ETV Bharat / sports

Titas Sadhu Returns Home: বিশ্বজয়ের পর এবার এশিয়া সেরা, ঘরে ফিরে কী বলছেন বঙ্গকন্যা তিতাস - Titas Sadhu Returns to Home

বিশ্ব জয়ের স্বাদ তিনি পেয়েছিলেন আগেই ৷ সম্প্রতি এশিয়ার তাজও উঠেছে বঙ্গকন্যা তিতাস সাধুর মাথায় ৷ 25 রানে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে যে জয় পেয়েছিল ভারত তার নায়িকা ছিলেন তিতাসও ৷ এবার ঘরে ফিরলেন চুঁচুড়ার এই কন্যা ৷

Titas Sadhu Returns to Home
বঙ্গকন্যা তিতাস আগেই পেয়েছিলেন বিশ্বজয়ের স্বাদ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 4:20 PM IST

Updated : Sep 27, 2023, 7:35 PM IST

এশিয়াডে সোনা জিতে ঘরে ফিরলেন তিতাস

কলকাতা, 27 সেপ্টেম্বর: বঙ্গকন্যা তিতাস সাধু আগেই পেয়েছিলেন বিশ্বজয়ের স্বাদ ৷ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের মাথায় এবার উঠল এশিয়া সেরার তাজ ৷ কয়েকদিন আগেই এশিয়ান গেমসে কামাল করেছে ভারতীয় কন্যারা ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে 25 রানে জয় তুলে নিয়ে প্রথমবার ইতিহাস গড়েছে ভারতীয় দল ৷ বাংলার তিতাস সাধু ছিলেন এই জয়ের এক নেপথ্য কারিগর ৷ নির্ধারিত 4 ওভারে তিনজন শ্রীলঙ্কান ব্যাটারের উইকেট তুলে নিতে তিনি খরচ করেছিলেন মাত্র 6 রান ৷ বুধবার ঘরে ফিরলেন চুুঁচুড়ার কন্যা ৷ তিতাস চান এভাবেই আগামীতেও নিজের পারফরম্যান্স বজায় রাখতে ৷

ঝুলন গোস্বামী মতো কিংবদন্তি ক্রিকেটারও তাঁর সম্পর্কে নির্দ্বিধায় বলেন, "আমার চেয়ে অনেক প্রতিভাবান তিতাস ৷" দীর্ঘ যাত্রার পর স্বাভাবিকভাবেই কিছুটা ক্লান্ত তিতাস । তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বিশেষ আপত্তি করেননি তিনি ৷ তিনি বলেন, "আমাকে যেটুকু বলা হয়েছিল আমি সেটুকুই করেছি । তবে আমার ওপর কোনও অতিরিক্ত চাপ ছিল না ৷ নিজের খেলাটা খেলতে কোনও অসুবিধাই হয়নি ৷ যে সাফল্য এসেছে তাতেই আমি খুশি । সামনেই ঘরোয়া বেশ কয়েকটা খেলা আছে । সেগুলোয় ভালো খেলতে চেষ্টা করব । সকলেরই আশা থাকে সিনিয়র টিমে দীর্ঘদিন খেলার । যারা ক্রিকেটার হতে চায় তাদের উদ্দেশ্যে একটাই কথা আমার বলার মজা করে খেলে যাও । আর ভয় না পেয়ে খেলে যাও ।"

তিতাসের বাবা রণদীপ সাধু বলেন, "ভারতীয় দলের ক্রিকেটে খেলার ও সুযোগ পেয়েছে সেটাই সবচেয়ে বড় ব্যাপার । পরবর্তীকালে ভালো পারফরম্যান্স দিতে হবে ৷ আর নিজের জায়গাটা ধরে রাখতে হবে । এটাই তিতাসের একমাত্র লক্ষ্য । আজকের দিনে ভালো খেললে মানুষ সুনাম করবে । খারাপ খেললে বদনাম করবে । তাই শারীরিক এবং মানসিক প্রস্তুতিটা অবশ্যই প্রয়োজন।"

আরও পড়ুন: এশিয়াডে যুবরাজ রোহিতদের নজির ভেঙে নয়া বিশ্বরেকর্ড নেপালের ব্যাটারদের

কোচ প্রিয়ঙ্কর মুখোপাধ্যায়ের হাত ধরেই তিতাস ক্রিকেটার হিসাবে নিজেকে তৈরি করেছেন ৷ প্রিয়ঙ্কর বলেন, "তিতাস নিজের আবেগকে আয়ত্তে রেখে সুন্দরভাবে খেলেছে। তবে পরবর্তীকালে ভালো খেলতে হবে ৷ সেটাই এখন একমাত্র চেষ্টা । এখনও কিছু কিছু জায়গা আছে । সেটার জন্য যথেষ্টই পরিশ্রম করতে হবে তিতাসকে ।

এশিয়াডে সোনা জিতে ঘরে ফিরলেন তিতাস

কলকাতা, 27 সেপ্টেম্বর: বঙ্গকন্যা তিতাস সাধু আগেই পেয়েছিলেন বিশ্বজয়ের স্বাদ ৷ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের মাথায় এবার উঠল এশিয়া সেরার তাজ ৷ কয়েকদিন আগেই এশিয়ান গেমসে কামাল করেছে ভারতীয় কন্যারা ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে 25 রানে জয় তুলে নিয়ে প্রথমবার ইতিহাস গড়েছে ভারতীয় দল ৷ বাংলার তিতাস সাধু ছিলেন এই জয়ের এক নেপথ্য কারিগর ৷ নির্ধারিত 4 ওভারে তিনজন শ্রীলঙ্কান ব্যাটারের উইকেট তুলে নিতে তিনি খরচ করেছিলেন মাত্র 6 রান ৷ বুধবার ঘরে ফিরলেন চুুঁচুড়ার কন্যা ৷ তিতাস চান এভাবেই আগামীতেও নিজের পারফরম্যান্স বজায় রাখতে ৷

ঝুলন গোস্বামী মতো কিংবদন্তি ক্রিকেটারও তাঁর সম্পর্কে নির্দ্বিধায় বলেন, "আমার চেয়ে অনেক প্রতিভাবান তিতাস ৷" দীর্ঘ যাত্রার পর স্বাভাবিকভাবেই কিছুটা ক্লান্ত তিতাস । তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বিশেষ আপত্তি করেননি তিনি ৷ তিনি বলেন, "আমাকে যেটুকু বলা হয়েছিল আমি সেটুকুই করেছি । তবে আমার ওপর কোনও অতিরিক্ত চাপ ছিল না ৷ নিজের খেলাটা খেলতে কোনও অসুবিধাই হয়নি ৷ যে সাফল্য এসেছে তাতেই আমি খুশি । সামনেই ঘরোয়া বেশ কয়েকটা খেলা আছে । সেগুলোয় ভালো খেলতে চেষ্টা করব । সকলেরই আশা থাকে সিনিয়র টিমে দীর্ঘদিন খেলার । যারা ক্রিকেটার হতে চায় তাদের উদ্দেশ্যে একটাই কথা আমার বলার মজা করে খেলে যাও । আর ভয় না পেয়ে খেলে যাও ।"

তিতাসের বাবা রণদীপ সাধু বলেন, "ভারতীয় দলের ক্রিকেটে খেলার ও সুযোগ পেয়েছে সেটাই সবচেয়ে বড় ব্যাপার । পরবর্তীকালে ভালো পারফরম্যান্স দিতে হবে ৷ আর নিজের জায়গাটা ধরে রাখতে হবে । এটাই তিতাসের একমাত্র লক্ষ্য । আজকের দিনে ভালো খেললে মানুষ সুনাম করবে । খারাপ খেললে বদনাম করবে । তাই শারীরিক এবং মানসিক প্রস্তুতিটা অবশ্যই প্রয়োজন।"

আরও পড়ুন: এশিয়াডে যুবরাজ রোহিতদের নজির ভেঙে নয়া বিশ্বরেকর্ড নেপালের ব্যাটারদের

কোচ প্রিয়ঙ্কর মুখোপাধ্যায়ের হাত ধরেই তিতাস ক্রিকেটার হিসাবে নিজেকে তৈরি করেছেন ৷ প্রিয়ঙ্কর বলেন, "তিতাস নিজের আবেগকে আয়ত্তে রেখে সুন্দরভাবে খেলেছে। তবে পরবর্তীকালে ভালো খেলতে হবে ৷ সেটাই এখন একমাত্র চেষ্টা । এখনও কিছু কিছু জায়গা আছে । সেটার জন্য যথেষ্টই পরিশ্রম করতে হবে তিতাসকে ।

Last Updated : Sep 27, 2023, 7:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.