ETV Bharat / sports

Nitish Rana: নাইট অধিনায়কের স্ত্রীকে উত্যক্ত ও হেনস্থার অভিযোগে গ্রেফতার 2 - নীতীশ রানার স্ত্রীকে উত্যক্ত ও হেনস্থা

নীতীশ রানার স্ত্রী-কে গত বৃহস্পতিবার রাতে উত্যক্ত করার অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করল দিল্লি পুলিশ ৷ শুক্রবার রাতে এ নিয়ে ই-মেলে একটি অভিযোগ দায়ের করা হয় কীর্তিনগর থানায় ৷

Nitish Rana ETV BHARAT
Nitish Rana
author img

By

Published : May 6, 2023, 5:53 PM IST

নয়াদিল্লি, 6 মে: কেকেআর অধিনায়ক নীতীশ রানার স্ত্রীকে উত্যক্ত ও হেনস্থা করার অভিযোগ ৷ ঘটনায় শনিবার দুই কিশোরকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ শুক্রবার এ নিয়ে কীর্তিনগর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল ৷ ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার রাত সাড়ে 8টা নাগাদ ৷ এ নিয়ে এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, পশ্চিম দিল্লিতে কেকেআর অধিনায়কের স্ত্রীর গাড়ির পিছনে বাইকে ধাওয়া করেন ওই দুই অভিযুক্ত ৷ চলন্ত গাড়ির পাশ থেকে তাঁকে উদ্দেশ্য করে কটূক্তি করা হয় বলে পুলিশে অভিযোগ করেছেন রানার স্ত্রী ৷

সংবাদ সংস্থা পিটিআই-কে পশ্চিম দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার ঘনশ্যাম বনসল জানিয়েছেন, শুক্রবার কীর্তিনগর পুলিশ স্টেশনে একটি ই-মেলের মাধ্যমে অভিযোগ দায়ের করা হয় ৷ সেখানে বলা হয়েছে, বৃহস্পতিবার ছাত্তরপুর থেকে গাড়িতে তাঁর বাড়িতে ফিরছিলেন সাচ্চি মারওয়াহ ৷ সঙ্গে গাড়ির চালক ছিলেন ৷ কীর্তিনগর এলাকায় ট্রাফিকে দাঁড়িয়ে ছিলেন তিনি ৷ সেই সময় বাইকে করে দু’জন দ্রুতগতিতে তাঁর গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েন ৷ পুলিশ আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযোগে বলা হয়েছে সিগনালে দাঁড়িয়ে নীতীশ রানার স্ত্রীর দিকে তাকিয়ে ছিলেন বাইক-আরোহী দুই কিশোর ৷ সেই সঙ্গে তাঁর গাড়ির বনেটে আঘাত করছিলেন ৷

এই ঘটনাটি নিয়ে নীতীশের স্ত্রী তাঁর সোশাল মিডিয়া পেজে একটি পোস্ট করেন ৷ পরবর্তী সময়ে তিনি সেটি ডিলিট করে দেন ৷ সেখানে দিল্লি পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ করেছিলেন তিনি ৷ অভিযোগ জরুরি নম্বরে ফোন করলে পুলিশের তরফে তাঁকে বলা হয়, ‘‘আপনি নিরাপদে বাড়ি পৌঁছে গিয়েছেন তো ৷ তাহলে যেতে দিন ! এরপর গাড়ির নম্বর নোট করে নেবেন ৷’’ নীতীশ রানার স্ত্রীর এই অভিযোগ নিয়ে পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

আরও পড়ুন: খাদের কিনারে কলকাতা, মরণ-বাঁচন ম্যাচের আগে কীভাবে প্রস্তত হচ্ছেন বরুণরা ?

পশ্চিম দিল্লির ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে বাইকটিকে চিহ্নিত করে ৷ সেই সঙ্গে 18 বছরের দুই কিশোর চৈতন্য শিবম এবং পাণ্ডব নাগেরকে গ্রেফতার করেছে ৷ তাঁদের বিরুদ্ধে 354, 354ডি, 427 ও 506 ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ তবে, যে ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তার সত্যতা সংবাদ সংস্থা পিটিআই যাচাই করেনি বলে জানিয়েছে ৷

নয়াদিল্লি, 6 মে: কেকেআর অধিনায়ক নীতীশ রানার স্ত্রীকে উত্যক্ত ও হেনস্থা করার অভিযোগ ৷ ঘটনায় শনিবার দুই কিশোরকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ শুক্রবার এ নিয়ে কীর্তিনগর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল ৷ ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার রাত সাড়ে 8টা নাগাদ ৷ এ নিয়ে এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, পশ্চিম দিল্লিতে কেকেআর অধিনায়কের স্ত্রীর গাড়ির পিছনে বাইকে ধাওয়া করেন ওই দুই অভিযুক্ত ৷ চলন্ত গাড়ির পাশ থেকে তাঁকে উদ্দেশ্য করে কটূক্তি করা হয় বলে পুলিশে অভিযোগ করেছেন রানার স্ত্রী ৷

সংবাদ সংস্থা পিটিআই-কে পশ্চিম দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার ঘনশ্যাম বনসল জানিয়েছেন, শুক্রবার কীর্তিনগর পুলিশ স্টেশনে একটি ই-মেলের মাধ্যমে অভিযোগ দায়ের করা হয় ৷ সেখানে বলা হয়েছে, বৃহস্পতিবার ছাত্তরপুর থেকে গাড়িতে তাঁর বাড়িতে ফিরছিলেন সাচ্চি মারওয়াহ ৷ সঙ্গে গাড়ির চালক ছিলেন ৷ কীর্তিনগর এলাকায় ট্রাফিকে দাঁড়িয়ে ছিলেন তিনি ৷ সেই সময় বাইকে করে দু’জন দ্রুতগতিতে তাঁর গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েন ৷ পুলিশ আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযোগে বলা হয়েছে সিগনালে দাঁড়িয়ে নীতীশ রানার স্ত্রীর দিকে তাকিয়ে ছিলেন বাইক-আরোহী দুই কিশোর ৷ সেই সঙ্গে তাঁর গাড়ির বনেটে আঘাত করছিলেন ৷

এই ঘটনাটি নিয়ে নীতীশের স্ত্রী তাঁর সোশাল মিডিয়া পেজে একটি পোস্ট করেন ৷ পরবর্তী সময়ে তিনি সেটি ডিলিট করে দেন ৷ সেখানে দিল্লি পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ করেছিলেন তিনি ৷ অভিযোগ জরুরি নম্বরে ফোন করলে পুলিশের তরফে তাঁকে বলা হয়, ‘‘আপনি নিরাপদে বাড়ি পৌঁছে গিয়েছেন তো ৷ তাহলে যেতে দিন ! এরপর গাড়ির নম্বর নোট করে নেবেন ৷’’ নীতীশ রানার স্ত্রীর এই অভিযোগ নিয়ে পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

আরও পড়ুন: খাদের কিনারে কলকাতা, মরণ-বাঁচন ম্যাচের আগে কীভাবে প্রস্তত হচ্ছেন বরুণরা ?

পশ্চিম দিল্লির ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে বাইকটিকে চিহ্নিত করে ৷ সেই সঙ্গে 18 বছরের দুই কিশোর চৈতন্য শিবম এবং পাণ্ডব নাগেরকে গ্রেফতার করেছে ৷ তাঁদের বিরুদ্ধে 354, 354ডি, 427 ও 506 ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ তবে, যে ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তার সত্যতা সংবাদ সংস্থা পিটিআই যাচাই করেনি বলে জানিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.