নয়াদিল্লি, 24 জানুয়ারি : আইপিএল 14-তে রাজস্থান রয়্য়ালসের দলের ডিরেক্টর পদে নিযুক্ত করা হল শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে ৷ আজ রাজস্থান রয়্য়ালস কর্তৃপক্ষের তরফে এ কথা জানানো হয়েছে ৷ সাঙ্গাকারা এই মুহূর্তে ইংল্য়ান্ডের মের্লবোন ক্রিকেট ক্লাব বা এমসিস-র সভাপতি পদে রয়েছেন ৷ তিনি রাজস্থান দলের সমগ্র ক্রিকেটিং পরিকাঠামো তথা কোচিং স্ট্রাকচারের উপর নজর রাখবেন ৷ এমনকি অকশন এবং দলীয় পরিকল্পনা, প্রতিভার খোঁজ করা সহ নাগপুরে রাজস্থান রয়্য়ালস অ্য়াকাডেমির দায়িত্বেও থাকবেন কুমার সাঙ্গাকারা ৷
একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে সাঙ্গাকার জানিয়েছেন, ‘‘বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টের এক ফ্র্য়াঞ্চাইজিতে আমি তাদের সব ক্রিকেটীয় বিষয়ে নজর রাখব ৷ পাশাপাশি সেই ফ্র্য়াঞ্চাইজির ক্রিকেটীয় পরিকাঠামোর উন্নতি সহ আইপিএলে তাদের ভবিষ্য়ৎ প্রতিভা খোঁজার কাজেও আমাকে নিযুক্ত করা হয়েছে ৷ এই সুযোগ আমাকে খুবই মোটিভেট করছে ৷’’ নিজের ক্রিকেটার জীবনে একাধিক স্বপ্নের ইনিংস খেলা সাঙ্গাকারা এবার আইপিএলের দুনিয়ায় নতুন ভূমিকায় নামতে চলেছেন ৷ শেষবার কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন ৷ তারপর থেকে আইপিএলে আর ফিরে আসেননি সাঙ্গা ৷
আরও পড়ুন : কার্তিককে রেখে দিল কেকেআর, নেতৃত্বে মরগ্যানই
নিজের ক্রিকেটার জীবনে আন্তর্জাতিক স্তরে সব ফরম্য়াটে 28 হাজারের বেশি রান করেছেন শ্রীলঙ্কান এই গ্রেট ৷ নিজের 16 বছরের ক্রিকেট কেরিয়ারে একাধিক রেকর্ড গড়েছেন তিনি ৷ এমনকি শেষ 46 বছরে তিনি একমাত্র ক্রিকেটার যার টেস্টের রানে সর্বোচ্চ গড় রয়েছে ৷