হায়দরাবাদ, 1 অক্টোবর: আর মাত্র চারদিন ৷ তার পরেই সেই মাহেন্দ্রক্ষণ ৷ ভারতের মাটিতে বসতে চলেছে ত্রয়োদশ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আসর ৷ 10টি দেশের মধ্যে হওয়া বিশ্বসেরা হওয়ার এই লড়াই ৷ সকলে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন ক্রিকেটের এই মহাযজ্ঞে সামিল হওয়ার জন্য ৷ এর প্রতিটি মুহূর্তকে উপভোগ করার জন্য ৷ তবে, ক্রিকেটের এই মহাযজ্ঞকে এত মানুষের কাছে জনপ্রিয় করে তোলার পিছনে যাঁদের অবদান রয়েছে, সেই মহান ক্রিকেটারদের মধ্যে বিশ্বের কয়েকজন তাবড় বোলার সামিল আছেন ৷ যাঁদের কেউ বর্তমানে প্রাক্তন এবং কেউ বা খেলছেন ৷
ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে তাঁদের কীর্তি ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবে ৷ তবে, দুর্ভাগ্য ক্রমে এই তালিকায় ভারতীয় কোনও বোলার জায়গা করহে নিতে পারেননি ৷ আইসিসি বিশ্বকাপ 2023-এর সূচনার আগে তেমনি কয়েকজন বিশ্বসেরা বোলারদের সম্পর্কে জেনে নেওয়া যাক ৷
গ্লেন ম্যাকগ্রাথ
এই তালিকায় সবার প্রথমে রয়েছেন সিম বোলিংয়ের শিল্পী অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ৷ 1996 সালের প্রথমবার বিশ্বকাপ খেলেন অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি ৷ সেখান থেকে 2007 সালের বিশ্বকাপ, অর্থাৎ বিশ্বকাপের চারটি সিজনে মোট 39টি ম্যাচ খেলেছেন এই অজি মিডিয়াম পেসার ৷ যেখানে 42টি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে তাঁর নামে ৷ 325.5 ওভার বল করেছেন বিশ্বকাপের মঞ্চে ৷ যেখানে তিনি 1 হাজার 292 রান করেছেন ৷ আর বোলিং ইকনমি ঈর্ষনীয়, মাত্র 3.96 ৷ 42টি মেডেন ওভার ও দু’বার বিশ্বকাপের মঞ্চে একটি ম্যাচে 5 উইকেট নিয়েছেন ম্যাকগ্রা ৷ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে তাঁর সেরা বোলিং 15 রান দিয়ে 7 উইকেট ৷
মুথাইয়া মুরলীধরন
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অফস্পিনার কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন ৷ তিনি বিশ্বকাপে মোট 40টি ম্যাচ খেলেছেন ৷ যেখানে 39টি ম্যাচে বল করার সুযোগ পেয়েছিলেন ৷ আর ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ডও তাঁর নামেই রয়েছে ৷ কিংবদন্তি এই স্পিনারের নামে পাশে 68টি বিশ্বকাপ উইকেট রয়েছে ৷ 343.3 ওভার বল করে 1 হাজার 335 রান দিয়ে এই উইকেট তুলেছেন তিনি ৷ তাঁর বোলিং ইকনমি মাত্র 3.88 ৷ আর 15টি মেডেন নিয়েছেন ৷ তবে, বিশ্বকাপে তিনি একবারও 5 উইকেট নিতে পারেননি ৷ মুথাইয়া মুরলীধরনের সেরা বোলিং 19 রান দিয়ে 4 উইকেট ৷
লাসিথ মালিঙ্গা
বিশ্ব ক্রিকেটে সাই-আর্ম পেস বোলিং করা প্রথম বোলার ৷ এই শ্রীলঙ্কান পেসার বিশ্বের তাবড় ব্যাটারদের রাতের ঘুম উড়িয়েছেন তাঁর বলের স্যুইং ও ইয়র্করে ৷ মালিঙ্গা 2007 থেকে 2019 পর্যন্ত বিশ্বকাপে 29টি ম্যাচ খেলেছেন ৷ যেখানে তিনি 28টি ম্যাচে বল করার সুযোগ পেয়েছিলেন ৷ মালিঙ্গা 232.2 ওভারে 5.51 ইকনমি রেটে 1 হাজার 281 রান দিয়ে 56 উইকেট নিয়েছেন ৷ তিনি 11 মেডেন ওভার করেছেন এবং একবার পাঁচ উইকেট তুলেছেন বিশ্বকাপের মঞ্চে ৷ বিশ্বকাপে তাঁর সেরা বোলিং 38 রান দিয়ে 6 উইকেট ৷
আরও পড়ুন: টিভিতে প্রিয় শিষ্যের খেলা দেখেন না, একান্ত সাক্ষাৎকারে দাবি জাদেজার ছোটবেলার কোচের
ওয়াসিম আক্রম
তালিকার চতুর্থ স্থানে রয়েছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার ওয়াসিম আক্রম ৷ তিনি 1987 থেকে 2003 পর্যন্ত 5টি বিশ্বকাপে অংশ নিয়েছেন ৷ 38টি ম্যাচে খেললেও 36টি ম্যাচে বল করার সুযোগ পেয়েছেন 'সুলতান অফ স্যুইং' ৷ ওয়াসিম আক্রম 324.3 ওভার বল করে 1 হাজার 311 রান দিয়ে 55 উইকেট নিয়েছেন ৷ তাঁর বোলিং ইকনমি 4.04 ৷ আক্রম একবার পাঁচ উইকেট নিয়েছেন এবং 28 রানে 5 উইকেটের সেরা পরিসংখ্যান রয়েছে বিশ্বকাপে ৷
মিচেল স্টার্ক
অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের নাম রয়েছে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন ৷ মিচেল স্টার্ক এখন পর্যন্ত মাত্র দুটি বিশ্বকাপে অংশ নিয়েছেন, 2015 এবং 2019 ৷ তিনি 2023 সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলেরও সদস্য ৷ মিচেল স্টার্ক মাত্র 18 ম্যাচে 49 উইকেট নিয়েছেন দু’টি বিশ্বকাপ খেলে ৷ তিনি 156.1 ওভারে 4.64 ইকনমি-সহ 726 রান দিয়েছেন এবং একটি মেডেন ওভার করেছেন বিশ্বকাপে ৷ তিনবার পাঁচ উইকেট নিয়েছেন স্টার্ক এবং তাঁর সেরা পরিসংখ্যান হল 28 রানে 6 উইকেট ৷ 2015 সালে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারি ছিলেন মিচেল স্টার্ক ৷