কলকাতা, 18 অক্টোবর : 27 অক্টোবর থেকে গুয়াহাটিতে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি টি-20 টুর্নামেন্ট ৷ আর টুর্নামেন্টের জন্য বাংলা দল ঘোষণা করা হল । অনুষ্টুপ মজুমদারকে বাদ দিয়েই আসন্ন টুর্নামেন্টের জন্য দল গড়েছেন নির্বাচক মণ্ডলী৷ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন সুদীপ চট্টোপাধ্যায় । দলে ফিরেছেন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা । 20 সদস্যের বাংলা দলে জায়গা পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ ।
আরও পড়ুন : Hardik Pandya: টি-20 বিশ্বকাপ বড় চ্যালেঞ্জ, প্রত্যাবর্তন নিয়ে অকপট হার্দিক
দল নির্বাচনের সময় নির্বাচকরা সদ্য শেষ হওয়া বেঙ্গল টি-20 চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্সকে গুরুত্ব দিয়েছেন । এই টুর্নামেন্টে অসাধারণ ব্যাটিং এবং দল পরিচালনায় নৈপুণ্যে দেখানোয় সুদীপ চট্টোপাধ্যায়কে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে । অভিমন্যু ঈশ্বরণ গত মরসুমে সেভাবে রান করতে পারেননি । নেতৃত্বের চাপ তাঁর ব্যাটিংয়ে প্রভাব ফেলেছিল । ঋদ্ধিমান সাহা জাতীয় দলের দায়িত্ব শেষ করে বাংলা দলে ফিরেছেন । তিনি নেতৃত্বে আগ্রহী নন, প্রস্তাব পেয়েও রাজি হননি । ফলে সুদীপ ছিলেন অটোমেটিক চয়েস ।
তবে সবচেয়ে বড় চমক অনুষ্টুপ মজুমদারের দলে জায়গা না পাওয়া । রঞ্জি ট্রফিতে ধারাবাহিক ভাল পারফরম্যান্স করা ছাড়াও দলের বিপর্যয়ে তিনিই ছিলেন 'ত্রাতা মধুসূদন' । রঞ্জি ট্রফির ফাইনাল খেলার বছরে বাংলা দলের মিডল অর্ডারকে নির্ভরতা দিয়েছিলেন । গত মরসুমে নেতৃত্বের ব্যাটনও ছিল তাঁর হাতে । বলা হচ্ছে, দলের গড় বয়স কম করার লক্ষ্যে অনুষ্টুপ বাদ পড়েছেন । জায়গা হয়নি মন্ত্রী ক্রিকেটার মনোজ তিওয়ারিরও।