ETV Bharat / sports

Case Files Against Vinod Kambli: স্ত্রী'কে ফ্রাই প্যান ছুঁড়লেন বিনোদ কাম্বলি, পুলিশে অভিযোগ দায়ের - Vinod Kambli Wife

স্ত্রী'কে ফ্রাইং প্যান ছুঁড়ে মারলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি ৷ ঘটনায় তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন আন্দ্রেয়া হেউয়িত (Case Files Against Vinod Kambli) ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Case Files Against Vinod Kambli ETV BHARAT
Case Files Against Vinod Kambli
author img

By

Published : Feb 5, 2023, 12:42 PM IST

মুম্বই, 5 ফেব্রুয়ারি: স্ত্রী আন্দ্রেয়া হেউয়িতকে ফ্রাইং প্যান ছুঁড়ে মারার অভিযোগ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির বিরুদ্ধে ৷ তাঁর বিরুদ্ধে মুম্বইয়ের বান্দ্রা পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন আন্দ্রেয়া হেউয়িত (Vinod Kambli Hurls Cooking Pan At Wife Case Lodged in Mumbai) ৷ জানা গিয়েছে, রবিবারের এই ঘটনায় বিনোদ কাম্বলির স্ত্রী'র মাথায় আঘাত লেগেছে ৷ কাম্বলির বিরুদ্ধে আইপিসি 324, ভয়ানক অস্ত্র দিয়ে আগ্রাসী হামলা এবং আইপিসি 504, অপমান করার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ ৷

আন্দ্রেয়া তাঁর অভিযোগে জানিয়েছেন, মদ্যপ অবস্থায় গালাগালি এবং তাঁকে ধাক্কা দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ৷ সেই সঙ্গে ফ্রাইং প্যান ছুঁড়ে মেরেছেন কাম্বলি ৷ যার ফলে তাঁর মাথায় আঘাত লেগেছে ৷ রবিবার রাতেই আন্দ্রেয়া হেউয়িত কাম্বলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ তবে, পুলিশ এখনও বিনোদ কাম্বলিকে গ্রেফতার করেনি ৷ পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন বান্দ্রা থানার পুলিশ আধিকারিকরা ৷ তবে জানা যাচ্ছে, ঘটনাটিতে দু’জনের মধ্যে সমস্যার সমাধানের চেষ্টা করছে পরিজনেরা ৷

উল্লেখ্য, বিনোদ কাম্বলি এই প্রথম বিতর্কে জড়াননি ৷ ক্রিকেটার জীবনেও তিনি বিতর্কের কেন্দ্রে থাকতেন প্রায়শই ৷ এমনকি সাম্প্রতিক সময়েও তিনি খবরে উঠে এসেছিলেন, সচিন তেন্ডুলকেরর সংস্থার চাকরি ছেড়ে দিয়ে ৷ গতবছর বিনোদ কাম্বলি নিজে একটি সাইবার অপরাধের শিকার হয়েছিলেন ৷ প্রতারকরা ব্যাংক আধিকারিক পরিচয় দিয়ে তাঁর অ্যাকাউন্ট থেকে 1.13 লক্ষ টাকা চুরি করে ৷ কেওয়াইসি আপডেট করানোর নামে কাম্বলির থেকে তাঁর ব্যাংকের সবতথ্য জেনে নিয়েছিল প্রতারকরা ৷

আরও পড়ুন: 'রাগের মাথায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া', জার্সি ছুড়ে ক্ষমাপ্রার্থী অঙ্কিত

তবে, সেই মামলায় বিনোদ কাম্বলি তাঁর চুরি যাওয়া টাকা ফেরত পেয়ে গিয়েছিলেন ৷ মুম্বই সাইবার সেলের পুলিশ জানিয়েছিল, প্রতারকদের সেই ট্রানজানকশন ফলো করে টাকা উদ্ধার করা হয় ৷ এই ঘটনায় অজ্ঞাত পরিচয় অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল মুম্বই পুলিশ ৷

মুম্বই, 5 ফেব্রুয়ারি: স্ত্রী আন্দ্রেয়া হেউয়িতকে ফ্রাইং প্যান ছুঁড়ে মারার অভিযোগ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির বিরুদ্ধে ৷ তাঁর বিরুদ্ধে মুম্বইয়ের বান্দ্রা পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন আন্দ্রেয়া হেউয়িত (Vinod Kambli Hurls Cooking Pan At Wife Case Lodged in Mumbai) ৷ জানা গিয়েছে, রবিবারের এই ঘটনায় বিনোদ কাম্বলির স্ত্রী'র মাথায় আঘাত লেগেছে ৷ কাম্বলির বিরুদ্ধে আইপিসি 324, ভয়ানক অস্ত্র দিয়ে আগ্রাসী হামলা এবং আইপিসি 504, অপমান করার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ ৷

আন্দ্রেয়া তাঁর অভিযোগে জানিয়েছেন, মদ্যপ অবস্থায় গালাগালি এবং তাঁকে ধাক্কা দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ৷ সেই সঙ্গে ফ্রাইং প্যান ছুঁড়ে মেরেছেন কাম্বলি ৷ যার ফলে তাঁর মাথায় আঘাত লেগেছে ৷ রবিবার রাতেই আন্দ্রেয়া হেউয়িত কাম্বলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ তবে, পুলিশ এখনও বিনোদ কাম্বলিকে গ্রেফতার করেনি ৷ পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন বান্দ্রা থানার পুলিশ আধিকারিকরা ৷ তবে জানা যাচ্ছে, ঘটনাটিতে দু’জনের মধ্যে সমস্যার সমাধানের চেষ্টা করছে পরিজনেরা ৷

উল্লেখ্য, বিনোদ কাম্বলি এই প্রথম বিতর্কে জড়াননি ৷ ক্রিকেটার জীবনেও তিনি বিতর্কের কেন্দ্রে থাকতেন প্রায়শই ৷ এমনকি সাম্প্রতিক সময়েও তিনি খবরে উঠে এসেছিলেন, সচিন তেন্ডুলকেরর সংস্থার চাকরি ছেড়ে দিয়ে ৷ গতবছর বিনোদ কাম্বলি নিজে একটি সাইবার অপরাধের শিকার হয়েছিলেন ৷ প্রতারকরা ব্যাংক আধিকারিক পরিচয় দিয়ে তাঁর অ্যাকাউন্ট থেকে 1.13 লক্ষ টাকা চুরি করে ৷ কেওয়াইসি আপডেট করানোর নামে কাম্বলির থেকে তাঁর ব্যাংকের সবতথ্য জেনে নিয়েছিল প্রতারকরা ৷

আরও পড়ুন: 'রাগের মাথায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া', জার্সি ছুড়ে ক্ষমাপ্রার্থী অঙ্কিত

তবে, সেই মামলায় বিনোদ কাম্বলি তাঁর চুরি যাওয়া টাকা ফেরত পেয়ে গিয়েছিলেন ৷ মুম্বই সাইবার সেলের পুলিশ জানিয়েছিল, প্রতারকদের সেই ট্রানজানকশন ফলো করে টাকা উদ্ধার করা হয় ৷ এই ঘটনায় অজ্ঞাত পরিচয় অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল মুম্বই পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.