ETV Bharat / sports

ইউরোর ছায়া অ্যান্টিগুয়াতে, খেলা চলাকালীন অসুস্থ ওয়েস্ট ইন্ডিজ়ের দুই মহিলা ক্রিকেটার - ইউরোর ছায়া অ্যান্টিগুয়াতে

চিনইলি হেনরি প্রথম ক্রিকেটার যিনি অসুস্থ হয়ে পড়েন ৷ পাকিস্তানের ব্যাটিংয়ের চতুর্থ ওভারে অসুস্থ হন তিনি ৷ খেলা থামিয়ে তাঁর কাছে ছুটে যান বাকি ক্রিকেটাররা ৷ পরে তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷ ফের খেলা শুরু করা হয় ৷

Two West Indies women's cricketers collapse
Two West Indies women's cricketers collapse
author img

By

Published : Jul 3, 2021, 6:52 PM IST

অ্যান্টিগুয়া, 3 জুলাই : খেলার মাঠেই অসুস্থ হয়ে পড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের দুই মহিলা ক্রিকেটার ৷ অ্যান্টিগুয়াতে পাকিস্তানের বিরুদ্ধে টি -20 সিরিজ় খেলছে ওয়েস্ট ইন্ডিজ়ের মহিলা ক্রিকেট দল ৷ দ্বিতীয় টি-20 ম্যাচ চলাকালীন 10 মিনিটের ব্যবধানে হঠাৎ দুই ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েন ও সংজ্ঞা হারান ৷ দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ বর্তমানে সুস্থ আছেন তাঁরা ৷

চিনইলি হেনরি প্রথম ক্রিকেটার যিনি অসুস্থ হয়ে পড়েন ৷ পাকিস্তানের ব্যাটিংয়ের চতুর্থ ওভারে অসুস্থ হন তিনি ৷ খেলা থামিয়ে তাঁর কাছে ছুটে যান বাকি ক্রিকেটাররা ৷ পরে তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷ ফের খেলা শুরু করা হয় ৷

যদিও খেলা শুরুর 10 মিনিটের মধ্যেই আরও এক ক্রিকেটার চিডিন নেশনও অসুস্থ হয়ে পড়েন ৷ মাঠের মধ্যেই সংজ্ঞা হারান তিনি ৷ ফের খেলা থামিয়ে তাঁর শুশ্রুষা করা হয় ৷

একটি বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়ের তরফে বলা হয়, চিকিৎসার জন্য চিনইলি হেনরি ও চিডিন নেশনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ দু’জনেরই সংজ্ঞা ফিরেছে, ও বর্তমানে স্থিতিশীল আছেন ৷

আরও পড়ুন: Domestic Cricket : রণজি শুরু 16 নভেম্বর, ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ

যদিও খেলা শেষ করা হয় ৷ 7 রানে ম্যাচ জেতে ক্যারিবিয়ানরা ৷ পরপর দুই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ় ঘরে তুলল তারা ৷

ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজ় কোচ কোর্টনি ওয়ালশ বলেন, ‘‘ এই পরিস্থিতি ও আবহওয়ার মধ্যে ম্যাচ খেলা সহজ নয় ৷ আমি খুশি দল জিতেছে ৷ দুই ক্রিকেটার আমাদের সঙ্গে ছিলেন না ৷ তবে আমরা ওঁদের খবর জানার জন্য অপেক্ষা করছি ৷ আমরা ওঁদের পাশে আছি ৷’’

অ্যান্টিগুয়া, 3 জুলাই : খেলার মাঠেই অসুস্থ হয়ে পড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের দুই মহিলা ক্রিকেটার ৷ অ্যান্টিগুয়াতে পাকিস্তানের বিরুদ্ধে টি -20 সিরিজ় খেলছে ওয়েস্ট ইন্ডিজ়ের মহিলা ক্রিকেট দল ৷ দ্বিতীয় টি-20 ম্যাচ চলাকালীন 10 মিনিটের ব্যবধানে হঠাৎ দুই ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েন ও সংজ্ঞা হারান ৷ দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ বর্তমানে সুস্থ আছেন তাঁরা ৷

চিনইলি হেনরি প্রথম ক্রিকেটার যিনি অসুস্থ হয়ে পড়েন ৷ পাকিস্তানের ব্যাটিংয়ের চতুর্থ ওভারে অসুস্থ হন তিনি ৷ খেলা থামিয়ে তাঁর কাছে ছুটে যান বাকি ক্রিকেটাররা ৷ পরে তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷ ফের খেলা শুরু করা হয় ৷

যদিও খেলা শুরুর 10 মিনিটের মধ্যেই আরও এক ক্রিকেটার চিডিন নেশনও অসুস্থ হয়ে পড়েন ৷ মাঠের মধ্যেই সংজ্ঞা হারান তিনি ৷ ফের খেলা থামিয়ে তাঁর শুশ্রুষা করা হয় ৷

একটি বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়ের তরফে বলা হয়, চিকিৎসার জন্য চিনইলি হেনরি ও চিডিন নেশনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ দু’জনেরই সংজ্ঞা ফিরেছে, ও বর্তমানে স্থিতিশীল আছেন ৷

আরও পড়ুন: Domestic Cricket : রণজি শুরু 16 নভেম্বর, ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ

যদিও খেলা শেষ করা হয় ৷ 7 রানে ম্যাচ জেতে ক্যারিবিয়ানরা ৷ পরপর দুই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ় ঘরে তুলল তারা ৷

ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজ় কোচ কোর্টনি ওয়ালশ বলেন, ‘‘ এই পরিস্থিতি ও আবহওয়ার মধ্যে ম্যাচ খেলা সহজ নয় ৷ আমি খুশি দল জিতেছে ৷ দুই ক্রিকেটার আমাদের সঙ্গে ছিলেন না ৷ তবে আমরা ওঁদের খবর জানার জন্য অপেক্ষা করছি ৷ আমরা ওঁদের পাশে আছি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.