ETV Bharat / sports

আজ শুরু ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ়, ফেভারিট কে ?

আইপিএলের দৌলতে টি-টোয়েন্টিতে অনেক শক্তিশালী জায়গায় ভারত। প্রতি মরশুমে নতুন নতুন খেলোয়াড়ের আগমন হচ্ছে। তার জেরে নির্বাচকদের কাছে দল বাছাইয়ের অপশনও খোলা থাকছে অনেক। কাজেই টি-টোয়েন্টি স্কোয়াড বিশ্বের যে কোনও দলের থেকে অনেকটাই ভালো ভারতের। তার প্রতিফলন কি হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে চলা সিরিজ়ে ?

1st T20I match
1st T20I match
author img

By

Published : Dec 4, 2020, 11:21 AM IST

ক্যানবেরা, 4 ডিসেম্বর : জয় দিয়ে ওয়ান ডে সিরিজ় শেষ করে আজ থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া । ওয়ান ডে সিরিজ় হারলেও শেষ ম্যাচে দুরন্ত জয় বাড়িয়ে দিয়েছে ভারতীয় দলের মনোবল । ওয়ান ডে ম্যাচের ভেনুতেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি । ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতেছে ভারত, আজ সেখানেই প্রথম টি-টোয়েন্টি ।

ওয়ান ডে সিরিজ়ের তিনটি ম্যাচেই ভারত 300 রানের গণ্ডি পার করেছে । সেখানে অস্ট্রেলিয়া দু'বার 300-র বেশি রান করেছে । তৃতীয় ওয়ানডেতে 300-র গণ্ডি ছুঁতে পারেনি অজ়িরা। স্বাভাবিকভাবেই রান তোলার লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে টিম ইন্ডিয়া।

এদিকে ফরম্যাট বদলের সাথে সাথে উভয় টিমেই বেশ কিছু পরিবর্তন থাকছে । ডেভিড ওয়ার্নার এবং প্যাট কামিন্স-কে ছাড়াই সিরিজ় খেলবে অস্ট্রেলিয়া । দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চোট পান ওয়ার্নার । ওয়ার্নারের অনুপস্থিতি দলের পক্ষে একটি বড় ধাক্কা।বোলিংয়েও কামিন্সের জায়গা পূরণ করা সহজ হবে না । তৃতীয় ওয়ান ডে-তে 84 রান নেওয়া শন অ্যাবট, মিচেল স্টার্ক এবং জোশ হ্যাজ়েলউডের সঙ্গী হতে পারেন । এদিকে টিম ইন্ডিয়া পাচ্ছে ওয়াশিংটন সুন্দর এবং দীপক চাহার-কে ।

ভারতের টি-টোয়েন্টি লাইন আপ অবশ্য ওয়ান ডে-র থেকে কিছুটা আলাদা। সিরিজ় জেতার পক্ষে ভালো স্কোয়াড রয়েছে মেন ইন ব্লু-দের । টি-টোয়েন্টি আসরে ইনিংস ওপেন করবেন কে এল রাহুল এবং ওয়াশিংটন সুন্দর সিক্সথ বোলার হিসেবে খেলবেন ।

প্রথম দু'টি ওয়ানডেতে ওপেনার জুটির ব্যর্থতা ছিল ভারতের পক্ষে সবচেয়ে বড় ইশু । অন্যদিকে বোলিং বিভাগে দীপক চাহার নতুন বলে উইকেট নিতে দক্ষ এবং অস্ট্রেলিয়ান ওপেনারদের তাঁর সুইং উপেক্ষা করার কোনও উপায় খুঁজে বের করতে হবে । উভয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডের দিকে নজর রেখে প্রথম টি-টোয়েন্টি জয়ের জন্য ভারতই ফেভারিট টিম ।

ক্যানবেরা, 4 ডিসেম্বর : জয় দিয়ে ওয়ান ডে সিরিজ় শেষ করে আজ থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া । ওয়ান ডে সিরিজ় হারলেও শেষ ম্যাচে দুরন্ত জয় বাড়িয়ে দিয়েছে ভারতীয় দলের মনোবল । ওয়ান ডে ম্যাচের ভেনুতেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি । ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতেছে ভারত, আজ সেখানেই প্রথম টি-টোয়েন্টি ।

ওয়ান ডে সিরিজ়ের তিনটি ম্যাচেই ভারত 300 রানের গণ্ডি পার করেছে । সেখানে অস্ট্রেলিয়া দু'বার 300-র বেশি রান করেছে । তৃতীয় ওয়ানডেতে 300-র গণ্ডি ছুঁতে পারেনি অজ়িরা। স্বাভাবিকভাবেই রান তোলার লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে টিম ইন্ডিয়া।

এদিকে ফরম্যাট বদলের সাথে সাথে উভয় টিমেই বেশ কিছু পরিবর্তন থাকছে । ডেভিড ওয়ার্নার এবং প্যাট কামিন্স-কে ছাড়াই সিরিজ় খেলবে অস্ট্রেলিয়া । দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চোট পান ওয়ার্নার । ওয়ার্নারের অনুপস্থিতি দলের পক্ষে একটি বড় ধাক্কা।বোলিংয়েও কামিন্সের জায়গা পূরণ করা সহজ হবে না । তৃতীয় ওয়ান ডে-তে 84 রান নেওয়া শন অ্যাবট, মিচেল স্টার্ক এবং জোশ হ্যাজ়েলউডের সঙ্গী হতে পারেন । এদিকে টিম ইন্ডিয়া পাচ্ছে ওয়াশিংটন সুন্দর এবং দীপক চাহার-কে ।

ভারতের টি-টোয়েন্টি লাইন আপ অবশ্য ওয়ান ডে-র থেকে কিছুটা আলাদা। সিরিজ় জেতার পক্ষে ভালো স্কোয়াড রয়েছে মেন ইন ব্লু-দের । টি-টোয়েন্টি আসরে ইনিংস ওপেন করবেন কে এল রাহুল এবং ওয়াশিংটন সুন্দর সিক্সথ বোলার হিসেবে খেলবেন ।

প্রথম দু'টি ওয়ানডেতে ওপেনার জুটির ব্যর্থতা ছিল ভারতের পক্ষে সবচেয়ে বড় ইশু । অন্যদিকে বোলিং বিভাগে দীপক চাহার নতুন বলে উইকেট নিতে দক্ষ এবং অস্ট্রেলিয়ান ওপেনারদের তাঁর সুইং উপেক্ষা করার কোনও উপায় খুঁজে বের করতে হবে । উভয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডের দিকে নজর রেখে প্রথম টি-টোয়েন্টি জয়ের জন্য ভারতই ফেভারিট টিম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.