ETV Bharat / sports

Cricket in Olympics : অলিম্পিকসেও এবার ব্যাট-বলের লড়াই ? কোমর বেঁধে নামল আইসিসি

অলিম্পিকসে ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য জোর তোড়জোড় শুরু করল আইসিসি ৷

Cricket
Cricket
author img

By

Published : Aug 10, 2021, 12:45 PM IST

Updated : Aug 10, 2021, 1:11 PM IST

দুবাই, 10 অগস্ট : 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকসেই দেখা যেতে পারে ক্রিকেট ৷ অলিম্পিকসে ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য তোড়জোড় শুরু করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷ আনুষ্ঠানিকভাবে এই কথা জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷ 2028-এর লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে ক্রিকেটকে যোগ করার লক্ষ্য নিয়ে বিড করবে আইসিসি ৷

আইসিসি জানিয়েছে, বিডের জন্য একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হয়েছে ৷ যার মাথায় থাকবেন ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইয়ান ওয়াটমোর ৷ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান গ্রেগ বার্সলে বলেছেন, অলিম্পিক গেমসে ক্রিকেট যোগ হলে গেমস এবং ক্রিকেট খেলা দুটোর ক্ষেত্রেই লাভদায়ক ৷ তিনি বলেন, "দীর্ঘ সময়ের জন্য ক্রিকেটকে অলিম্পিকসের অংশ হিসেবে আমরা দেখছি ৷ সারা বিশ্ব জুড়ে ক্রিকেটের কোটি কোটি অনুরাগী রয়েছেন ৷ তাঁদের মধ্যে 90 শতাংশ ক্রিকেটকে অলিম্পিকসে দেখতে চান ৷"

তিনি আরও যোগ করেন, "ক্রিকেটের ভাল ফ্যানবেস রয়েছে ৷ মোট ক্রিকেট অনুরাগীর 92 শতাংশ দক্ষিণ এশিয়ার ৷ পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে 30 মিলিয়ন ক্রিকেট ফ্যান রয়েছে ৷ এই ক্রিকেট অনুরাগীরা অলিম্পিকসে তাঁদের প্রিয় দলকে পদক জিততে দেখতে চাইবে ৷ ক্রিকেট এবং অলিম্পিকসের মধ্যে এক দারুণ পার্টনারশিপ গড়ে তোলার লক্ষ্য নিয়ে পদক্ষেপ নিতে চলেছি ৷"

120 বছর আগে অলিম্পিকসে শেষবার ক্রিকেট খেলা হয়েছিল ৷ 1900 সালের পর এই ক্রীড়া মহাযজ্ঞে ব্যাটে-বলের ঠোকাঠুকি শোনা যায়নি ৷ কারণ বিশ্বের মাত্র 12টি দেশ ক্রিকেট খেলে থাকে ৷ কিন্তু সেই পরিস্থিতির পরিবর্তন হতে চলছে এবার ৷ আইসিসির ঘোষণায় আশায় বুক বেঁধেছেন ক্রিকেট প্রেমীরা ৷

  • ICC can confirm its intention to push for cricket's inclusion in the @Olympics, with the 2028 Games in Los Angeles being the primary target.

    More details 👇

    — ICC (@ICC) August 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Cricket at Olympics : অলিম্পিকসে ক্রিকেট ? ভারতীয় দল প্রস্তত, জানিয়ে দিলেন জয় শাহ

গতকালই ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়ে দিয়েছেন, অলিম্পিকসে ক্রিকেটের অন্তর্ভুক্তি হলেই তাতে অংশ নেবে ভারত ৷ দেশের ঝুলিতে অলিম্পিকস পদকের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে অবশ্যই অংশ নেবে ভারত ৷ ইতিমধ্যেই 2022 কমনওয়েলথ গেমসে মহিলা ক্রিকেট দলের অংশ নেওয়া পাকা হয়ে রয়েছে ৷

দুবাই, 10 অগস্ট : 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকসেই দেখা যেতে পারে ক্রিকেট ৷ অলিম্পিকসে ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য তোড়জোড় শুরু করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷ আনুষ্ঠানিকভাবে এই কথা জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷ 2028-এর লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে ক্রিকেটকে যোগ করার লক্ষ্য নিয়ে বিড করবে আইসিসি ৷

আইসিসি জানিয়েছে, বিডের জন্য একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হয়েছে ৷ যার মাথায় থাকবেন ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইয়ান ওয়াটমোর ৷ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান গ্রেগ বার্সলে বলেছেন, অলিম্পিক গেমসে ক্রিকেট যোগ হলে গেমস এবং ক্রিকেট খেলা দুটোর ক্ষেত্রেই লাভদায়ক ৷ তিনি বলেন, "দীর্ঘ সময়ের জন্য ক্রিকেটকে অলিম্পিকসের অংশ হিসেবে আমরা দেখছি ৷ সারা বিশ্ব জুড়ে ক্রিকেটের কোটি কোটি অনুরাগী রয়েছেন ৷ তাঁদের মধ্যে 90 শতাংশ ক্রিকেটকে অলিম্পিকসে দেখতে চান ৷"

তিনি আরও যোগ করেন, "ক্রিকেটের ভাল ফ্যানবেস রয়েছে ৷ মোট ক্রিকেট অনুরাগীর 92 শতাংশ দক্ষিণ এশিয়ার ৷ পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে 30 মিলিয়ন ক্রিকেট ফ্যান রয়েছে ৷ এই ক্রিকেট অনুরাগীরা অলিম্পিকসে তাঁদের প্রিয় দলকে পদক জিততে দেখতে চাইবে ৷ ক্রিকেট এবং অলিম্পিকসের মধ্যে এক দারুণ পার্টনারশিপ গড়ে তোলার লক্ষ্য নিয়ে পদক্ষেপ নিতে চলেছি ৷"

120 বছর আগে অলিম্পিকসে শেষবার ক্রিকেট খেলা হয়েছিল ৷ 1900 সালের পর এই ক্রীড়া মহাযজ্ঞে ব্যাটে-বলের ঠোকাঠুকি শোনা যায়নি ৷ কারণ বিশ্বের মাত্র 12টি দেশ ক্রিকেট খেলে থাকে ৷ কিন্তু সেই পরিস্থিতির পরিবর্তন হতে চলছে এবার ৷ আইসিসির ঘোষণায় আশায় বুক বেঁধেছেন ক্রিকেট প্রেমীরা ৷

  • ICC can confirm its intention to push for cricket's inclusion in the @Olympics, with the 2028 Games in Los Angeles being the primary target.

    More details 👇

    — ICC (@ICC) August 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Cricket at Olympics : অলিম্পিকসে ক্রিকেট ? ভারতীয় দল প্রস্তত, জানিয়ে দিলেন জয় শাহ

গতকালই ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়ে দিয়েছেন, অলিম্পিকসে ক্রিকেটের অন্তর্ভুক্তি হলেই তাতে অংশ নেবে ভারত ৷ দেশের ঝুলিতে অলিম্পিকস পদকের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে অবশ্যই অংশ নেবে ভারত ৷ ইতিমধ্যেই 2022 কমনওয়েলথ গেমসে মহিলা ক্রিকেট দলের অংশ নেওয়া পাকা হয়ে রয়েছে ৷

Last Updated : Aug 10, 2021, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.