কলকাতা, 27 অক্টোবর: বিশ্বকাপে ইডেনের প্রথম ম্যাচ শনিবার, মুখোমুখি বাংলাদেশ এবং নেদারল্যান্ডস ৷ যে ম্যাচের আগে আজ ইডেন গার্ডেন্স অনুশীলন করলেন বাংলাদেশ ক্রিকেটাররা ৷ সেখানেই এক অভিনব অনুশীলনে দেখা গেল শাকিব-আল হাসান, লিটন দাস, মুস্তাফিজুর রহমান এবং মহমদুল্লাহ রিয়াদদের ৷ বিভিন্ন স্কুলের প্রায় 20 জন ছেলে-মেয়ে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট খেললেন ৷
মনে হতেই পারে, আন্তর্জাতিক ম্যাচের আগের দিন এ কেমন অনুশীলন ? আসলে এটি ছিল আইসিসি এবং ইউনিসেফের একটি যৌথ উদ্যোগ ৷ যেখানে ‘ক্রিকেট ফর গুড’ উদ্যোগে আন্তর্জাতিক ক্রিকেটারদের মাধ্যমে বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে যে, ছেলে ও মেয়েরা সমানভাবে দক্ষতার সঙ্গে জীবনে এগিয়ে চলার পথে সফল হতে পারে ৷ বিভিন্ন শহরের একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রদর্শনীতে অংশ নিয়েছিল ৷ বাংলাদেশ ক্রিকেটারদের সঙ্গে কিছু সুন্দর সময় কাটায় তারা ৷
এ নিয়ে কৃষ্ণ মানিক নামে এক পড়ুয়া বলে, ‘‘আমি লিটন দাসের সঙ্গে দেখা করে খুবই গর্বিত বোধ করছি ৷ তাঁকে আমি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলতে দেখেছি ৷ তাঁর থেকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ পেলাম ৷ হাত মেলালাম, ছবি তুললাম আমরা একসঙ্গে ৷’’ স্নেহা মণ্ডল নামে এক ছাত্রীর কথায়, ‘‘একটা ছোট অনুশীলনের পর খুবই ভালো লাগছে ৷ ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলে খুব মজা পেলাম ৷ আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে খেলার এই অভিজ্ঞতাটা খুবই ভালো ৷’’
আরও পড়ুন: রান-আউটের পরেই বুঝেছিলাম এটাই আমার ভারতের শেষ খেলা, নীরবতা ভাঙলেন ধোনি
এ দিনের এই বিশেষ অনুশীলনে অংশ নেওয়া পড়ুয়াদের মধ্যে দু’জন মুক ও বধির ছেলেমেয়েও ছিল ৷ এই উদ্যোগের সঙ্গে জড়িত তানিশ পাসওয়ান বলেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে আলাপচারিতা এই ছেলেমেয়েদের জীবনের অনেক কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে কীভাবে বেরিয়ে আসতে হয় ? তা শেখাবে ৷ যেখানে মাঠে ক্রিকেটাররা লড়াই করেন ৷ সেই অভিজ্ঞতার কথা শুনে পড়ুয়ারাও নিজেদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে পারবে ৷’’
আরও পড়ুন: নেটে কাকে বল করলেন বিরাট ? অনুশীলনে হালকা মেজাজে রোহিতরা