ETV Bharat / sports

ICC T20 Rankings : ক্যারিবিয়ানদের চুনকাম করে শীর্ষে রোহিতরা

গতকাল ইডেনে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে কায়রন পোলার্ডের দলকে 17 রানে হারায় ভারত (India beat West Indies by 17 runs in final T20 on Sunday) ৷ এই জয়ে অধিনায়ক হিসেবে ব্যক্তিগত নজিরও গড়ে ফেললেন রোহিত ৷

ICC T20 Rankings
ক্যারিবিয়ানদের চুনকাম করে শীর্ষে রোহিতরা
author img

By

Published : Feb 21, 2022, 10:20 PM IST

দুবাই, 21 ফেব্রুয়ারি : পূর্ণ সময়ের জন্য দায়িত্ব গ্রহণের পর টানা দ্বিতীয় সিরিজ জয়ে দলকে ফের মসনদে বসালেন রোহিত শর্মা ৷ দীর্ঘ ছ'বছর বাদে টি-20 ক্রিকেটের ক্রমতালিকায় শীর্ষে পৌঁছল ভারত ৷ রবিবার ইডেনে কায়রন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পরেই ইংল্যান্ডকে হারিয়ে শীর্ষে রোহিত অ্যান্ড কোম্পানি (Team India returned to the top of ICC T20 rankings) ৷

এর আগে শেষবার 2016 ফেব্রুয়ারিতে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে শীর্ষে ছিল 'মেন ইন ব্লু' ৷ 2021 টি-20 বিশ্বকাপের সুপার-12 থেকে বিদায় নিলেও পরবর্তীতে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে চুনকাম করার ফল পেল টিম ইন্ডিয়া (After T20 WC last year India whitewashed New Zealand and WI on home soil) ৷

ইয়ন মর্গ্যানের দলের সঙ্গে রেটিংয়ে সমমেরুতে থাকলেও পয়েন্টে কিছুটা এগিয়ে থেকে বর্তমানে একনম্বরে কোহলি-রোহিতরা ৷ এরপর প্রথম পাঁচে যথাক্রমে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ৷ গতকাল ইডেনে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে কায়রন পোলার্ডের দলকে 17 রানে হারায় ভারত (India beat West Indies by 17 runs in final T20 on Sunday) ৷ এই জয়ে অধিনায়ক হিসেবে ব্যক্তিগত নজিরও গড়ে ফেললেন রোহিত ৷

আরও পড়ুন : IND vs WI Third T20 : টি-20 সিরিজেও ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল ভারত

প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টি-20 ক্রিকেটে তিন বা তারও বেশি সিরিজে প্রতিপক্ষকে চুনকাম করার নজির গড়লেন মুম্বইকর ৷ সামগ্রিকভাবে সরফরাজ আহমেদ (5), আসঘর আফগানের (4) পর রোহিত হলেন বিশ্বের তৃতীয় অধিনায়ক যিনি এই নজিরের স্বাদ পেলেন ৷ এর আগে শ্রীলঙ্কা (2017), ওয়েস্ট ইন্ডিজ (2018) এবং নিউজিল্যান্ডকে (2021) হোয়াইটওয়াশ করেছিল রোহিতের ভারত ৷

দুবাই, 21 ফেব্রুয়ারি : পূর্ণ সময়ের জন্য দায়িত্ব গ্রহণের পর টানা দ্বিতীয় সিরিজ জয়ে দলকে ফের মসনদে বসালেন রোহিত শর্মা ৷ দীর্ঘ ছ'বছর বাদে টি-20 ক্রিকেটের ক্রমতালিকায় শীর্ষে পৌঁছল ভারত ৷ রবিবার ইডেনে কায়রন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পরেই ইংল্যান্ডকে হারিয়ে শীর্ষে রোহিত অ্যান্ড কোম্পানি (Team India returned to the top of ICC T20 rankings) ৷

এর আগে শেষবার 2016 ফেব্রুয়ারিতে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে শীর্ষে ছিল 'মেন ইন ব্লু' ৷ 2021 টি-20 বিশ্বকাপের সুপার-12 থেকে বিদায় নিলেও পরবর্তীতে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে চুনকাম করার ফল পেল টিম ইন্ডিয়া (After T20 WC last year India whitewashed New Zealand and WI on home soil) ৷

ইয়ন মর্গ্যানের দলের সঙ্গে রেটিংয়ে সমমেরুতে থাকলেও পয়েন্টে কিছুটা এগিয়ে থেকে বর্তমানে একনম্বরে কোহলি-রোহিতরা ৷ এরপর প্রথম পাঁচে যথাক্রমে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ৷ গতকাল ইডেনে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে কায়রন পোলার্ডের দলকে 17 রানে হারায় ভারত (India beat West Indies by 17 runs in final T20 on Sunday) ৷ এই জয়ে অধিনায়ক হিসেবে ব্যক্তিগত নজিরও গড়ে ফেললেন রোহিত ৷

আরও পড়ুন : IND vs WI Third T20 : টি-20 সিরিজেও ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল ভারত

প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টি-20 ক্রিকেটে তিন বা তারও বেশি সিরিজে প্রতিপক্ষকে চুনকাম করার নজির গড়লেন মুম্বইকর ৷ সামগ্রিকভাবে সরফরাজ আহমেদ (5), আসঘর আফগানের (4) পর রোহিত হলেন বিশ্বের তৃতীয় অধিনায়ক যিনি এই নজিরের স্বাদ পেলেন ৷ এর আগে শ্রীলঙ্কা (2017), ওয়েস্ট ইন্ডিজ (2018) এবং নিউজিল্যান্ডকে (2021) হোয়াইটওয়াশ করেছিল রোহিতের ভারত ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.