ধরমশালা, 25 অক্টোবর: নিউজিল্যান্ড ম্যাচের পর লম্বা ছুটি ৷ আর সেই ছুটি যেমন ভারতীয় ক্রিকেটাররা উপভোগ করছেন ৷ তেমনই ভারতীয় দলের সাপোর্ট স্টাফদেরও দেখা গেল পুরোপুরি ছুটির মেজাজে ৷ হিমাচলের ত্রিউন্দ পর্বতে ট্রেকিং করতে দেখা গেল রাহুল দ্রাবিড়, বিক্রম রাঠৌর-সহ ভারতীয় দলের সমস্ত সাপোর্ট স্টাফদের ৷ ট্রেকিংয়ে ঝুঁকি থাকায় ক্রিকেটারদের এই রোমাঞ্চ সফর থেকে দুরে রাখা হয়েছে ৷ তবে, পাহাড়ি নদীতে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে ডুব দিতে দেখা গেল উইকেট-কিপার ব্যাটার কে এল রাহুলকে ৷
আজ ভারতীয় দল 29 অক্টোবর ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ খেলতে লখনউ রওনা দিয়েছে ৷ তার আগে গত দু’দিন জমিয়ে ছুটি উপভোগ করলেন ভারতীয় ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা ৷ যেখানে সমুদ্রপৃষ্ঠ থেকে 2 হাজার 875 মিটার উঁচুতে ত্রিউন্দ পর্বতের চূড়ায় রোমাঞ্চ সফরে বেরলেন হেড কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, টিমের ফিটনেস ট্রেনার-সহ অন্যান্যরা ৷ চুটিয়ে ছুটি উপভোগ করলেন তাঁরা ৷ বিসিসিআই-এর সোশ্যাল মিডিয়া সাইটে ত্রিউন্দ ট্রেকিংয়ের ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷
-
A day off for the squad is a day well spent in the hills for the support staff 🏔️
— BCCI (@BCCI) October 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Dharamsala done ✅
💙 Taking some positive vibes to Lucknow next #TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvENG pic.twitter.com/g0drFKacT4
">A day off for the squad is a day well spent in the hills for the support staff 🏔️
— BCCI (@BCCI) October 25, 2023
Dharamsala done ✅
💙 Taking some positive vibes to Lucknow next #TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvENG pic.twitter.com/g0drFKacT4A day off for the squad is a day well spent in the hills for the support staff 🏔️
— BCCI (@BCCI) October 25, 2023
Dharamsala done ✅
💙 Taking some positive vibes to Lucknow next #TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvENG pic.twitter.com/g0drFKacT4
সেখানে রাহুল দ্রাবিড় জানালেন, এই ধরমশালার এই ত্রিউন্দের ট্রেকিং বেশ কষ্টকর ছিল ৷ কিন্তু, এমন মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারাটাও, তাঁদের জন্য খুব সৌভাগ্যের ব্যাপার ৷ তবে, ক্রিকেটারদের এই ট্রিপে নিয়ে আসা হয়নি ৷ শক্ত পাথরের উপর দিয়ে পাহাড়ের উপরে চড়াটা খুবই বিপজ্জনক ৷ যখন তাঁরা ক্রিকেট থেকে অবসর নেবেন, তখন অবশ্যই এখানে ট্রেকিংয়ে আসবেন ৷ তবে, এখন কোনও মতেই নয় ৷
তবে, শুধু ভারতীয় ক্রিকেটাররা নন ৷ কোচ রাহুল দ্রাবিড়ের মতে, এমন সুন্দর জায়গায় দেশের সকল মানুষের আসা উচিত ৷ এমনকী নিজের দুই ছেলেকেও ত্রিউন্দে ভবিষ্যতে ট্রেকিং করার জন্য আসতে বলবেন বলে জানিয়েছেন রাহুল দ্রাবিড় ৷ আর ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের কী বক্তব্য ?
-
nothing beats natures ice dip 🩵 pic.twitter.com/g1lMM4b553
— K L Rahul (@klrahul) October 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">nothing beats natures ice dip 🩵 pic.twitter.com/g1lMM4b553
— K L Rahul (@klrahul) October 25, 2023nothing beats natures ice dip 🩵 pic.twitter.com/g1lMM4b553
— K L Rahul (@klrahul) October 25, 2023
আরও পড়ুন: বিজয়া দশমীতে ব্যাটের সামনে নতজানু হয়ে সচিনের বিশেষ বার্তা
তিনি জানালেন, মেগলোরগঞ্জ থেকে অনেকটা দুরে গালু বলে একটি জায়গা থেকে এই ট্রেকিং শুরু করেছিলেন ভারতীয় দলের সাপোর্ট স্টাফরা ৷ শুরুতে ঠিকঠাক থাকলেও, শেষের আধঘণ্টার সফর খুবই কঠিন ছিল বলে জানান তিনি ৷ কিন্তু, যেই ট্রেকিং শেষ করে ত্রিউন্দের চূড়ায় তাঁরা আসেন, তখন সেই কষ্টটাও সার্থক বলে মনে হয় ৷ ভারতীয় ক্রিকেটাররা সাপোর্ট স্টাফদের সঙ্গে ট্রেকিংয়ে না গেলেও, নিজেদের মতো করে ধরমশালার সৌন্দর্য উপভোগ করেছেন সবাই ৷ বিরাট কোহলি, রোহিত শর্মা এবং কুলদীপ যাদবকে সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে ৷
তবে, কেএল রাহুলকে রাহুল দ্রাবিড় এবং বিক্রম রাঠৌরের সঙ্গে একটি পাহাড়ি নদীর বরফ গলা জলে ডুব দিতে দেখা গিয়েছে ৷ আজ ভারতীয় দল লখনউ রওনা দিয়েছে ৷ সেখানে আগামী 29 অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের 6 নম্বর ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে 4 উইকেটে ম্যাচ জেতার পর দু’দিনের ছুটি কাটালেন ভারতীয় ক্রিকেটাররা ৷