শারজা, 4 অক্টোবর : IPL 2020 জেতার সম্ভাবনা রয়েছে দিল্লির । শনিবারের ম্যাচের পর একথা বললেন KKR-এর ইয়ান মর্গান । গতকাল দিল্লির কাছে 18 রানে হার মানতে হয় নাইট বাহিনীকে । গতকাল 4 উইকেট হারিয়ে 228 রান তোলে দিল্লি ক্যাপিটালস । জবাবে ব্যাট করতে নেমে 8 উইকেট হারিয়ে 210 রানেই থেমে যায় নাইটরা ।
গতকাল ছ'নম্বরে ব্যাট করতে নামেন মর্গান । 18 বলে 44 রান করেন তিনি । বলেন, "আমার মনে হয় না যে আমি দেরিতে নেমেছি । এই ব্যাটিং লাইন আপে অনেক ম্যাচ উইনার রয়েছে । দলে আন্দ্রে রাসেলের মতো একজন অলরাউন্ডার থাকলে অর্ডার সাজাতে একটু অসুবিধা হয় । দিল্লির বিরুদ্ধে রাসেল আগেই ক্রিজে নেমেছেন । ফলে বাকিদের পড়ে নামতে হয়েছে । ম্যাচ যে ভাবে এগোবে আমাদেরও সেভাবেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন করতে হবে । "
গতকাল মর্গান ও ত্রিপাঠীর জুটি KKR-এর জয়ের সম্ভাবনা তৈরি করেছিল । যদিও 44রান করেই প্যাভিলিয়নে ফিরে যেতে হয় মর্গানকে ।
তিনি আরও বলেন, "আমার মনে হয় না যে আমাদের বোলিং খুব খারাপ ছিল । নীতিশ রানা বেশ ভালো খেলেছেন । রাহুল ত্রিপাঠীও বেশ ভালো খেলেছে। । বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই খেলেছে ত্রিপাঠী । "
সুনীল নারিন প্রসঙ্গে মর্গান বলেন, "গত বছরের পারফরম্যান্স দেখলে আপনি বুঝতে পারবেন যে ম্যাচ জেতানোর ক্ষেত্রে নারিনের ভালো ভূমিকা রয়েছে । সব সবময় আত্মবিশ্বাসের সঙ্গেই মাঠে নামে নারিন । আমরা এভাবেই খেলতে পছন্দ করি । "