আমেদাবাদ, 20 নভেম্বর: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে একই খেলোয়াড় ম্যাচের সেরা হয়েছেন, এমন ঘটনা তিনবারই ঘটেছিল অতীতে ৷ সেই তালিকায় এবার যুক্ত হলেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড ৷ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাফসেঞ্চুরি ও 2 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন ৷ আর ফাইনালে 137 রানের ইনিংস খেলে আবারও ম্যাচের সেরা হলেন তিনি ৷ যার পরে মহিন্দর অমরনাথ, অরবিন্দ ডি’সিলভা এবং প্রয়াত কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের সঙ্গে হেডের নাম জুড়ে গেল ৷
ভারতের বিরুদ্ধে 240 রান তাড়া করতে নেমে 120 বলে 137 রান করেন ট্রাভিস হেড ৷ ম্যাচ জেতানো এই ইনিংসের সুবাদে 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' ঘোষণা করা হয় তাঁকে ৷ এমনকি ভারতের ব্যাটিংয়ের সময় পয়েন্ট থেকে ডিপ-কভার দৌড়ে গিয়ে অধিনায়ক রোহিত শর্মার ক্যাচ নেন তিনি ৷ যার পরেই ভারতের ব্যাটিংয়ে ভাঙন শুরু হয় ৷ অলরাউন্ড এই পারফর্ম্যান্সের কারণে ফাইনালেও প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন ট্রাভিস হেড ৷
ট্রাভিস হেডের আগে এই কৃতিত্ব বিশ্বকাপের ইতিহাসে মোট তিনজন ক্রিকেটার অর্জন করেছেন ৷ আর তাঁদের মধ্যে সবার আগে এই কৃতিত্ব 1983 সালের বিশ্বকাপে মহিন্দর অমরনাথ অর্জন করেছিলেন ৷ সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচের সেরা হন তিনি ৷ এর 13 বছর পর 1996 সালের বিশ্বকাপে অরবিন্দ ডি’সিলভা এই তালিকায় সামিল হন ৷ সেবার শ্রীলঙ্কা তাদের একমাত্র বিশ্বকাপ ট্রফি জেতে ৷ ঠিক পরের বিশ্বকাপে অর্থাৎ, 1999 বিশ্বকাপে এই কৃতিত্ব অর্জন করেন আরেক কিংবদন্তি প্রয়াত লেগস্পিনার শেন ওয়ার্ন ৷
মাঝে পাঁচটি বিশ্বকাপ ও 24 বছরের অপেক্ষা ৷ এই সময়ে আর কোনও ক্রিকেটার এই বিরল সম্মান লাভ করতে পারেননি ৷ শেষবার এক অস্ট্রেলিয়ান এই কৃতিত্ব লাভ করেছিলেন ৷ তার 24 বছর পর ফের একই কীর্তি স্থাপন করলেন ট্রাভিস হেড ৷ তিনি এবং মার্নাস লাবুশেন চতুর্থ উইকেটে 192 রানের পার্টনারশিপ করে ভারতের বিরুদ্ধে রবিবারের ফাইনালে অস্ট্রেলিয়াকে 6 উইকেটে ম্যাচ জেতান ৷ হেড আউট হওয়ার সময়, অস্ট্রেলিয়ার আর মাত্র 2 রান দরকার ছিল ৷ পরে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে সেই উইনিং রান আসে ৷
আরও পড়ুন: