মুম্বই , 29 এপ্রিল : বর্তমান করোনা পরিস্থিতিতে তৃতীয় বছরের টি-20 মুম্বই লিগ পিছিয়ে দিল এমসিএ ৷ আজ এমসি-র তরফে এ কথা জানিয়ে একটি নোটিস দেওয়া হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, পরবর্তী সময়ে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এলে তখন পরিস্থিতি বিচার করে ম্যাচ আয়োজনের বিষয়টি ভাবা হবে ৷
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন আজ জানিয়েছে, টি-20 মুম্বই লিগ পরবর্তী নোটিস জারি হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ৷ করোনা সংক্রমণ বাড়ায় এই মুহূর্তে কোনওরকম ঘরোয়া ক্রিকেট লিগের ম্য়াচ আয়োজন করবে না মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ প্রসঙ্গত, মহারাষ্ট্রে গত 24 ঘণ্টায় 63,309 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ 1035 জনের মৃত্যু হয়েছে ৷ বর্তমানে মহারাষ্ট্রে 6 লক্ষ 75 হাজার 451 জন সক্রিয় করোনা রোগী রয়েছেন ৷
আরও পড়ুন : সদস্য ও কর্মীদের ভ্যাকসিনেশনের ব্য়বস্থা করল সিএবি
এই হারে করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত দু’বছর ধরে চলে আসা টি-20 মুম্বই লিগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এমসিএ ৷ প্রসঙ্গত, সম্প্রতি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বায়ো-বাবলের নিরাপত্তায় আইপিএল-র 10টি ম্যাচ আয়োজন করা হয়েছিল ৷ তবে, সেই বায়ো সিকিওর বাবল তৈরি করে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয় বলে, জানিয়ে দিয়েছে এমসিএ ৷