ETV Bharat / sports

CWC India vs Pak : ‘পাক বধে’ বিশ্বকাপ অভিযান শুরু করতে মরিয়া মিতালিরা - CWC India vs Pak

প্রথমবার বিশ্বকাপ ঘরে তুলতে মরিয়া ভারতের মেয়েরা ৷ দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচেই জিতেছে ভারত । টুর্নামেন্টের শুরু থেকেই সেই ধারাবাহিকতা বজায় রাখতে চায় দল ৷ শেষবার 2018 সালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান ৷ সেই ম্যাচে মিতালি রাজের ব্যাটে ভর করে ‘পাক বধ’ করেছিল ভারত ৷ ফলে বিশ্বকাপের মঞ্চে বদলা নিতে মরিয়া থাকবে বিসমা মারুফের দল (India to start campaign against Pakistan) ৷

India vs Pak
‘পাক বধে’ বিশ্বকাপ অভিযান শুরু করতে মরিয়া মিতালির ভারত
author img

By

Published : Mar 5, 2022, 9:47 PM IST

বে ওভাল, 5 মার্চ : মহিলা বিশ্বকাপের চতুর্থ ম্যাচেই মহারণ ৷ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্ধী দেশ ভারত-পাকিস্তান ৷ 2017 সালে কাপ থেকে মাত্র 9 রান দূরে থেমেছিল ভারতের দৌড় ৷ ফলে এবার প্রথমবার বিশ্বকাপ ঘরে তুলতে মরিয়া ভারতের মেয়েরা ৷ দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচেই জিতেছে ভারত । টুর্নামেন্টের শুরু থেকেই সেই ধারাবহিকতা বজায় রাখতে চায় দল (India to start campaign against Pakistan) ৷

অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থ হয়েছে ভারতের বোলিং ইউনিট । একমাত্র নিজের নামের প্রতি সুবিচার করেছেন ঝুলন গোস্বামী । দুটি ম্যাচে স্কোরবোর্ডে 270-এর বেশি রান তুলেও ম্যাচ মাঠে ফেলে আসতে হয়েছে ৷ যা উদ্বেগ বাড়ালেও ভরসা জোগাচ্ছেন দলের ব্যাটাররা ৷ গত সাত ম্যাচে মোট পাঁচবার আড়াইশো রান গণ্ডি টপকেছে 'উইমেন ইন ব্লু'৷

শেষবার 2018 সালে মুখোমুখি হয়েছিল দুই দল ৷ সেই ম্যাচে মিতালি রাজের ব্যাটে ভর করে ‘পাক বধ’ করেছিল ভারত ৷ ফলে বিশ্বকাপের মঞ্চে বদলা নিতে মরিয়া থাকবে বিসমা মারুফের দল ৷ অন্যদিকে, অবসর নেওয়ার আগে বিশ্বকাপ হাতে তোলার জন্য এটাই শেষ সুযোগ মিতালি রাজের কাছে । ফলে শুরু থেকেই সেই লক্ষ্যে ঝাঁপাবে মিতালি অ্যান্ড কোং ৷ ফলে সবমিলিয়ে জমজমাট রবিবারের মেগা-শো ৷

আরও পড়ুন : Shane Warne : 'স্পিনের যাদুকর' শেন ওয়ার্ন সম্পর্কে 7টি অজানা তথ্য, যা অবাক করবে আপনাকে

ভারত : মিতালি রাজ (ক্যাপ্টেন), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, হরমনপ্রীত কৌর, স্বস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, রীচ ঘোষ (উইকেটরক্ষক), তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), স্নেহা রানা, মেঘনা সিং, রাজেশ্বরী গায়কোয়াড়, পুনম যাদব, ঝুলন গোস্বামী, রেণুকা সিং

পাকিস্তান : আলিয়া রিয়াজ, জাভেরিয়া খান, মুনিবা আলী (উইকেটরক্ষক), নাহিদা খান, বিসমা মারুফ (ক্যাপ্টেন), সিদরা আমীন, নিদা দার, আনাম আমিন, ওমাইমা সোহেল, সিদরা নওয়াজ (উইকেটরক্ষক), আইমা আনোয়ার, ডায়না বেগ, ফাতিমা সানা, গোলাম ফাতেমা, নাশরা সান্ধু

বে ওভাল, 5 মার্চ : মহিলা বিশ্বকাপের চতুর্থ ম্যাচেই মহারণ ৷ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্ধী দেশ ভারত-পাকিস্তান ৷ 2017 সালে কাপ থেকে মাত্র 9 রান দূরে থেমেছিল ভারতের দৌড় ৷ ফলে এবার প্রথমবার বিশ্বকাপ ঘরে তুলতে মরিয়া ভারতের মেয়েরা ৷ দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচেই জিতেছে ভারত । টুর্নামেন্টের শুরু থেকেই সেই ধারাবহিকতা বজায় রাখতে চায় দল (India to start campaign against Pakistan) ৷

অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থ হয়েছে ভারতের বোলিং ইউনিট । একমাত্র নিজের নামের প্রতি সুবিচার করেছেন ঝুলন গোস্বামী । দুটি ম্যাচে স্কোরবোর্ডে 270-এর বেশি রান তুলেও ম্যাচ মাঠে ফেলে আসতে হয়েছে ৷ যা উদ্বেগ বাড়ালেও ভরসা জোগাচ্ছেন দলের ব্যাটাররা ৷ গত সাত ম্যাচে মোট পাঁচবার আড়াইশো রান গণ্ডি টপকেছে 'উইমেন ইন ব্লু'৷

শেষবার 2018 সালে মুখোমুখি হয়েছিল দুই দল ৷ সেই ম্যাচে মিতালি রাজের ব্যাটে ভর করে ‘পাক বধ’ করেছিল ভারত ৷ ফলে বিশ্বকাপের মঞ্চে বদলা নিতে মরিয়া থাকবে বিসমা মারুফের দল ৷ অন্যদিকে, অবসর নেওয়ার আগে বিশ্বকাপ হাতে তোলার জন্য এটাই শেষ সুযোগ মিতালি রাজের কাছে । ফলে শুরু থেকেই সেই লক্ষ্যে ঝাঁপাবে মিতালি অ্যান্ড কোং ৷ ফলে সবমিলিয়ে জমজমাট রবিবারের মেগা-শো ৷

আরও পড়ুন : Shane Warne : 'স্পিনের যাদুকর' শেন ওয়ার্ন সম্পর্কে 7টি অজানা তথ্য, যা অবাক করবে আপনাকে

ভারত : মিতালি রাজ (ক্যাপ্টেন), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, হরমনপ্রীত কৌর, স্বস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, রীচ ঘোষ (উইকেটরক্ষক), তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), স্নেহা রানা, মেঘনা সিং, রাজেশ্বরী গায়কোয়াড়, পুনম যাদব, ঝুলন গোস্বামী, রেণুকা সিং

পাকিস্তান : আলিয়া রিয়াজ, জাভেরিয়া খান, মুনিবা আলী (উইকেটরক্ষক), নাহিদা খান, বিসমা মারুফ (ক্যাপ্টেন), সিদরা আমীন, নিদা দার, আনাম আমিন, ওমাইমা সোহেল, সিদরা নওয়াজ (উইকেটরক্ষক), আইমা আনোয়ার, ডায়না বেগ, ফাতিমা সানা, গোলাম ফাতেমা, নাশরা সান্ধু

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.