মানামা (বাহারিন), 24 জানুয়ারি: 2023 এশিয়া কাপের আয়োজন কোথায় হবে, এ নিয়ে আলোচনা করতে 4 ফেব্রুয়ারি বাহারিনে জরুরি বৈঠক ডাকল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Urgent Meeting on Asia Cup Venue on February 4) ৷ এই বৈঠক ডাকা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠির অনুরোধে ৷ বিসিসিআই এবং পিসিবি কর্তারা ওই বাহারিনের বৈঠকে মুখোমুখি হবেন ৷ যেখানে এসিসি-র তৈরি করা বার্ষিক ক্রিকেট ক্যালেন্ডার নিয়ে বৈঠক করবেন দুই দেশের বোর্ড কর্তারা ৷ যে বৈঠকের সভাপতিত্ব করবেন স্বয়ং বিসিসিআই সচিব জয় শাহ ৷ যিনি এসিসি সভাপতিও ৷
পাকিস্তানের অভিযোগ পদের সুবিধা নিয়ে বিসিসিআই সচিব নিজেদের ইচ্ছে মতো এশিয়া কাপ আয়োজনের ভেনু বদল করছে ৷ উল্লেখ্য, 2023 সালের এশিয়ার ক্রিকেট ক্যালেন্ডার ঘোষিত হয়েছে গত 5 জানুয়ারি ৷ এসিসি সভাপতি জয় শাহ নিজে সেই ক্যালেন্ডার প্রকাশ করেছিলেন ৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘‘গত কয়েক মাস ধরে এসিসি-র কোনও বোর্ড মিটিং হয়নি ৷ কিন্তু, বোর্ড মিটিং ছাড়াই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আরে সেই বৈঠকের কিছু বিষয় নিয়ে আমরা আপত্তি জানিয়েছি ৷’’
উল্লখ্য, প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজার সময় থেকেই এবছর হতে চলা এশিয়া কাপের ভেনু নিয়ে বিসিসিআই এর সঙ্গে সংঘাত শুরু হয়েছে ৷ যা নিয়ে টি-20 বিশ্বকাপের সময় মেলবোর্নে একদফা বৈঠকও হয়েছিল ৷ আগামী সেপ্টেম্বর মাসে পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে ৷ কিন্তু, বিসিসিআই এর তরফে এনিয়ে আপত্তি জানানো হয়েছে ৷ এমনকি বিসিসিআই সচিব তথা এসিসি সভাপতি জয় শাহ গত অক্টোবর মাসে ঘোষণা করেন, এশিয়া কাপ হবে নিরপেক্ষ দেশে ৷
আরও পড়ুন: ব্যাটে ঝড় স্মৃতি-হরমনপ্রীতের, ক্যারিবিয়ানদের 56 রানে হারাল 'উইমেন ইন ব্লু'
পুরো বিষয়টি নিয়ে সেই থেকে দুই দেশের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছিল ৷ এবার সেই সমস্যার সমাধান চেয়ে পাকিস্তানের তরফে অনুরোধ করা হয় এসিসি-কে ৷ সেই অনুরোধে সারা দিয়ে এসিসি আগামী 4 ফেব্রুয়ারি বাহারিনে জরুরি বৈঠক ডেকেছে ৷ কিন্তু, প্রশ্ন হল যে বিসিসিআই এর বিরুদ্ধে পাকিস্তানের এত অভিযোগ ৷ সেই বিসিসিআই সচিব নিজে এসিসি সভাপতি ৷ ফলে এই বৈঠকে পাকিস্তানের বক্তব্য কতটা গুরুত্ব পাবে, সেটা দেখার ৷