মুম্বই. 15 জানুয়ারি : মুম্বই সিনিয়র দলের হয়ে ডেবিউ করলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর ৷ শুক্রবার ভারতের ঘরোয়া টি-20 লিগ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে মাঠে নামেন অর্জুন ৷ মুম্বইয়ের বান্দ্রাকুলার কমপ্লেক্সের মাঠে গ্রুপ ‘ই’-র খেলা ছিল এদিন ৷ আজ গ্রুপ পর্বের ম্য়াচে মুম্বইকে 8 উইকেটে হারিয়েছে হরিয়ানা ৷
তবে, ঘরোয়া ক্রিকেটে অর্জুন তেন্ডুলকরের ডেবিউ এদিন খুব একটা সুখকর হয়নি ৷ প্রথমে ব্য়াট করে মাত্র 143 রানে গুটিয়ে যায় মুম্বইয়ের ইনিংস ৷ জবাবে ব্য়াট করতে নেমে 17.4 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে 144 রান তুলে নেয় হরিয়ানা ৷ বল হাতে 3 ওভারে 34 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন বাঁ হাতি মিডিয়াম পেসার অর্জুন তেন্ডুলকর ৷ এর আগে 2017 সালে মুম্বইয়ের হয়ে আন্ডার 19 দলে ডেবিউ করেছিলেন অর্জুন ৷ তারপর ভারতীয় আন্ডার 19 এর হয়েও খেলেছেন সচিন-পুত্র ৷ এবার মুম্বইয়ের সিনিয়র দলের জার্সি গায়ে মাঠে নামলেন অর্জুন তেন্ডুলকর ৷
আরও পড়ুন : একই সফরে ক্রিকেটের তিন ফরম্য়াটেই অভিষেক, নজির গড়লেন টি নটরাজন
অন্য়দিকে, এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নজর কেড়েছেন কেরালা দলের ব্য়াটসম্য়ান মহম্মদ আজ়হারউদ্দিন ৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামে 54 বলে বিধ্বংসী 137 রান করেন আজ়হারউদ্দিন ৷ যে ইনিংসের পর তাঁর ব্য়াটিংয়ে মজেছেন তাবড় ক্রিকেট সমালোচকরা ৷