কলকাতা, 7 জুলাই: আগামিকাল ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন ৷ যাঁর আত্মবিশ্বাসে ভর করে দেশের পাশাপাশি, বিদেশেও ম্যাচ জিততে শিখেছিল ভারতীয় ক্রিকেট ৷ সেই সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর 51 বছরের জন্মদিনে নতুন কোনও চমক আনতে চলেছেন ৷ গতকালই তার একটি ঝলক সোশাল মিডিয়ায় দেখিয়েছিলেন সৌরভ ৷ আজ আরও একটি ঝলক দেখালেন তিনি ৷ নিজের কেরিয়ারের সেরা মুহূর্তগুলির কোলাজ তুলে ধরলেন ৷ যার ব্যাকগ্রাউন্ড স্কোরে বাজছে, সেলিম-সুলেমানের সুরে কে কে-র গাওয়া ‘আশায়ে’ ৷
নতুন করে কীসের আশা দেখাচ্ছেন বা দেখছেন সৌরভ ? জন্মদিনে তাঁর কোটি কোটি ভক্তদের কী নতুন চমক দিতে চলেছেন বাংলার মহারাজ ? এমন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সোশাল মিডিয়ায় তাঁর আজকের ভিডিয়োকে ঘিরে ৷ যেখানে সৌরভের টেস্ট অভিষেক, ন্যাটওয়েস্ট ট্রফি জয়, টনটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে 183 রানে ইনিংস, 2003 বিশ্বকাপ, 2006 সালে দক্ষিণ আফ্রিকায় প্রত্যাবর্তন, 2007 সালে ইংল্যান্ডের মাটিতে ক্লাসিক অফ ড্রাইভের প্রদর্শন, পাকিস্তানের বিরুদ্ধে বেঙ্গালুরুতে 239 রানের ইনিংস, অস্ট্রেলিয়ার মাঠে তাঁর দাপট এবং অজিদের বিরুদ্ধে সৌরভের শেষ টেস্ট সিরিজ ৷
-
The support & love keeps us going. Few more hours to go ... pic.twitter.com/8erK12kK0a
— Sourav Ganguly (@SGanguly99) July 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The support & love keeps us going. Few more hours to go ... pic.twitter.com/8erK12kK0a
— Sourav Ganguly (@SGanguly99) July 7, 2023The support & love keeps us going. Few more hours to go ... pic.twitter.com/8erK12kK0a
— Sourav Ganguly (@SGanguly99) July 7, 2023
আরও পড়ুন: জন্মদিনে আসছে বিশেষ ঘোষণা, রোহিতদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন সৌরভ
এমন একাধিক মুহূর্ত তুলে ধরেছেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সঙ্গে তাঁর ক্যাপশন, ‘‘সমর্থন এবং ভালোবাসা আমাদের এগিয়ে নিয়ে চলেছে ৷ আর কয়েকটা ঘণ্টা...’’ হ্যাঁ, আর কয়েক ঘণ্টা পরে সৌরভের জন্মদিন ৷ কিন্তু, সেই জন্মদিনে সকলে অপেক্ষা করছেন তাঁর নয়া চমকের জন্য ৷ গতকাল সৌরভ একটি লেখার ছবি পোস্ট করেছিলেন ৷ যেখানে ইংরেজিতে উল্লেখ করা ছিল, ‘‘উইথ লিডিং...’’ কিন্তু, কী ? তা সৌরভ জানাননি ৷ শুধু ক্যাপশন দিয়েছিলেন, ‘‘আপনারা প্রশ্ন করেছিলেন, আর সেটা এসে গেছে !’’ কেউ বলছে, সৌরভের বায়োপিক ৷ আবার কেউ বলছে, মহারাজের সঞ্চালনায় টিভিতে কুইজ প্রোগ্রাম ৷ এমন নানান, বক্তব্য ভেসে উঠছে সৌরভের করা পোস্টের কমেন্ট বক্সে ৷