ETV Bharat / sports

Hardik Pandya: 'সত্যিটা হজম করা কঠিন', বিশ্বকাপ থেকে ছিটকে হতাশ হার্দিক - আইসিসি ক্রিকেট বিশ্বকাপ

Hardik Pandya Disappoints on ICC Cricket World Cup Exit: গোড়ালির চোট সারেনি ৷ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক ৷ এই সত্যিটা মেনে নিতে পারছেন না ভারতীয় অলরাউন্ডার ৷ তবে, তিনি আত্মিকভাবে দলের সঙ্গে সবসময় থাকবেন বলে জানালেন ৷

Image Courtesy: Hardik Pandya X
Image Courtesy: Hardik Pandya X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 12:24 PM IST

Updated : Nov 4, 2023, 2:02 PM IST

বেঙ্গালুরু, 4 নভেম্বর: প্রথমে চিকিৎসকরা জানিয়েছিলেন 2 সপ্তাহের বিশ্রাম এবং চিকিৎসায় সেরে উঠবেন ৷ কিন্তু, 2 সপ্তাহ পরেও বাঁ-পায়ের গোড়ালির চোট সারেনি ৷ শনিবার সকালে বিসিসিআই-এর তরফে জানিয়ে দেওয়া হয়, হার্দিক বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন ৷ এই খবরে হতাশ ভারতীয় অলরাউন্ডার নিজেও ৷ সোশাল মিডিয়ায় হার্দিকের পোস্ট, 'সত্যিটা হজম করা কঠিন' ৷ যে টুর্নামেন্টের জন্য এত প্রস্তুতি সেখান থেকে মাঝপথে চোটের কারণে ছিটকে যাওয়ার বিষয়টি মানতে পারছেন না তিনি ৷

  • Tough to digest the fact that I will miss out on the remaining part of the World Cup. I'll be with the team, in spirit, cheering them on every ball of every game. Thanks for all the wishes, the love, and the support has been incredible. This team is special and I'm sure we'll… pic.twitter.com/b05BKW0FgL

    — hardik pandya (@hardikpandya7) November 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবার বোর্ডের তরফে হার্দিকের বাকি টুর্নামেন্টে খেলতে না পারার খবর জানানোর পরেই নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন অলরাউন্ডার ৷ হার্দিক লেখেন, "সত্যিটা হজম করা খুব কঠিন যে আমি বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে খেলতে পারব না ৷ তবে, আমি আত্মিকভাবে দলের সঙ্গে থাকব ৷ প্রতিটি ম্যাচের প্রতিটি বলে দলকে উৎসাহ দেব ৷ সকলের সমর্থন, শুভেচ্ছা এবং ভালোবাসার জন্য ধন্যবাদ জানাই ৷ এই দলটা খুব স্পেশাল ৷ আমি নিশ্চিত আমরা সবাইকে গর্বিত করতে পারব ৷ হার্দিক পান্ডিয়ার তরফে ভালোবাসা ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হার্দিক তাঁর প্রথম ওভারের তিন নম্বর বলে লিটন দাসের স্ট্রেট ড্রাইভ ডান পা দিয়ে আটকাতে যান ৷ ফলো-থ্রুতে আসা বল আটকাতে গিয়ে দেহের ভারসাম্য হারান ভারতের সহ-অধিনায়ক ৷ আর তাঁর পুরো শরীরের ভার গিয়ে পড়ে বাঁ-পায়ের উপর ৷ তখনই বাঁ-পায়ের গোড়ালি মুচড়ে যায় ৷ মাটিতে আছড়ে পড়েন হার্দিক ৷ যন্ত্রণায় ছটফট করতে থাকেন ৷ ফিজিও মাঠে আসেন ৷ পায়ে টেপ করে দেন ৷ চলে প্রাথমিক চিকিৎসাও ৷ কিন্তু, মাটিতে পা পর্যন্ত ফেলতে পারছিলেন না ৷ এই পরিস্থিতিতে তাঁকে জোর করে মাঠের বাইরে পাঠান অধিনায়ক রোহিত শর্মা ৷

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক, প্রোটিয়া ম্যাচের আগে চাপ বাড়ল রোহিতের

পরে হাসপাতালে স্ক্যান রিপোর্টে দেখা যায়, কোনও বড় চোট ধরা পড়েনি ৷ বলা হয়েছিল 2 সপ্তাহের বিশ্রাম ও শুশ্রূষায় সেরে উঠবেন হার্দিক ৷ বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাবও শুরু করেন ৷ মনে করা হচ্ছিল বিশ্বকাপ সেমিফাইনালের আগে সুস্থ হয়ে ফিরে আসবেন ৷ আজ সকালে বোর্ডের প্রকাশিত তথ্যে সেই আশাও শেষ হয়ে গেল ৷ কবের মধ্যে পুরোপুরি ফিট হবেন হার্দিক ? তা এখনও জানা যায়নি ৷ কিন্তু, গোড়ালির চোট যে সামান্য নয়, তা ভালোই আন্দাজ করা যাচ্ছে ৷

বেঙ্গালুরু, 4 নভেম্বর: প্রথমে চিকিৎসকরা জানিয়েছিলেন 2 সপ্তাহের বিশ্রাম এবং চিকিৎসায় সেরে উঠবেন ৷ কিন্তু, 2 সপ্তাহ পরেও বাঁ-পায়ের গোড়ালির চোট সারেনি ৷ শনিবার সকালে বিসিসিআই-এর তরফে জানিয়ে দেওয়া হয়, হার্দিক বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন ৷ এই খবরে হতাশ ভারতীয় অলরাউন্ডার নিজেও ৷ সোশাল মিডিয়ায় হার্দিকের পোস্ট, 'সত্যিটা হজম করা কঠিন' ৷ যে টুর্নামেন্টের জন্য এত প্রস্তুতি সেখান থেকে মাঝপথে চোটের কারণে ছিটকে যাওয়ার বিষয়টি মানতে পারছেন না তিনি ৷

  • Tough to digest the fact that I will miss out on the remaining part of the World Cup. I'll be with the team, in spirit, cheering them on every ball of every game. Thanks for all the wishes, the love, and the support has been incredible. This team is special and I'm sure we'll… pic.twitter.com/b05BKW0FgL

    — hardik pandya (@hardikpandya7) November 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবার বোর্ডের তরফে হার্দিকের বাকি টুর্নামেন্টে খেলতে না পারার খবর জানানোর পরেই নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন অলরাউন্ডার ৷ হার্দিক লেখেন, "সত্যিটা হজম করা খুব কঠিন যে আমি বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে খেলতে পারব না ৷ তবে, আমি আত্মিকভাবে দলের সঙ্গে থাকব ৷ প্রতিটি ম্যাচের প্রতিটি বলে দলকে উৎসাহ দেব ৷ সকলের সমর্থন, শুভেচ্ছা এবং ভালোবাসার জন্য ধন্যবাদ জানাই ৷ এই দলটা খুব স্পেশাল ৷ আমি নিশ্চিত আমরা সবাইকে গর্বিত করতে পারব ৷ হার্দিক পান্ডিয়ার তরফে ভালোবাসা ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হার্দিক তাঁর প্রথম ওভারের তিন নম্বর বলে লিটন দাসের স্ট্রেট ড্রাইভ ডান পা দিয়ে আটকাতে যান ৷ ফলো-থ্রুতে আসা বল আটকাতে গিয়ে দেহের ভারসাম্য হারান ভারতের সহ-অধিনায়ক ৷ আর তাঁর পুরো শরীরের ভার গিয়ে পড়ে বাঁ-পায়ের উপর ৷ তখনই বাঁ-পায়ের গোড়ালি মুচড়ে যায় ৷ মাটিতে আছড়ে পড়েন হার্দিক ৷ যন্ত্রণায় ছটফট করতে থাকেন ৷ ফিজিও মাঠে আসেন ৷ পায়ে টেপ করে দেন ৷ চলে প্রাথমিক চিকিৎসাও ৷ কিন্তু, মাটিতে পা পর্যন্ত ফেলতে পারছিলেন না ৷ এই পরিস্থিতিতে তাঁকে জোর করে মাঠের বাইরে পাঠান অধিনায়ক রোহিত শর্মা ৷

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক, প্রোটিয়া ম্যাচের আগে চাপ বাড়ল রোহিতের

পরে হাসপাতালে স্ক্যান রিপোর্টে দেখা যায়, কোনও বড় চোট ধরা পড়েনি ৷ বলা হয়েছিল 2 সপ্তাহের বিশ্রাম ও শুশ্রূষায় সেরে উঠবেন হার্দিক ৷ বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাবও শুরু করেন ৷ মনে করা হচ্ছিল বিশ্বকাপ সেমিফাইনালের আগে সুস্থ হয়ে ফিরে আসবেন ৷ আজ সকালে বোর্ডের প্রকাশিত তথ্যে সেই আশাও শেষ হয়ে গেল ৷ কবের মধ্যে পুরোপুরি ফিট হবেন হার্দিক ? তা এখনও জানা যায়নি ৷ কিন্তু, গোড়ালির চোট যে সামান্য নয়, তা ভালোই আন্দাজ করা যাচ্ছে ৷

Last Updated : Nov 4, 2023, 2:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.