ETV Bharat / sports

"ওমেন্স টি-20 চ্যালেঞ্জের প্রতীক্ষায় রয়েছি," হরমনপ্রীত কউর - Board of Control for Cricket in India

শারজায় 4 নভেম্বর থেকে ওমেন্স টি-20 চ্যালেঞ্জ শুরু হবে ৷ চলবে 9 নভেম্বর পর্যন্ত ৷ অংশ নিচ্ছে ট্রেইল ব্লেজ়ারস, সুপারনোভা এবং ভেলোসিটি ৷

সুপারনোভাসের সুপার 11
সুপারনোভাসের সুপার 11
author img

By

Published : Nov 4, 2020, 1:08 PM IST

শারজা, 4 নভেম্বর : আজ থেকে শুরু হতে চলেছে ওমেন্স টি-20 চ্যালেঞ্জ ৷ আর তা নিয়ে খুবই উত্তেজিত সুপারনোভা দলের অধিনায়ক হরমনপ্রীত কউর ৷ এই টুর্নামেন্ট নিয়ে তিনি বলেন, "মাঠে ফিরে আসার জন্য অধীর আগ্রহে রয়েছি ৷"

আজ থেকে শারজায় ওমেন্স টি-20 চ্যালেঞ্জ শুরু হচ্ছে ৷ চলবে 9 নভেম্বর পর্যন্ত ৷ ওমেন্স টি-20 চ্যালেঞ্জে অংশ নিচ্ছে তিনটি দল ৷ ট্রেইল ব্লেজ়ারস, সুপারনোভা এবং ভেলোসিটি ৷ ট্রেইল ব্লেজ়ারসের নেতৃত্বে রয়েছেন স্মৃতি মন্ধানা । ভেলোসিটির নেতৃত্বে রয়েছেন মিতালি রাজ ৷

সাংবাদিক বৈঠকে হরমনপ্রীত কউর বলেন, "এই টুর্নামেন্টের জন্য আমরা বহু প্রতীক্ষায় ছিলাম ৷ এই টুর্নামেন্টের জন্য অত্যন্ত উত্তেজিত ৷ BCCI এবং এই টুর্নামেন্টের অন্য আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ৷" ওমেন্স টি-20 র আগে তিনি নার্ভাস কি না তা জানতে চাইলে তিনি একটাই কথা জানিয়েছেন, অ্যাকশনে ফিরতে মরিয়া, আর কিছু চিন্তা করতে চান না ৷

তিনি আরও বলেন, "আমি প্রচণ্ড উত্তেজিত ৷ আমি খুব বেশি চিন্তা করতে চাই না ৷ ঘরে বসে থাকা বেশি কষ্টদায়ক ৷ এই টুর্নামেন্ট শুরুর জন্য অধীর আগ্রহে রয়েছি ৷" এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যে সাড়ে 7 টায় ৷ শুধু ভেলোসিটি ও ট্রেইল ব্লেজ়ারসের মধ্যে দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকাল সাড়ে 3 টেয় ৷

11 অক্টোবর BCCI-র পক্ষ থেকে ওমেন্স টি-20 চ্যালেঞ্জের সময়সূচি ঘোষণা করা হয় ৷ গতবছর সুপারনোভা জিতেছিল ।

শারজা, 4 নভেম্বর : আজ থেকে শুরু হতে চলেছে ওমেন্স টি-20 চ্যালেঞ্জ ৷ আর তা নিয়ে খুবই উত্তেজিত সুপারনোভা দলের অধিনায়ক হরমনপ্রীত কউর ৷ এই টুর্নামেন্ট নিয়ে তিনি বলেন, "মাঠে ফিরে আসার জন্য অধীর আগ্রহে রয়েছি ৷"

আজ থেকে শারজায় ওমেন্স টি-20 চ্যালেঞ্জ শুরু হচ্ছে ৷ চলবে 9 নভেম্বর পর্যন্ত ৷ ওমেন্স টি-20 চ্যালেঞ্জে অংশ নিচ্ছে তিনটি দল ৷ ট্রেইল ব্লেজ়ারস, সুপারনোভা এবং ভেলোসিটি ৷ ট্রেইল ব্লেজ়ারসের নেতৃত্বে রয়েছেন স্মৃতি মন্ধানা । ভেলোসিটির নেতৃত্বে রয়েছেন মিতালি রাজ ৷

সাংবাদিক বৈঠকে হরমনপ্রীত কউর বলেন, "এই টুর্নামেন্টের জন্য আমরা বহু প্রতীক্ষায় ছিলাম ৷ এই টুর্নামেন্টের জন্য অত্যন্ত উত্তেজিত ৷ BCCI এবং এই টুর্নামেন্টের অন্য আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ৷" ওমেন্স টি-20 র আগে তিনি নার্ভাস কি না তা জানতে চাইলে তিনি একটাই কথা জানিয়েছেন, অ্যাকশনে ফিরতে মরিয়া, আর কিছু চিন্তা করতে চান না ৷

তিনি আরও বলেন, "আমি প্রচণ্ড উত্তেজিত ৷ আমি খুব বেশি চিন্তা করতে চাই না ৷ ঘরে বসে থাকা বেশি কষ্টদায়ক ৷ এই টুর্নামেন্ট শুরুর জন্য অধীর আগ্রহে রয়েছি ৷" এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যে সাড়ে 7 টায় ৷ শুধু ভেলোসিটি ও ট্রেইল ব্লেজ়ারসের মধ্যে দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকাল সাড়ে 3 টেয় ৷

11 অক্টোবর BCCI-র পক্ষ থেকে ওমেন্স টি-20 চ্যালেঞ্জের সময়সূচি ঘোষণা করা হয় ৷ গতবছর সুপারনোভা জিতেছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.