ETV Bharat / sports

Bengal T20 Challenge Cup: সুদীপ-অঙ্কুরের ব্যাটিং বিক্রমে বেঙ্গল টি-20 চ্যাম্পিয়ন ব্যারাকপুর বাশার - সুদীপ চট্টোপাধ্যায়

বেঙ্গল টি-20 চ্যালেঞ্জ কাপে কলকাতা হিরোজকে 6 রানে হারাল ব্যারাকপুর বাশারস ৷ বৃহস্পতিবার ইডেনে প্রতিযোগিতার ফাইনাল ছিল ৷ প্রথমে ব্যাট করে ব্যারাকপুর বাশার 3 উইকেট 154 রান তোলে ৷ জবাবে ব্যাট করতে নেমে কলকাতা হিরোজ 6 উইকেটে 148 রানে থেমে যায় ৷

Bengal T20 Challenge Cup Winner Barrackpore Bashar
সুদীপ-অঙ্কুরের ব্যাটিং বিক্রমে বেঙ্গল টি-20 চ্যাম্পিয়ন ব্যারাকপুর বাশার
author img

By

Published : Sep 24, 2021, 7:09 PM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর : সুদীপ চট্টোপাধ্যায়ের চওড়া ব্যাটে ভর করে বেঙ্গল টি-20 চ্যালেঞ্জ কাপ জিতল ব্যারাকপুর বাশার ৷ বৃহস্পতিবার ইডেনে প্রতিযোগিতার ফাইনালে প্রতিপক্ষ কলকাতা হিরোজকে 6 রানে হারাল তারা ৷ বৃষ্টি ভেজা সন্ধ্যায় কুড়ি ওভারের ম্যাচটি 15 ওভারের হয়েছিল ৷ প্রথমে ব্যাট করতে নেমে সুদীপ ফের বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন ৷ তাঁর 35 বলে 62 রানের ইনিংস ব্যারাকপুর বাশারকে 154 রানে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয় ৷ ইনিংসে চারটি ছয় মেরেছেন সুদীপ চট্টোপাধ্যায় ৷ এই প্রতিযোগিতায় টানা চারটে অর্ধশতরান করলেন সুদীপ ৷

ফাইনালে তাঁকে যোগ্য সহায়তা করেন অঙ্কুর পাল ৷ দু’জনের পার্টনারশিপে 112 রান ওঠে ৷ মাত্র দশ ওভারে ব্যারাকপুর একশো রান তুলে দেয় ৷ অঙ্কুর পালও চলতি টুর্নামেন্টে ঝোড়ো ইনিংস উপহার দিয়েছেন ৷ ফাইনালে তিনি 42 বলে 61 রানের ইনিংসে দু‘টো ছয় এবং পাঁচটি বাউন্ডারি মারেন ৷ সুদীপ এবং অঙ্কুরের দাপুটে ব্যাটিং কলকাতা হিরোজের বোলারদের ব্যাকফুটে ঠেলে দেয় ৷ মাত্র তিন উইকেট হারিয়ে ব্যারাকপুর 154 রান তোলে ৷

আরও পড়ুন : Venkatesh Iyer: আমার ব্যাটিংয়ে দাদার অনেক বড় ভূমিকা রয়েছে : ভেঙ্কটেশ আইয়ার

জবাবে ব্যাট করতে নেমে কলকাতা হিরোজ প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ৷ আমির গনি, অধিনায়ক ঋত্বিক রায়চৌধুরী, সৌগত দত্ত, গীত পুরী প্রতিপক্ষের রানের লক্ষ্য ছোঁয়ার চেষ্টা করেছিলেন ৷ কিন্তু, ব্যারাকপুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তা যথেষ্ট ছিল না ৷ কলকাতা হিরোজের উইকেটরক্ষক শুভঙ্কর এবং গীত পুরীর মরিয়া লড়াই ম্যাচটিকে টানটান উত্তেজনায় নিয়ে গিয়েছিল ৷ শেষ ওভারে জয়ের জন্য তিরিশ রান দরকার ছিল কলকাতা হিরোজের ৷ এই অবস্থায় মুকেশ কুমারের বোলিংয়ের বিরুদ্ধে শুভঙ্কর তিনটি ছয় এবং একটি বাউন্ডারি মেরে মোট 23 রান তোলেন ৷ কলকাতা হিরোজের ইনিংস ছয় উইকেট হারিয়ে 148 রানে শেষ হয়ে যায় ৷ মোট 478 রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার হয়েছেন সুদীপ চট্টোপাধ্যায় ৷ 14 উইকেট নিয়ে প্রতিযোগিতার সেরা বোলার সুজিত যাদব ৷

আরও পড়ুন : 14 Years of WT20 Win: ভারতের টি-20 বিশ্বকাপ জয়ের 14 বছর পূর্তি

কলকাতা, 24 সেপ্টেম্বর : সুদীপ চট্টোপাধ্যায়ের চওড়া ব্যাটে ভর করে বেঙ্গল টি-20 চ্যালেঞ্জ কাপ জিতল ব্যারাকপুর বাশার ৷ বৃহস্পতিবার ইডেনে প্রতিযোগিতার ফাইনালে প্রতিপক্ষ কলকাতা হিরোজকে 6 রানে হারাল তারা ৷ বৃষ্টি ভেজা সন্ধ্যায় কুড়ি ওভারের ম্যাচটি 15 ওভারের হয়েছিল ৷ প্রথমে ব্যাট করতে নেমে সুদীপ ফের বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন ৷ তাঁর 35 বলে 62 রানের ইনিংস ব্যারাকপুর বাশারকে 154 রানে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয় ৷ ইনিংসে চারটি ছয় মেরেছেন সুদীপ চট্টোপাধ্যায় ৷ এই প্রতিযোগিতায় টানা চারটে অর্ধশতরান করলেন সুদীপ ৷

ফাইনালে তাঁকে যোগ্য সহায়তা করেন অঙ্কুর পাল ৷ দু’জনের পার্টনারশিপে 112 রান ওঠে ৷ মাত্র দশ ওভারে ব্যারাকপুর একশো রান তুলে দেয় ৷ অঙ্কুর পালও চলতি টুর্নামেন্টে ঝোড়ো ইনিংস উপহার দিয়েছেন ৷ ফাইনালে তিনি 42 বলে 61 রানের ইনিংসে দু‘টো ছয় এবং পাঁচটি বাউন্ডারি মারেন ৷ সুদীপ এবং অঙ্কুরের দাপুটে ব্যাটিং কলকাতা হিরোজের বোলারদের ব্যাকফুটে ঠেলে দেয় ৷ মাত্র তিন উইকেট হারিয়ে ব্যারাকপুর 154 রান তোলে ৷

আরও পড়ুন : Venkatesh Iyer: আমার ব্যাটিংয়ে দাদার অনেক বড় ভূমিকা রয়েছে : ভেঙ্কটেশ আইয়ার

জবাবে ব্যাট করতে নেমে কলকাতা হিরোজ প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ৷ আমির গনি, অধিনায়ক ঋত্বিক রায়চৌধুরী, সৌগত দত্ত, গীত পুরী প্রতিপক্ষের রানের লক্ষ্য ছোঁয়ার চেষ্টা করেছিলেন ৷ কিন্তু, ব্যারাকপুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তা যথেষ্ট ছিল না ৷ কলকাতা হিরোজের উইকেটরক্ষক শুভঙ্কর এবং গীত পুরীর মরিয়া লড়াই ম্যাচটিকে টানটান উত্তেজনায় নিয়ে গিয়েছিল ৷ শেষ ওভারে জয়ের জন্য তিরিশ রান দরকার ছিল কলকাতা হিরোজের ৷ এই অবস্থায় মুকেশ কুমারের বোলিংয়ের বিরুদ্ধে শুভঙ্কর তিনটি ছয় এবং একটি বাউন্ডারি মেরে মোট 23 রান তোলেন ৷ কলকাতা হিরোজের ইনিংস ছয় উইকেট হারিয়ে 148 রানে শেষ হয়ে যায় ৷ মোট 478 রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার হয়েছেন সুদীপ চট্টোপাধ্যায় ৷ 14 উইকেট নিয়ে প্রতিযোগিতার সেরা বোলার সুজিত যাদব ৷

আরও পড়ুন : 14 Years of WT20 Win: ভারতের টি-20 বিশ্বকাপ জয়ের 14 বছর পূর্তি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.