ETV Bharat / sports

T-20 World Cup : দেখাতে হবে পরিপক্কতা, কোহলিদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার 'গুরুমন্ত্র' দিলেন সৌরভ

ভারতীয় দলের সব ক্রিকেটারের মধ্যে টি-20 বিশ্বকাপ জেতার যোগ্যতা রয়েছে ৷ শুধু মাঠে নেমে নিজেদের পরিপক্ক মানসিকতা দেখাতে হবে ৷ এমনটাই জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

author img

By

Published : Oct 17, 2021, 1:34 PM IST

Indian cricket team under Virat Kohli has talent to be considered a legitimate contender for the T20 World Cup says Sourav Ganguly
ভারতীয় দলের সকলেই বিশ্বকাপ জেতার যোগ্য, প্রয়োজন পরিপক্ক মানসিকতা : সৌরভ

দুবাই, 17 অক্টোবর : ভারতের টি-20 বিশ্বকাপ জেতার জন্য বিরাট কোহলির নেতৃত্বাধীন দলে সবাই যোগ্য এবং প্রতিভাবান ক্রিকেটার ৷ শুধু ট্রফি জিততে হলে সবাইকে একটু পরিপক্কতা দেখাতে হবে ৷ এমনটাই জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ প্রসঙ্গত, 24 অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল ৷ তার আগে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন বিসিসিআই সভাপতি ৷

প্রসঙ্গত, সৌরভকে প্রশ্ন করা হয়, ভারতকে টি-20 বিশ্বকাপ জেতার জন্য কী করতে হবে ? যার জবাবে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘সহজে কখনই চ্যাম্পিয়ন হওয়া যায় না ৷ এমনকি টুর্নামেন্টে অংশ নিলেই জয়ী হওয়া যায় না ৷ তাই তাঁদের নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে ৷ সেই সঙ্গে পরিপক্কতা দেখাতে হবে ৷ তাঁদের সকলের মধ্যেই প্রতিভা রয়েছে ৷ তাঁদের সবার মধ্যে শীর্ষ স্তরে রান করা এবং উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে ৷ বিশ্বকাপ জিততে তাঁদের মানসিকভাবে সঠিক অবস্থায় থাকতে হবে ৷’’

আরও পড়ুন : Virat Kohli : শাস্ত্রীর উত্তরসূরী দ্রাবিড়, বিরাট বললেন "নো আইডিয়া"

সৌরভ মনে করেন, ভারতীয় দলের প্রতিটা ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে নামা উচিত ৷ সরাসরি খেতাব জয়ের লক্ষ্যে যাতে ভারতীয় দল না ঝাঁপায়, এমনটাই জানান তিনি ৷ সৌরভ বলেন, ‘‘ছোট ছোট লক্ষ্য নিয়ে এগোলেই ফাইনাল জেতা সম্ভব ৷ আর তার আগে ভারতীয় দলকে অনেক ক্রিকেট খেলতে হবে ৷ আর আমি মনে করি ভারত প্রতিটি ম্যাচকে লক্ষ্য করে এগিয়ে চলুক ৷ একটা একটা ম্যাচ ধরে এগোনো উচিত এবং শুরুতেই খেতাব নিয়ে যেন না ভাবে ৷’’

আরও পড়ুন : T20 WC : টি-20 বিশ্বকাপের পর্দা উঠছে আজ, পাক ম্যাচের আগেই মাঠে নামবেন কোহলিরা

সৌরভের মতে, ভারত বিশ্ব ক্রিকেটের যে কোনও টুর্নামেন্টই খেলুক না কেন, সেখানে তারা সবসময় সেরা দল হিসেবেই অংশ নেয় ৷ আর তাই ভারতীয় দলের উপর সবসময় একটা চাপ থাকে ৷ তাই খেতাব নিয়ে ভাবনা চিন্তা না করে, পদ্ধতির উপর নজর দেওয়া উচিত ৷ বিসিসিআই সভাপতি মনে করেন, যখন কোনও ক্রিকেটার উইকেটে গার্ড নেওয়ার সময় মনে করেন, তিনি বিশ্বকাপ জেতার জন্য মাঠে নেমেছেন, সেটা সবচেয়ে বড় ভুল ৷ এর ফলে ওই ক্রিকেটার নিজের স্বাভাবিক খেলার উপর মনোনিবেশ করতে পারেন না ৷

দুবাই, 17 অক্টোবর : ভারতের টি-20 বিশ্বকাপ জেতার জন্য বিরাট কোহলির নেতৃত্বাধীন দলে সবাই যোগ্য এবং প্রতিভাবান ক্রিকেটার ৷ শুধু ট্রফি জিততে হলে সবাইকে একটু পরিপক্কতা দেখাতে হবে ৷ এমনটাই জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ প্রসঙ্গত, 24 অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল ৷ তার আগে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন বিসিসিআই সভাপতি ৷

প্রসঙ্গত, সৌরভকে প্রশ্ন করা হয়, ভারতকে টি-20 বিশ্বকাপ জেতার জন্য কী করতে হবে ? যার জবাবে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘সহজে কখনই চ্যাম্পিয়ন হওয়া যায় না ৷ এমনকি টুর্নামেন্টে অংশ নিলেই জয়ী হওয়া যায় না ৷ তাই তাঁদের নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে ৷ সেই সঙ্গে পরিপক্কতা দেখাতে হবে ৷ তাঁদের সকলের মধ্যেই প্রতিভা রয়েছে ৷ তাঁদের সবার মধ্যে শীর্ষ স্তরে রান করা এবং উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে ৷ বিশ্বকাপ জিততে তাঁদের মানসিকভাবে সঠিক অবস্থায় থাকতে হবে ৷’’

আরও পড়ুন : Virat Kohli : শাস্ত্রীর উত্তরসূরী দ্রাবিড়, বিরাট বললেন "নো আইডিয়া"

সৌরভ মনে করেন, ভারতীয় দলের প্রতিটা ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে নামা উচিত ৷ সরাসরি খেতাব জয়ের লক্ষ্যে যাতে ভারতীয় দল না ঝাঁপায়, এমনটাই জানান তিনি ৷ সৌরভ বলেন, ‘‘ছোট ছোট লক্ষ্য নিয়ে এগোলেই ফাইনাল জেতা সম্ভব ৷ আর তার আগে ভারতীয় দলকে অনেক ক্রিকেট খেলতে হবে ৷ আর আমি মনে করি ভারত প্রতিটি ম্যাচকে লক্ষ্য করে এগিয়ে চলুক ৷ একটা একটা ম্যাচ ধরে এগোনো উচিত এবং শুরুতেই খেতাব নিয়ে যেন না ভাবে ৷’’

আরও পড়ুন : T20 WC : টি-20 বিশ্বকাপের পর্দা উঠছে আজ, পাক ম্যাচের আগেই মাঠে নামবেন কোহলিরা

সৌরভের মতে, ভারত বিশ্ব ক্রিকেটের যে কোনও টুর্নামেন্টই খেলুক না কেন, সেখানে তারা সবসময় সেরা দল হিসেবেই অংশ নেয় ৷ আর তাই ভারতীয় দলের উপর সবসময় একটা চাপ থাকে ৷ তাই খেতাব নিয়ে ভাবনা চিন্তা না করে, পদ্ধতির উপর নজর দেওয়া উচিত ৷ বিসিসিআই সভাপতি মনে করেন, যখন কোনও ক্রিকেটার উইকেটে গার্ড নেওয়ার সময় মনে করেন, তিনি বিশ্বকাপ জেতার জন্য মাঠে নেমেছেন, সেটা সবচেয়ে বড় ভুল ৷ এর ফলে ওই ক্রিকেটার নিজের স্বাভাবিক খেলার উপর মনোনিবেশ করতে পারেন না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.