ETV Bharat / sports

TATA IPL Auction 2022 : কেকেআরে শ্রেয়স, অপ্রত্যাশিত দাম পেলেন ইশান-চাহার-আবেশ - Tata IPL Mega Auction 2022 live

TATA IPL Auction 2022
শুরু হল আইপিএলের মেগা নিলাম
author img

By

Published : Feb 12, 2022, 12:26 PM IST

Updated : Feb 12, 2022, 10:35 PM IST

21:18 February 12

388.10 কোটি টাকায় 74 জন ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে গেলেন 2022 আইপিএল নিলামের প্রথমদিন (74 players sold on the first day of mega auction) ৷ সবচেয়ে দামি ইশান কিষান সওয়া 15 কোটিতে বিকোলেন মুম্বই ইন্ডিয়ান্সে ৷ 14 কোটিকে দীপক চাহারকে কিনল চেন্নাই সুপার কিংস ৷ এছাড়া ভারতীয়দের মধ্যে 10 কোটির ক্লাবে পৌঁছলেন শার্দূল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণা, শ্রেয়স আইয়ার ৷ চমকে দিলেন শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রাহুল ত্রিপাঠীরাও ৷

  • 20 কোটি বেস প্রাইস থেকে 10 কোটিতে আবেশ খানকে কিনল লখনউ ফ্র্যাঞ্চাইজি ৷

21:08 February 12

  • 9 কোটি টাকায় স্পিনিং অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়াকে কিনে নিল নয়া ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্স ৷

21:08 February 12

  • 7.25 কোটিতে নাইট শিবিরেই শিবম মাভি ৷

20:11 February 12

  • পঞ্জাবেই রয়ে গেলেন শাহরুখ খান ৷ 40 লক্ষ টাকা বেস প্রাইস থেকে 9 কোটি টাকা দাম পেলেন তিনি ৷

19:38 February 12

  • সাড়ে 8 কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবেদে প্রাক্তন নাইট সেনানী রাহুল ত্রিপাঠী ৷

18:58 February 12

  • আপাতত 20 মিনিটের বিরতি ৷

18:53 February 12

  • 2 কোটিতে চায়নাম্যান কুলদীপ যাদবকে নিল দিল্লি ৷ অমিত মিশ্র অবিক্রিত রইলেন ৷

18:45 February 12

  • সাড়ে 6 কোটি টাকায় জাতীয় দলের লেগস্পিনার যুজবেন্দ্র চাহালকে কিনে নিল রাজস্থান ৷ রয়্যালসে এবার অশ্বিনের সঙ্গে জুটি বাঁধবেন চাহাল ৷

18:20 February 12

  • অবিক্রিত থাকলেন আদিল রশিদ, মুজিব উর রহমান, ইমরান তাহির ৷

18:16 February 12

  • 10.75 কোটি টাকায় প্রতিশ্রুতিমান অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে দলে নিল দিল্লি ক্যাপিটালস ৷

17:57 February 12

  • প্রাক্তন নাইট পেসার লকি ফার্গুসনকে 10 কোটি টাকায় দলে নিল নয়া ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্স ৷

17:57 February 12

  • অবিক্রিত রইলেন উমেশ যাদব ৷

17:54 February 12

  • দীপক চাহারকে নিতে 14 কোটি খরচ করল চেন্নাই সুপার কিংস ৷

17:11 February 12

  • 10 কোটি 75 লক্ষ টাকায় নিকোলাস পুরানকে কিনল সানরাইজার্স হায়দরাবাদ ৷

17:11 February 12

  • নিলামে অবিক্রিত রইলেন ঋদ্ধিমান সাহা ৷

16:56 February 12

  • জার্সি বদলে আরসিবিতে দীনেশ কার্তিক ৷ সাড়ে 5 কোটি টাকায় বিকোলেন প্রাক্তন নাইট অধিনায়ক ৷

16:45 February 12

  • মারকুটে ইংরেজ ব্যাটার জনি বেয়ারস্টোকে 6.75 কোটি টাকায় কিনল পঞ্জাব কিংস ৷

16:34 February 12

  • ইশান কিষানকে 15.25 কোটি টাকায় ফের কিনল মুম্বই ইন্ডিয়ান্স ৷ চলতি নিলামে এখনও পর্যন্ত সবচেয়ে দামি জাতীয় দলের এই তরুণ ব্যাটার ৷ একইসঙ্গে আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বাধিক দাম পেলেন তিনি ৷

16:28 February 12

  • পুরনো ফ্র্যাঞ্চাইজিতেই রইলেন অম্বাতি রায়ড়ু ৷ সানরাইজার্সকে পিছনে ফেলে 6.75 কোটিতে তাঁকে তুলে নিল সিএসকে ৷

16:28 February 12

  • অবিক্রিত রইলেন মহম্মদ নবি এবং ম্যাথু ওয়েড ৷

16:27 February 12

  • ডেভিড ওয়ার্নারের পর আরেক অজি তারকা মিচেল মার্শকে ঘরে নিল দিল্লি ক্যাপিটালস ৷ 6.50 কোটি টাকায় বিকোলেন অজি অলরাউন্ডার ৷

16:14 February 12

  • ওয়াশিংটন সুন্দরকে দলে নিয়ে নিলামে খাতা খুলল সানরাইজার্স হায়দরাবাদ ৷ 8.75 কোটি টাকায় হায়দরাবাদে গেলেন জাতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার ৷

15:51 February 12

  • বড় দামে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে তুলে নিল আরসিবি ৷ 10.75 কোটি টাকায় টি20-র পয়লা নম্বর স্পিনার এলেন দক্ষিণের ফ্র্যাঞ্চাইজিতে ৷

15:41 February 12

  • বিরতির পর শুরু হল নিলাম পর্ব ৷ হিউ এডমিডেসের পরিবর্তে সঞ্চালনায় চারু শর্মা ৷

14:24 February 12

  • নিলাম চলাকালীন আচমকাই সংজ্ঞাহীন হয়ে পড়লেন সঞ্চালক হিউ এডমিডেস ৷ থমকে গেল নিলাম ৷

14:24 February 12

  • 5.75 কোটি টাকায় লখনউ তুলে নিল দীপক হুডাকে ৷

14:21 February 12

  • গতবার ভাল খেলার সুফল পেলেন হর্ষল পটেল ৷ 10.75 কোটি টাকায় তাঁকে ফের দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷

13:54 February 12

  • দল পেলেন না বিশ্ব ক্রমতালিকার দু'নম্বর অলরাউন্ডার বাংলাদেশের শাকিব আল হাসান ৷

13:50 February 12

  • 8.75 কোটিতে জেসন হোল্ডারকে কিনে নিল লখনউ ৷

13:49 February 12

  • ফের কলকাতায় ফিরলেন নীতীশ রানা ৷ দর উঠল 8 কোটি টাকা ৷

13:48 February 12

  • 4.40 কোটিতে ব্র্যাভো দলে ফেরাল চেন্নাই সুপার কিংস ৷

13:37 February 12

  • অবিক্রিত সুরেশ রায়না, স্টিভ স্মিথ ৷ পঞ্জাবের হয়ে 38 বলে শতরান হাঁকিয়েছিলেন ৷ দল পেলেন না সেই ডেভিড মিলারও ৷

13:36 February 12

  • 7.75 কোটি টাকায় দেবদূত পাড়িক্কলকে দলে নিল রাজস্থান রয়্যালস ৷

13:35 February 12

  • জেসন রয়কে তুলে নিল গুজরাত টাইটানস ৷ পেলেন 2 কোটি টাকা ৷

13:34 February 12

  • 2 কোটি টাকায় চেন্নাইয়ে গেলেন রবীন উত্থাপ্পা ৷

13:33 February 12

  • সিমরন হেটমায়ারকে কিনে নিল রাজস্থান ৷ দর উঠল 8.50 কোটি টাকা ৷

13:21 February 12

  • 4.60 কোটি টাকায় মণীশ পাণ্ডেকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস ৷

13:01 February 12

  • 6.25 কোটি টাকায় ডেভিড ওয়ার্নারকে দলে নিল দিল্লি ক্যাপিটালস ৷

12:59 February 12

  • 6.75 কোটি টাকায় কুইন্টন ডি'কক কে তুলে নিল লখনউ সুপার জায়ান্টস ৷

12:51 February 12

  • 7 কোটি টাকায় ডু প্লেসি'কে তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৷

12:45 February 12

  • 12.25 কোটি টাকায় শ্রেয়স আইয়ারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স ৷

12:44 February 12

  • মহম্মদ শামিকে দলে নিল গুজরাত টাইটানস ৷ দর উঠল 6.25 কোটি টাকা ৷

12:43 February 12

  • 8 কোটি টাকায় ট্রেন্ট বোল্টকে তুলে নিল রাজস্থান ৷

12:30 February 12

  • 9.25 কোটি টাকায় পঞ্জাবে গেলেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা ৷

12:29 February 12

  • 5 কোটি টাকায় রবিচন্দ্রন অশ্বিনকে দলে নিল রাজস্থান রয়্যালস ৷

12:27 February 12

  • গতবার 15.5 কোটি টাকায় প্যাট কামিন্সকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স ৷ এবার তাঁর দাম উঠল 7.25 কোটি টাকা ৷ কিনল সেই কেকেআর ৷

12:17 February 12

  • শুরু হল পঞ্চদশ আইপিএলের মেগা অকশন ৷ নিলামের শুরুতেই 8.25 কোটি টাকায় শিখর ধাওয়ানকে দলে নিল পঞ্জাব কিংস ৷

21:18 February 12

388.10 কোটি টাকায় 74 জন ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে গেলেন 2022 আইপিএল নিলামের প্রথমদিন (74 players sold on the first day of mega auction) ৷ সবচেয়ে দামি ইশান কিষান সওয়া 15 কোটিতে বিকোলেন মুম্বই ইন্ডিয়ান্সে ৷ 14 কোটিকে দীপক চাহারকে কিনল চেন্নাই সুপার কিংস ৷ এছাড়া ভারতীয়দের মধ্যে 10 কোটির ক্লাবে পৌঁছলেন শার্দূল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণা, শ্রেয়স আইয়ার ৷ চমকে দিলেন শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রাহুল ত্রিপাঠীরাও ৷

  • 20 কোটি বেস প্রাইস থেকে 10 কোটিতে আবেশ খানকে কিনল লখনউ ফ্র্যাঞ্চাইজি ৷

21:08 February 12

  • 9 কোটি টাকায় স্পিনিং অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়াকে কিনে নিল নয়া ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্স ৷

21:08 February 12

  • 7.25 কোটিতে নাইট শিবিরেই শিবম মাভি ৷

20:11 February 12

  • পঞ্জাবেই রয়ে গেলেন শাহরুখ খান ৷ 40 লক্ষ টাকা বেস প্রাইস থেকে 9 কোটি টাকা দাম পেলেন তিনি ৷

19:38 February 12

  • সাড়ে 8 কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবেদে প্রাক্তন নাইট সেনানী রাহুল ত্রিপাঠী ৷

18:58 February 12

  • আপাতত 20 মিনিটের বিরতি ৷

18:53 February 12

  • 2 কোটিতে চায়নাম্যান কুলদীপ যাদবকে নিল দিল্লি ৷ অমিত মিশ্র অবিক্রিত রইলেন ৷

18:45 February 12

  • সাড়ে 6 কোটি টাকায় জাতীয় দলের লেগস্পিনার যুজবেন্দ্র চাহালকে কিনে নিল রাজস্থান ৷ রয়্যালসে এবার অশ্বিনের সঙ্গে জুটি বাঁধবেন চাহাল ৷

18:20 February 12

  • অবিক্রিত থাকলেন আদিল রশিদ, মুজিব উর রহমান, ইমরান তাহির ৷

18:16 February 12

  • 10.75 কোটি টাকায় প্রতিশ্রুতিমান অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে দলে নিল দিল্লি ক্যাপিটালস ৷

17:57 February 12

  • প্রাক্তন নাইট পেসার লকি ফার্গুসনকে 10 কোটি টাকায় দলে নিল নয়া ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্স ৷

17:57 February 12

  • অবিক্রিত রইলেন উমেশ যাদব ৷

17:54 February 12

  • দীপক চাহারকে নিতে 14 কোটি খরচ করল চেন্নাই সুপার কিংস ৷

17:11 February 12

  • 10 কোটি 75 লক্ষ টাকায় নিকোলাস পুরানকে কিনল সানরাইজার্স হায়দরাবাদ ৷

17:11 February 12

  • নিলামে অবিক্রিত রইলেন ঋদ্ধিমান সাহা ৷

16:56 February 12

  • জার্সি বদলে আরসিবিতে দীনেশ কার্তিক ৷ সাড়ে 5 কোটি টাকায় বিকোলেন প্রাক্তন নাইট অধিনায়ক ৷

16:45 February 12

  • মারকুটে ইংরেজ ব্যাটার জনি বেয়ারস্টোকে 6.75 কোটি টাকায় কিনল পঞ্জাব কিংস ৷

16:34 February 12

  • ইশান কিষানকে 15.25 কোটি টাকায় ফের কিনল মুম্বই ইন্ডিয়ান্স ৷ চলতি নিলামে এখনও পর্যন্ত সবচেয়ে দামি জাতীয় দলের এই তরুণ ব্যাটার ৷ একইসঙ্গে আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বাধিক দাম পেলেন তিনি ৷

16:28 February 12

  • পুরনো ফ্র্যাঞ্চাইজিতেই রইলেন অম্বাতি রায়ড়ু ৷ সানরাইজার্সকে পিছনে ফেলে 6.75 কোটিতে তাঁকে তুলে নিল সিএসকে ৷

16:28 February 12

  • অবিক্রিত রইলেন মহম্মদ নবি এবং ম্যাথু ওয়েড ৷

16:27 February 12

  • ডেভিড ওয়ার্নারের পর আরেক অজি তারকা মিচেল মার্শকে ঘরে নিল দিল্লি ক্যাপিটালস ৷ 6.50 কোটি টাকায় বিকোলেন অজি অলরাউন্ডার ৷

16:14 February 12

  • ওয়াশিংটন সুন্দরকে দলে নিয়ে নিলামে খাতা খুলল সানরাইজার্স হায়দরাবাদ ৷ 8.75 কোটি টাকায় হায়দরাবাদে গেলেন জাতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার ৷

15:51 February 12

  • বড় দামে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে তুলে নিল আরসিবি ৷ 10.75 কোটি টাকায় টি20-র পয়লা নম্বর স্পিনার এলেন দক্ষিণের ফ্র্যাঞ্চাইজিতে ৷

15:41 February 12

  • বিরতির পর শুরু হল নিলাম পর্ব ৷ হিউ এডমিডেসের পরিবর্তে সঞ্চালনায় চারু শর্মা ৷

14:24 February 12

  • নিলাম চলাকালীন আচমকাই সংজ্ঞাহীন হয়ে পড়লেন সঞ্চালক হিউ এডমিডেস ৷ থমকে গেল নিলাম ৷

14:24 February 12

  • 5.75 কোটি টাকায় লখনউ তুলে নিল দীপক হুডাকে ৷

14:21 February 12

  • গতবার ভাল খেলার সুফল পেলেন হর্ষল পটেল ৷ 10.75 কোটি টাকায় তাঁকে ফের দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷

13:54 February 12

  • দল পেলেন না বিশ্ব ক্রমতালিকার দু'নম্বর অলরাউন্ডার বাংলাদেশের শাকিব আল হাসান ৷

13:50 February 12

  • 8.75 কোটিতে জেসন হোল্ডারকে কিনে নিল লখনউ ৷

13:49 February 12

  • ফের কলকাতায় ফিরলেন নীতীশ রানা ৷ দর উঠল 8 কোটি টাকা ৷

13:48 February 12

  • 4.40 কোটিতে ব্র্যাভো দলে ফেরাল চেন্নাই সুপার কিংস ৷

13:37 February 12

  • অবিক্রিত সুরেশ রায়না, স্টিভ স্মিথ ৷ পঞ্জাবের হয়ে 38 বলে শতরান হাঁকিয়েছিলেন ৷ দল পেলেন না সেই ডেভিড মিলারও ৷

13:36 February 12

  • 7.75 কোটি টাকায় দেবদূত পাড়িক্কলকে দলে নিল রাজস্থান রয়্যালস ৷

13:35 February 12

  • জেসন রয়কে তুলে নিল গুজরাত টাইটানস ৷ পেলেন 2 কোটি টাকা ৷

13:34 February 12

  • 2 কোটি টাকায় চেন্নাইয়ে গেলেন রবীন উত্থাপ্পা ৷

13:33 February 12

  • সিমরন হেটমায়ারকে কিনে নিল রাজস্থান ৷ দর উঠল 8.50 কোটি টাকা ৷

13:21 February 12

  • 4.60 কোটি টাকায় মণীশ পাণ্ডেকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস ৷

13:01 February 12

  • 6.25 কোটি টাকায় ডেভিড ওয়ার্নারকে দলে নিল দিল্লি ক্যাপিটালস ৷

12:59 February 12

  • 6.75 কোটি টাকায় কুইন্টন ডি'কক কে তুলে নিল লখনউ সুপার জায়ান্টস ৷

12:51 February 12

  • 7 কোটি টাকায় ডু প্লেসি'কে তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৷

12:45 February 12

  • 12.25 কোটি টাকায় শ্রেয়স আইয়ারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স ৷

12:44 February 12

  • মহম্মদ শামিকে দলে নিল গুজরাত টাইটানস ৷ দর উঠল 6.25 কোটি টাকা ৷

12:43 February 12

  • 8 কোটি টাকায় ট্রেন্ট বোল্টকে তুলে নিল রাজস্থান ৷

12:30 February 12

  • 9.25 কোটি টাকায় পঞ্জাবে গেলেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা ৷

12:29 February 12

  • 5 কোটি টাকায় রবিচন্দ্রন অশ্বিনকে দলে নিল রাজস্থান রয়্যালস ৷

12:27 February 12

  • গতবার 15.5 কোটি টাকায় প্যাট কামিন্সকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স ৷ এবার তাঁর দাম উঠল 7.25 কোটি টাকা ৷ কিনল সেই কেকেআর ৷

12:17 February 12

  • শুরু হল পঞ্চদশ আইপিএলের মেগা অকশন ৷ নিলামের শুরুতেই 8.25 কোটি টাকায় শিখর ধাওয়ানকে দলে নিল পঞ্জাব কিংস ৷
Last Updated : Feb 12, 2022, 10:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.