ETV Bharat / sports

Alan Davidson and Ashley Mallett : অস্ট্রেলিয়ান ক্রিকেটে জোড়া নক্ষত্র পতন - অ্যালান ডেভিডসন

ভাঙা আঙুল নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্রিসবেন টেস্টের শেষ দিন 80 রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন ডেভিডসন ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর 1979 থেকে 1984 সাল পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকের দায়িত্ব সামলেছিলেন ৷

Alan Davidson and Ashley Mallett
অস্ট্রেলিয়ান ক্রিকেটে জোড়া নক্ষত্র পতন
author img

By

Published : Oct 30, 2021, 9:08 PM IST

মেলবোর্ন, 30 অক্টোবর : মাত্র একদিনের ব্যবধানে চলে গেলেন দুই অজি কিংবদন্তি অ্যাশলে ম্যালেট ও অ্যালান ডেভিডসন ৷ শনিবার প্রয়াত হন প্রাক্তন অজি সুইং বোলার ডেভিডসন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর। আর শুক্রবার মারা যান কিংবদন্তি স্পিনার অ্যাশলে ম্যালেট।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বিবৃতি দিয়ে দুই কিংবদন্তির মৃত্যুর খবর জানানো হয় ৷ ক্রিকেটবিশ্বে ডেভিডসনের পরিচিত প্রথম ক্রিকেটার হিসেবে, যিনি একই টেস্টে সেঞ্চুরি ও 10 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে 44টি টেস্ট খেলেছেন তিনি। বাঁ-হাতি সুইং বোলার 186টি টেস্ট উইকেট নেওয়ার পাশাপাসি ব্যাট হাতেও 1328 রান করেছিলেন। 2011 সালে আইসিসি হল অব ফেমে জায়গা পান ডেভিডসন ৷

নিউ সাউথ ওয়েলস অল-রাউন্ডারের মৃত্যুর খবর শনিবার টুইট করে জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ বিবৃতিতে জানানো হয়, অ্যালান ডেভিডসনের চলে যাওয়া অস্ট্রেলিয়া তথা ক্রিকেটবিশ্বের জন্য অত্যন্ত দুঃখের ৷ শুধু খেলোয়াড় নয়, তাঁর ইতিবাচর দৃষ্টিভঙ্গি ক্রিকটে প্রভাবিত করেছিল ৷ ডেভিডসনের টেস্ট অভিষেক হয়েছিল 1953 সালে অ্যাশেজ সিরিজে ৷ 1960 সালে অ্যাশেজে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে একই টেস্টে 100 রান এবং 10 উইকেট নেওয়ার নজির স্পর্শ করেছিলেন ৷

এছাড়াও তাঁর সাহসিকতার প্রশংসা করতেই হয় ৷ ভাঙা আঙুল নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্রিসবেন টেস্টের শেষ দিন 80 রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন ডেভিডসন ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর 1979 থেকে 1984 সাল পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকের দায়িত্ব সামলেছিলেন ৷

আরও পড়ুন : শামির পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিলেন বিরাট

আর কিংবদন্তি স্পিনার ম্যালেট মারা যান 76 বছর বয়সে ৷ ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ অস্ট্রেলিয়ার 38টি টেস্ট খেলা ম্য়ালেটের টেস্ট অভিষেক হয়েছিল 1968 সালে ৷

মেলবোর্ন, 30 অক্টোবর : মাত্র একদিনের ব্যবধানে চলে গেলেন দুই অজি কিংবদন্তি অ্যাশলে ম্যালেট ও অ্যালান ডেভিডসন ৷ শনিবার প্রয়াত হন প্রাক্তন অজি সুইং বোলার ডেভিডসন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর। আর শুক্রবার মারা যান কিংবদন্তি স্পিনার অ্যাশলে ম্যালেট।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বিবৃতি দিয়ে দুই কিংবদন্তির মৃত্যুর খবর জানানো হয় ৷ ক্রিকেটবিশ্বে ডেভিডসনের পরিচিত প্রথম ক্রিকেটার হিসেবে, যিনি একই টেস্টে সেঞ্চুরি ও 10 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে 44টি টেস্ট খেলেছেন তিনি। বাঁ-হাতি সুইং বোলার 186টি টেস্ট উইকেট নেওয়ার পাশাপাসি ব্যাট হাতেও 1328 রান করেছিলেন। 2011 সালে আইসিসি হল অব ফেমে জায়গা পান ডেভিডসন ৷

নিউ সাউথ ওয়েলস অল-রাউন্ডারের মৃত্যুর খবর শনিবার টুইট করে জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ বিবৃতিতে জানানো হয়, অ্যালান ডেভিডসনের চলে যাওয়া অস্ট্রেলিয়া তথা ক্রিকেটবিশ্বের জন্য অত্যন্ত দুঃখের ৷ শুধু খেলোয়াড় নয়, তাঁর ইতিবাচর দৃষ্টিভঙ্গি ক্রিকটে প্রভাবিত করেছিল ৷ ডেভিডসনের টেস্ট অভিষেক হয়েছিল 1953 সালে অ্যাশেজ সিরিজে ৷ 1960 সালে অ্যাশেজে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে একই টেস্টে 100 রান এবং 10 উইকেট নেওয়ার নজির স্পর্শ করেছিলেন ৷

এছাড়াও তাঁর সাহসিকতার প্রশংসা করতেই হয় ৷ ভাঙা আঙুল নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্রিসবেন টেস্টের শেষ দিন 80 রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন ডেভিডসন ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর 1979 থেকে 1984 সাল পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকের দায়িত্ব সামলেছিলেন ৷

আরও পড়ুন : শামির পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিলেন বিরাট

আর কিংবদন্তি স্পিনার ম্যালেট মারা যান 76 বছর বয়সে ৷ ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ অস্ট্রেলিয়ার 38টি টেস্ট খেলা ম্য়ালেটের টেস্ট অভিষেক হয়েছিল 1968 সালে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.