হ্যাংঝাউ, 26 সেপ্টেম্বর: ভারতে হোক বা বিদেশে, স্মৃতি মন্ধানার অনুরাগীর সংখ্যা প্রচুর ৷ কিন্তু, ভারতীয় মহিলা ক্রিকেট দলের ভাইস-ক্যাপ্টেনের অনুরাগী যে চিনেও রয়েছে, তা কল্পনাতেও ভাবতে পারেননি স্মৃতি ৷ ফাইনাল ম্যাচে স্টেডিয়ামে এক চিনা যুবক স্মৃতি মন্ধানার পোস্টার তুলে ধরলেন ৷ যাতে লেখা ‘মন্ধানা দ্য গডেস’ ৷ বাংলায় যার তরজমা করলে দাঁড়ায় ‘দেবী মন্ধানা’ ৷ যা চোখে পড়তেই আপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ক্রিকেটের ‘ক্যুইন’ ৷
আর যে যুবক সেই পোস্টারটি তুলে ধরেছিলেন, তাঁর পরিচয় জুন ইউ ৷ 1200 কিলোমিটার যাত্রা করে তিনি হ্যাংঝাউতে ভারতীয় মহিলা ক্রিকেট দল থুড়ি স্মৃতি মন্ধানার খেলা দেখতে এসেছিলেন ৷ ক্রিকেটের প্রতি জুনের ভালোবাসা এবং তাঁর ‘দেবী’কে দেখার ইচ্ছায় বেজিং থেকে এশিয়াডের মঞ্চে এসে হাজির হয়েছেন তিনি ৷ তবে, শুধু স্মৃতি নন ৷ মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলির বড় ভক্ত জুন ইউ ৷
-
Proud to bring this home 🥇#AsianGames pic.twitter.com/b2uA0DDI42
— Smriti Mandhana (@mandhana_smriti) September 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Proud to bring this home 🥇#AsianGames pic.twitter.com/b2uA0DDI42
— Smriti Mandhana (@mandhana_smriti) September 25, 2023Proud to bring this home 🥇#AsianGames pic.twitter.com/b2uA0DDI42
— Smriti Mandhana (@mandhana_smriti) September 25, 2023
চিনা এই যুবক জানালেন, প্রথমবার ইউটিউবে ‘ট্রেজার অফ ক্রিকেট ভিডিয়োস’এ সচিন, বিরাট এবং স্মৃতিদের মাস্টারক্লাস ব্যাটিং দেখেছিলেন ৷ আর প্রথমবারেই তাঁদের এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা তৈরি হয় জুন ইউয়ের ৷ কিন্তু, চিনে ক্রিকেট খেলার চল সেভাবে নেই ৷ ফলে কীভাবে জানলেন এই খেলা সম্পর্কে ? জুন বলেন, ‘‘বেজিংয়ে আমার বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট শেখানো হয় ৷ সেখান থেকেই এই খেলা সম্পর্কে জানতে পারি ৷’’
আরও পড়ুন: 'ছেলেদের দলকে বলেছি, ওদেরও সোনা আনতে হবে'; বললেন জেমিমা রদ্রিগেজ
শুধু ক্রিকেট সম্পর্কে জেনেছেন তাই নয় ৷ জেনেছেন ক্রিকেটের বর্তমান তারকাদের সম্পর্কেও ৷ জুন ইউ বলেন, ‘‘আমি 2019 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জসপ্রীত বুমরার স্পেল দেখেছিলাম ৷ আমি রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে সোশাল মিডিয়ায় ফলো করি ৷ তাঁরা এই খেলার বর্তমানে সেরা খেলোয়াড় ৷ আর গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বুমরা অসাধারণ খেলেছিলেন ৷’’
তবে, চিনে খুব বেশি ক্রিকেটের চল নেই বলেই জানালেন বেজিংয়ের এই যুবক ৷ তিনি জানালেন, চিনে হাতে গোনা কয়েকটি ক্রিকেট মাঠ রয়েছে ৷ আর খুব সামান্যই লোকজন ক্রিকেট খেলেন ৷ এমনকি তাঁদের মধ্যে অনেকে জানেন না, আসলে ক্রিকেট কীভাবে খেলতে হয় ?এই খেলার নিয়মাবলী সম্পর্কেও অধিকাংশ মানুষ অবগত নন বলে জানিয়েছেন জুন ইউ ৷