চুঁচুড়া, 4 ফেব্রুয়ারি: বিশ্বমঞ্চে কাপ জিতে ঘরে ফিরেছেন বঙ্গতনয়া ৷ বিশ্বজয় করে শিলিগুড়ির বাসিন্দা রিচা যোগ দিয়েছেন সিনিয়র টিমে । দিনদু'য়েক আগে ঘরে ফিরেছেন চুঁচুড়ার তিতাস সাধু ও হাওড়ার হৃষিতা বসু । বৃহস্পতিবার আমেদাবাদ থেকে শহরে ফিরেছেন অনূর্ধ্ব-19 মহিলা বিশ্বকাপ ফাইনালের 'ম্যান অফ দ্য ম্যাচ' (Titas Sadhu gets Warm Welcome after returning home) ।
বিশ্বকাপ জিতে বিমানবন্দর থেকে তিতাস চলে যান রাজারহাটে । তাঁর কোচ প্রিয়ঙ্কর মুখোপাধ্যায়কে ফাইনাল ম্যাচে পাওয়া 'প্লেয়ার অফ দ্য ম্যাচ'-এর পুরস্কার তুলে দেন । তারপর সোজা চুঁচুড়ায় নিজের বাড়িতে চলে আসেন তিতাস (Titas Sadhu) । তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য সকাল থেকেই ছিল সাজা-সাজো রব । জাতীয় পতাকা ও বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয় এলাকা । বাড়ির ঢোকার মুখে তিরঙা বেলুন দিয়ে তৈরী হয়েছে বিশাল তোরণ । বিশ্বজয়ীকে বরণ করে নিতে সেজে উঠেছে চুঁচুড়া ।
তিতাস জানান, তাঁর মনে হয় এই সাফল্যের পর মেয়েরা আরও এগিয়ে আসবে । এই সংখ্যাটা আরও বাড়লে তা মহিলা ক্রিকেটের জন্যও খুব ভালো । অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালে দাঁত ফোটাতে পারেনি ইংল্যান্ড । যদিও তারা নিঃসন্দেহে ভালো টিম । সেদিন জয়ে প্রত্যেকেই চেয়েছিলেন দলকে জেতাতেই হবে । সবার চাহিদাটা যখন একসঙ্গে হয়, তখনই এইরকম একপাক্ষিক জয় আসে । তাঁর বোলিংয়ে শুধু জয় এসেছে তা নয় । সেদিনের ভালো ক্যাচ, বোলিং এবং প্রতিটা খেলোয়াড়ের অবদান রয়েছে জয়ে ।
আমেদাবাদে বিশ্বজয়ী দলকে সংবর্ধনা দেন সচিন তেন্ডুলকর (BCCI felicitated U-19 Womens Team in Ahmedabad) । মাস্টার ব্লাস্টারের দেখা পেয়ে উচ্ছ্বসিত তিতাস । তিনি বলেন, "তেন্ডুলকর স্যর ইন্টারন্যাশনাল গেমে খেলাটা কতটা আয়ত্বে আনতে পারছেন সেটা নিয়ে চিন্তাভাবনা করতে পরামর্শ দিয়েছেন ।"
আরও পড়ুন: মাহি'ই আদর্শ ! দস্তানায় দাপট দেখানোই লক্ষ্য বিশ্বজয় করে ঘরে ফেরা হৃষিতা'র
এদিন ঘরের ক্লাব রাজেন্দ্র স্মৃতি সংঘের খুদেরা তিতাসকে পেয়ে আনন্দে মেতে ওঠে । বাচ্চাদের দেখে তাদের সঙ্গে মেতে ওঠে তিতাসও । বর্তমানে জুনিয়র টিমের ক্যাপ্টেন তিতাস । ডব্লিউপিএলের মাধ্যমে সিনিয়র মহিলা জাতীয় দলে ঢোকাকেই পাখির চোখ করে এগোতে চাইছেন এই বিশ্বজয়ী বঙ্গতনয়া ।
আরও পড়ুন: ঘরে ফিরলেন বিশ্বজয়ীরা, বিমানবন্দরে তিতাস-হৃষিতাকে ঘিরে উচ্ছ্বাস ভক্তদের