ETV Bharat / sports

ফাইনাল জিতিয়ে অমরনাথ-ওয়ার্নদের এলিট ক্লাবে ঢুকে পড়লেন হেড - World Cup Final 2023

World Cup Final 2023: আইসিসি ক্রিকেট বিশ্বকাপে এক অনন্য নজির গড়ে মহিন্দর অমরনাথ, শেন ওয়ার্ন এবং অরবিন্দ ডি’সিলভাদের সঙ্গে এক তালিকায় সামিল হয়ে গেলেন ট্রাভিস হেড ৷ চতুর্থ ক্রিকেটার হিসেবে এই তালিকায় নাম উঠল তাঁর ৷

Image Courtesy: ICC X
Image Courtesy: ICC X
author img

By ANI

Published : Nov 20, 2023, 10:11 PM IST

আমেদাবাদ, 20 নভেম্বর: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে একই খেলোয়াড় ম্যাচের সেরা হয়েছেন, এমন ঘটনা তিনবারই ঘটেছিল অতীতে ৷ সেই তালিকায় এবার যুক্ত হলেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড ৷ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাফসেঞ্চুরি ও 2 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন ৷ আর ফাইনালে 137 রানের ইনিংস খেলে আবারও ম্যাচের সেরা হলেন তিনি ৷ যার পরে মহিন্দর অমরনাথ, অরবিন্দ ডি’সিলভা এবং প্রয়াত কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের সঙ্গে হেডের নাম জুড়ে গেল ৷

ভারতের বিরুদ্ধে 240 রান তাড়া করতে নেমে 120 বলে 137 রান করেন ট্রাভিস হেড ৷ ম্যাচ জেতানো এই ইনিংসের সুবাদে 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' ঘোষণা করা হয় তাঁকে ৷ এমনকি ভারতের ব্যাটিংয়ের সময় পয়েন্ট থেকে ডিপ-কভার দৌড়ে গিয়ে অধিনায়ক রোহিত শর্মার ক্যাচ নেন তিনি ৷ যার পরেই ভারতের ব্যাটিংয়ে ভাঙন শুরু হয় ৷ অলরাউন্ড এই পারফর্ম্যান্সের কারণে ফাইনালেও প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন ট্রাভিস হেড ৷

ট্রাভিস হেডের আগে এই কৃতিত্ব বিশ্বকাপের ইতিহাসে মোট তিনজন ক্রিকেটার অর্জন করেছেন ৷ আর তাঁদের মধ্যে সবার আগে এই কৃতিত্ব 1983 সালের বিশ্বকাপে মহিন্দর অমরনাথ অর্জন করেছিলেন ৷ সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচের সেরা হন তিনি ৷ এর 13 বছর পর 1996 সালের বিশ্বকাপে অরবিন্দ ডি’সিলভা এই তালিকায় সামিল হন ৷ সেবার শ্রীলঙ্কা তাদের একমাত্র বিশ্বকাপ ট্রফি জেতে ৷ ঠিক পরের বিশ্বকাপে অর্থাৎ, 1999 বিশ্বকাপে এই কৃতিত্ব অর্জন করেন আরেক কিংবদন্তি প্রয়াত লেগস্পিনার শেন ওয়ার্ন ৷

মাঝে পাঁচটি বিশ্বকাপ ও 24 বছরের অপেক্ষা ৷ এই সময়ে আর কোনও ক্রিকেটার এই বিরল সম্মান লাভ করতে পারেননি ৷ শেষবার এক অস্ট্রেলিয়ান এই কৃতিত্ব লাভ করেছিলেন ৷ তার 24 বছর পর ফের একই কীর্তি স্থাপন করলেন ট্রাভিস হেড ৷ তিনি এবং মার্নাস লাবুশেন চতুর্থ উইকেটে 192 রানের পার্টনারশিপ করে ভারতের বিরুদ্ধে রবিবারের ফাইনালে অস্ট্রেলিয়াকে 6 উইকেটে ম্যাচ জেতান ৷ হেড আউট হওয়ার সময়, অস্ট্রেলিয়ার আর মাত্র 2 রান দরকার ছিল ৷ পরে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে সেই উইনিং রান আসে ৷

আরও পড়ুন:

  1. এই মুহূর্তগুলি সারাজীবন মনে থেকে যাবে, জানালেন অজিদের প্রথম পেস বোলার অধিনায়ক
  2. বিশ্বকাপ ট্রফিতে পা তুলে রয়েছেন অজি ব্যাটার মিচেল মার্শ! ভাইরাল ছবি ঘিরে তুঙ্গে বির্তক
  3. বিশ্বজয়ী অধিনায়কের জায়গা হল না সেরা একাদশে, কামিন্সকে টেক্কা রোহিতের; দলে আর কারা

আমেদাবাদ, 20 নভেম্বর: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে একই খেলোয়াড় ম্যাচের সেরা হয়েছেন, এমন ঘটনা তিনবারই ঘটেছিল অতীতে ৷ সেই তালিকায় এবার যুক্ত হলেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড ৷ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাফসেঞ্চুরি ও 2 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন ৷ আর ফাইনালে 137 রানের ইনিংস খেলে আবারও ম্যাচের সেরা হলেন তিনি ৷ যার পরে মহিন্দর অমরনাথ, অরবিন্দ ডি’সিলভা এবং প্রয়াত কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের সঙ্গে হেডের নাম জুড়ে গেল ৷

ভারতের বিরুদ্ধে 240 রান তাড়া করতে নেমে 120 বলে 137 রান করেন ট্রাভিস হেড ৷ ম্যাচ জেতানো এই ইনিংসের সুবাদে 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' ঘোষণা করা হয় তাঁকে ৷ এমনকি ভারতের ব্যাটিংয়ের সময় পয়েন্ট থেকে ডিপ-কভার দৌড়ে গিয়ে অধিনায়ক রোহিত শর্মার ক্যাচ নেন তিনি ৷ যার পরেই ভারতের ব্যাটিংয়ে ভাঙন শুরু হয় ৷ অলরাউন্ড এই পারফর্ম্যান্সের কারণে ফাইনালেও প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন ট্রাভিস হেড ৷

ট্রাভিস হেডের আগে এই কৃতিত্ব বিশ্বকাপের ইতিহাসে মোট তিনজন ক্রিকেটার অর্জন করেছেন ৷ আর তাঁদের মধ্যে সবার আগে এই কৃতিত্ব 1983 সালের বিশ্বকাপে মহিন্দর অমরনাথ অর্জন করেছিলেন ৷ সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচের সেরা হন তিনি ৷ এর 13 বছর পর 1996 সালের বিশ্বকাপে অরবিন্দ ডি’সিলভা এই তালিকায় সামিল হন ৷ সেবার শ্রীলঙ্কা তাদের একমাত্র বিশ্বকাপ ট্রফি জেতে ৷ ঠিক পরের বিশ্বকাপে অর্থাৎ, 1999 বিশ্বকাপে এই কৃতিত্ব অর্জন করেন আরেক কিংবদন্তি প্রয়াত লেগস্পিনার শেন ওয়ার্ন ৷

মাঝে পাঁচটি বিশ্বকাপ ও 24 বছরের অপেক্ষা ৷ এই সময়ে আর কোনও ক্রিকেটার এই বিরল সম্মান লাভ করতে পারেননি ৷ শেষবার এক অস্ট্রেলিয়ান এই কৃতিত্ব লাভ করেছিলেন ৷ তার 24 বছর পর ফের একই কীর্তি স্থাপন করলেন ট্রাভিস হেড ৷ তিনি এবং মার্নাস লাবুশেন চতুর্থ উইকেটে 192 রানের পার্টনারশিপ করে ভারতের বিরুদ্ধে রবিবারের ফাইনালে অস্ট্রেলিয়াকে 6 উইকেটে ম্যাচ জেতান ৷ হেড আউট হওয়ার সময়, অস্ট্রেলিয়ার আর মাত্র 2 রান দরকার ছিল ৷ পরে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে সেই উইনিং রান আসে ৷

আরও পড়ুন:

  1. এই মুহূর্তগুলি সারাজীবন মনে থেকে যাবে, জানালেন অজিদের প্রথম পেস বোলার অধিনায়ক
  2. বিশ্বকাপ ট্রফিতে পা তুলে রয়েছেন অজি ব্যাটার মিচেল মার্শ! ভাইরাল ছবি ঘিরে তুঙ্গে বির্তক
  3. বিশ্বজয়ী অধিনায়কের জায়গা হল না সেরা একাদশে, কামিন্সকে টেক্কা রোহিতের; দলে আর কারা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.