ETV Bharat / sports

Arun Bulbul Wedding Menu : অতিথি তালিকায় সৌরভ-শাস্ত্রী, অরুণ-বুলবুলের বিয়েতে বাঙালি পদে আপ্যায়ন - Arun Bulbul Wedding Menu Out

বিয়ে মানেই জমিয়ে খাওয়া দাওয়া ৷ তাও আবার ভোজনরসিক বাঙালি বাড়ির বিয়ে হলে তো কথাই নেই ৷ বিয়ের আসরে অতিথিদের পেটপুজোর জন্য কী কী আয়োজন করলেন অরুণ-বুলবুল (Arun Bulbul Wedding Menu )? চলুন দেখে নেওয়া যাক ৷

Arun lal wedding menu
Arun lal wedding menu
author img

By

Published : Apr 28, 2022, 3:55 PM IST

কলকাতা, 28 এপ্রিল : শহরজুড়ে আজ বিয়ের মরসুম ৷ গোটা কলকাতা জুড়ে এখন গ্রীষ্মের প্রবল দাবদাহ ৷ তবে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তিলোত্তমার পারদ আরও চড়ছে অরুণ লাল ও বুলবুল সাহার বিয়েকে কেন্দ্র করে ৷ বাংলার রঞ্জি জয়ী দলের সদস্য, বর্তমানে মনোজ তিওয়ারি-সুদীপ চট্টোপাধ্যায়দের হেডস্যার 66 বছর বয়সে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ৷ স্বাভাবিকভাবেই এই বিয়ে নিয়ে শুধু বাংলা নয়, গোটা দেশের নজর রয়েছে ৷ আর বিয়ে মানেই জমিয়ে খাওয়া দাওয়া ৷ তাও আবার ভোজনরসিক বাঙালি বাড়ির বিয়ে হলে তো কথাই নেই ৷ বিয়ের আসরে অতিথিদের পেটপুজোর জন্য কী কী আয়োজন করলেন অরুণ-বুলবুল ? চলুন দেখে নেওয়া যাক (Arun Bulbul Wedding Menu Out) ৷

2 মে বিয়ের পিঁড়িতে বসছেন দু'জনে ৷ বয়সের ফারাক কম করে 28 বছর ৷ তার উপর অরুণ লালের বর্তমান স্ত্রী রিনা লালের অনুমতি নিয়েই এই বিয়ে সম্পন্ন হচ্ছে ৷ যিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ৷ বিয়ের পর বুলবুল সাহা নাকি রিনাদেবীর সেবা শুশ্রুষা, দেখভাল করবেন ৷ অর্থাৎ, 2 মে-র পর একছাদের তলায় দুই স্ত্রীকে নিয়ে সংসার হবে বাংলার কোচের ৷ সবমিলিয়ে এই অভিনব বিয়ে নিয়ে সাধারণের আগ্রহ তুঙ্গে ৷ 66-র অরুণ ও 37-এর বুলবুলকে এখন ছাদনাতলায় শুধু দেখার অপেক্ষা ৷

আরও পড়ুন : Bulbul Arun Haldi Ceremony : অরুণের গালে ছোঁয়ানো হলুদে রাঙা বুলবুল, দেখুন একগুচ্ছ ছবি

কয়েকদিন আগে জাঁকজমকভাবে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে ৷ জানা গিয়েছে, সোমবার মধ্য কলকাতার এক হোটেলে বসবে বিয়ের আসর ৷ যেখানে ক্রীড়াজগত, রাজনীতি এবং বিনোদন জগতের পরিচিত মুখগুলির উপস্থিতি কামনা করা হচ্ছে ৷ স্বাভাবিকভাবেই অতিথিদের মন খুশ করতে থাকছে এলাহি খাওয়া দাওয়ার আয়োজন (Arun Bulbul Wedding Menu) ৷ কী কী থাকছে মেনুতে ? ইটিভি ভারতকে ফোনে হবু কনে বুলবুল সাহা জানালেন, আদ্যোপান্ত বাঙালি খাবারে অতিথিদের রসনা তৃপ্তি হবে ৷ পাতে থাকবে চিংড়ি মাছের মালাইকারি, ফিস ফ্রাই, মটন কষা, ছানার মহিমা, আম দই ।

এরই সঙ্গে আরও একটি অন্দরের খবর জানিয়েছেন বুলবুল ৷ বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী ৷ অরুণ লালের হবু স্ত্রী সৌরভের পূর্ব পরিচিত ৷ এছাড়া থাকবেন সিএবি-র কর্তা ও বাংলা দলের ক্রিকেটাররা ৷

কলকাতা, 28 এপ্রিল : শহরজুড়ে আজ বিয়ের মরসুম ৷ গোটা কলকাতা জুড়ে এখন গ্রীষ্মের প্রবল দাবদাহ ৷ তবে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তিলোত্তমার পারদ আরও চড়ছে অরুণ লাল ও বুলবুল সাহার বিয়েকে কেন্দ্র করে ৷ বাংলার রঞ্জি জয়ী দলের সদস্য, বর্তমানে মনোজ তিওয়ারি-সুদীপ চট্টোপাধ্যায়দের হেডস্যার 66 বছর বয়সে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ৷ স্বাভাবিকভাবেই এই বিয়ে নিয়ে শুধু বাংলা নয়, গোটা দেশের নজর রয়েছে ৷ আর বিয়ে মানেই জমিয়ে খাওয়া দাওয়া ৷ তাও আবার ভোজনরসিক বাঙালি বাড়ির বিয়ে হলে তো কথাই নেই ৷ বিয়ের আসরে অতিথিদের পেটপুজোর জন্য কী কী আয়োজন করলেন অরুণ-বুলবুল ? চলুন দেখে নেওয়া যাক (Arun Bulbul Wedding Menu Out) ৷

2 মে বিয়ের পিঁড়িতে বসছেন দু'জনে ৷ বয়সের ফারাক কম করে 28 বছর ৷ তার উপর অরুণ লালের বর্তমান স্ত্রী রিনা লালের অনুমতি নিয়েই এই বিয়ে সম্পন্ন হচ্ছে ৷ যিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ৷ বিয়ের পর বুলবুল সাহা নাকি রিনাদেবীর সেবা শুশ্রুষা, দেখভাল করবেন ৷ অর্থাৎ, 2 মে-র পর একছাদের তলায় দুই স্ত্রীকে নিয়ে সংসার হবে বাংলার কোচের ৷ সবমিলিয়ে এই অভিনব বিয়ে নিয়ে সাধারণের আগ্রহ তুঙ্গে ৷ 66-র অরুণ ও 37-এর বুলবুলকে এখন ছাদনাতলায় শুধু দেখার অপেক্ষা ৷

আরও পড়ুন : Bulbul Arun Haldi Ceremony : অরুণের গালে ছোঁয়ানো হলুদে রাঙা বুলবুল, দেখুন একগুচ্ছ ছবি

কয়েকদিন আগে জাঁকজমকভাবে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে ৷ জানা গিয়েছে, সোমবার মধ্য কলকাতার এক হোটেলে বসবে বিয়ের আসর ৷ যেখানে ক্রীড়াজগত, রাজনীতি এবং বিনোদন জগতের পরিচিত মুখগুলির উপস্থিতি কামনা করা হচ্ছে ৷ স্বাভাবিকভাবেই অতিথিদের মন খুশ করতে থাকছে এলাহি খাওয়া দাওয়ার আয়োজন (Arun Bulbul Wedding Menu) ৷ কী কী থাকছে মেনুতে ? ইটিভি ভারতকে ফোনে হবু কনে বুলবুল সাহা জানালেন, আদ্যোপান্ত বাঙালি খাবারে অতিথিদের রসনা তৃপ্তি হবে ৷ পাতে থাকবে চিংড়ি মাছের মালাইকারি, ফিস ফ্রাই, মটন কষা, ছানার মহিমা, আম দই ।

এরই সঙ্গে আরও একটি অন্দরের খবর জানিয়েছেন বুলবুল ৷ বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী ৷ অরুণ লালের হবু স্ত্রী সৌরভের পূর্ব পরিচিত ৷ এছাড়া থাকবেন সিএবি-র কর্তা ও বাংলা দলের ক্রিকেটাররা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.