের 200 রান তাড়া করতে গিয়ে মাত্র 2 রানে 3 উইকেট পড়ে গিয়েছিল ৷ সেখান থেকে কেএল রাহুলের সঙ্গে সংযত 85 রানের ইনিংস খেলে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন তিনি ৷ ম্যাচের সেরা 97 রান করা কেএল হলেও ৷ সেদিন বিরাটের 85 রানের ইনিংসে ছিল ভরসা ৷ সেই ভরসা, যা সকল ক্রিকেট প্রেমী ভারতীয়ের মনে বিশ্বাস জুগিয়েছিল, 22 গজে বিরাট আছে ৷ তাই ভারতও ম্যাচে আছে ৷ এর পর আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত 55 রানের ইনিংস ৷ সেই ম্যাচে পরিস্থিতি সহজ হলেও, ম্যাচ শেষ করে এসেছিলেন তিনি ৷

আরও পড়ুন: বিশ্বকাপে অব্যাহত ‘বিরাট শো’! কোহলি ম্যাজিকে কিউয়ি ‘বধ’ করে শীর্ষে ভারত

পাকিস্তানের বিরুদ্ধে 16 রানে আউট হলেও, সেদিন দলের অন্যান্যরা হাল সামলে ছিলেন ৷ এর পর বাংলাদেশের বিরুদ্ধে 103 রানের অপরাজিত ইনিংস খেলেন 257 রান তাড়া করতে নেমে ৷ আর রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে 274 রান তাড়া করাটা ছিল সবচেয়ে কঠিন ৷ এই বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক এবং কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে 95 রানের ইনিংস খেলে যখন তিনি ফিরছেন, ততক্ষণে ভারতের জয় নিশ্চিত হয়ে গিয়েছে ৷ স্কোরবোর্ডে তখন ভারতের 14 বলে 5 রান দরকার ছিল ৷ তাই বিরাট কোহলি এবং রান চেজ, দুই সমার্থক ৷

Last Updated : Oct 23, 2023, 1:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.