ETV Bharat / sports

14 Years of WT20 Win: ভারতের টি-20 বিশ্বকাপ জয়ের 14 বছর পূর্তি

প্রথম টি-20 বিশ্বকাপ জয়ের 14 বছর পূর্তি ৷ 14 বছর আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতের তরুণ ব্রিগেড আজকের দিনেই পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-20 বিশ্বকাপ জিতেছিল ৷ শেষ ওভারে যোগিন্দর শর্মার বলে মিসবার সেই ল্যাপ শট মারা এবং শ্রীসন্থের শর্ট ফাইন লেগে ক্যাচ ধরার মুহূর্ত আজও ভারতীয়দের মনে ছবির মতো স্পষ্ট ৷

14 years of Indias inaugural t20 wc win against Pakistan in Wanderers Stadium Johannesburg
ভারতের টি-20 বিশ্বকাপ জয়ের 14 বছর পূর্তি
author img

By

Published : Sep 24, 2021, 1:48 PM IST

নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর : 2007 সালে প্রথম আইসিসি টি-20 বিশ্বকাপ জিতেছিল ভারত ৷ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেই ম্যাচ জয়ের আজ 14 বছর পূর্তি ৷ আজকের দিনেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে প্রথম বছরের টি-20 বিশ্বকাপ জিতে নেয় ভারত ৷ টানটান উত্তেজনায় ভরা শেষ ওভারে যোগিন্দর শর্মার বলে মিসবা উল হক আউট হতেই 5 রানে ম্যাচ জিতে বিশ্বকাপ নিজেদের ঘরে আনেন মহেন্দ্র সিং ধোনিরা ৷ প্রথম সেই টি-20 বিশ্বকাপ আয়োজিত হয়েছিল দক্ষিণ আফ্রিকার মাঠে ৷ ভারত বনাম পাকিস্তান ফাইনাল ম্যাচ হয়েছিল জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ৷

সেই ম্যাচে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ৷ চোটের জন্য যে ম্যাচে বীরেন্দ্র সেহওয়াগ ছিটকে যান ৷ ফলে গৌতম গম্ভীরের সঙ্গে ওপেনিং পার্টনার হিসেবে মাঠে নামেন ইউসুফ পাঠান ৷ তিনি 15 রান করে আউট হন ৷ তিন নম্বরে ব্যাট করতে নামা রবীন উথাপ্পাও মাত্র 8 রানে ড্রেসিংরুমে ফিরে যান ৷ একটা সময় 40 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত ৷ কিন্তু, গোটা টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা যুবরাজ সিং এবং গৌতম গম্ভীর ভারতের ইনিংস সামলান ৷

আরও পড়ুন : T20 WC Anthem : টি-20 বিশ্বকাপের অ্যানথেম প্রকাশ আইসিসি-র, অ্যানিমেশনে পোলার্ড-কোহলি দ্বৈরথ

যুবরাজ মাত্র 14 রান করলেও, উইকেটের একদিকে টিকে থেকে গৌতম গম্ভীরকে বড় শট খেলার স্বাধীনতা দেন ৷ ফলে ভারত দ্রুত চাপ কাটিয়ে ম্যাচে ফিরে আসে ৷ গম্ভীর এবং যুবরাজ মিলে চতুর্থ উইকেটে 63 রানের পার্টনারশিপ করেন ৷ গম্ভীর 54 বলে 75 রানের ইনিংস খেলেন ৷ যে ইনিংসে 8টা চার এবং 2টো ছয় মারেন গৌতম গম্ভীর ৷ ভারতের ইনিংসের শেষে তরুণ রোহিত শর্মা মাত্র 16 বল খেলে 30 রানের ক্যামিও ইনিংস খেলেন ৷ তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভারত 5 উইকেট হারিয়ে 157 রান তোলে নির্ধারিত 20 ওভারে ৷

আরও পড়ুন : Venkatesh Iyer: আমার ব্যাটিংয়ে দাদার অনেক বড় ভূমিকা রয়েছে : ভেঙ্কটেশ আইয়ার

জবাবে ব্যাট করতে নেমে ভারতের দুই মিডিয়াম পেসার আরপি সিং এবং ইরফান পাঠান বোলিং দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটিং লাইনআপ ৷ মাত্র 77 রানে 6 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান ৷ শাহিদ আফ্রিদি, ইউনুস খান, শোয়েব মালিকদের মতো বড় বড় ব্যাটাররা ভারতের সামনে হার মানে ৷ তবে, মিসবা উল হক প্রতি আক্রমণ শুরু করেন ৷ এক দিক থেকে উইকেটের পতন হলেও, উইকেটের উল্টোদিক থেকে বড় শট খেলছিলেন মিসবা ৷ তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ে দারুণভাবে ম্যাচে ফিরে আসে পাকিস্তান ৷

আরও পড়ুন : Manika vs TTFI : আদালতের রায়ে স্বস্তিতে মণিকা, বেকায়দায় টিটিএফআই

শেষ ওভারে ভারতের জেতার জন্য 1টি মাত্র উইকেট দরকার ছিল এবং সেই সঙ্গে ডিফেন্ড করার জন্য হাতে ছিল মাত্র 13 রান ৷ ওয়ান’ডে ক্রিকেটে এতদিন শেষ ওভারে 13 রান ডিফেন্ড করা অনেকটাই সহজ ছিল ৷ কিন্তু, ততদিনে টি-20 ক্রিকেট দেখিয়ে দিয়েছিল যে, কোনও রানই এই ফরম্যাটে নিরাপদ নয় ৷ উত্তেজনাপূর্ণ ঐতিহাসিক সেই ম্যাচের শেষ ওভার করার জন্য ধোনি যোগিন্দর শর্মার হাতে বল তুলে দিয়েছিলেন ৷ মিসবা তাঁর ওভারের দ্বিতীয় বলে লম্বা একটা ছয় মারেন ৷ যার পরেই ভারতের ম্যাচ জেতার আশা ক্রমশ ক্ষীণ হতে দেখা যায় ৷ কিন্তু, ওভারের তৃতীয় বলে টি-20 স্পেশাল ল্যাপ শট খেলেন মিসবা ৷ আর সেখানেই কফিনের শেষ পেরেকটি পুঁতে দেয় ভারত ৷ মিসবার মারা শট শর্ট ফাইন লেগে শ্রীসন্থের হাতে জমা পরে ৷ 152 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান ৷ আর সেই সঙ্গে প্রথম আইসিসি টি-20 বিশ্বকাপ নিজেদের নামে করে নেয় তরুণ ভারতীয় দল ৷

আরও পড়ুন : NEERAJ CHOPRA : সোনার সাক্ষাতে নীরজকে পোষ্য উপহার অভিনবের, নাম রাখলেন 'টোকিয়ো'

নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর : 2007 সালে প্রথম আইসিসি টি-20 বিশ্বকাপ জিতেছিল ভারত ৷ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেই ম্যাচ জয়ের আজ 14 বছর পূর্তি ৷ আজকের দিনেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে প্রথম বছরের টি-20 বিশ্বকাপ জিতে নেয় ভারত ৷ টানটান উত্তেজনায় ভরা শেষ ওভারে যোগিন্দর শর্মার বলে মিসবা উল হক আউট হতেই 5 রানে ম্যাচ জিতে বিশ্বকাপ নিজেদের ঘরে আনেন মহেন্দ্র সিং ধোনিরা ৷ প্রথম সেই টি-20 বিশ্বকাপ আয়োজিত হয়েছিল দক্ষিণ আফ্রিকার মাঠে ৷ ভারত বনাম পাকিস্তান ফাইনাল ম্যাচ হয়েছিল জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ৷

সেই ম্যাচে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ৷ চোটের জন্য যে ম্যাচে বীরেন্দ্র সেহওয়াগ ছিটকে যান ৷ ফলে গৌতম গম্ভীরের সঙ্গে ওপেনিং পার্টনার হিসেবে মাঠে নামেন ইউসুফ পাঠান ৷ তিনি 15 রান করে আউট হন ৷ তিন নম্বরে ব্যাট করতে নামা রবীন উথাপ্পাও মাত্র 8 রানে ড্রেসিংরুমে ফিরে যান ৷ একটা সময় 40 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত ৷ কিন্তু, গোটা টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা যুবরাজ সিং এবং গৌতম গম্ভীর ভারতের ইনিংস সামলান ৷

আরও পড়ুন : T20 WC Anthem : টি-20 বিশ্বকাপের অ্যানথেম প্রকাশ আইসিসি-র, অ্যানিমেশনে পোলার্ড-কোহলি দ্বৈরথ

যুবরাজ মাত্র 14 রান করলেও, উইকেটের একদিকে টিকে থেকে গৌতম গম্ভীরকে বড় শট খেলার স্বাধীনতা দেন ৷ ফলে ভারত দ্রুত চাপ কাটিয়ে ম্যাচে ফিরে আসে ৷ গম্ভীর এবং যুবরাজ মিলে চতুর্থ উইকেটে 63 রানের পার্টনারশিপ করেন ৷ গম্ভীর 54 বলে 75 রানের ইনিংস খেলেন ৷ যে ইনিংসে 8টা চার এবং 2টো ছয় মারেন গৌতম গম্ভীর ৷ ভারতের ইনিংসের শেষে তরুণ রোহিত শর্মা মাত্র 16 বল খেলে 30 রানের ক্যামিও ইনিংস খেলেন ৷ তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভারত 5 উইকেট হারিয়ে 157 রান তোলে নির্ধারিত 20 ওভারে ৷

আরও পড়ুন : Venkatesh Iyer: আমার ব্যাটিংয়ে দাদার অনেক বড় ভূমিকা রয়েছে : ভেঙ্কটেশ আইয়ার

জবাবে ব্যাট করতে নেমে ভারতের দুই মিডিয়াম পেসার আরপি সিং এবং ইরফান পাঠান বোলিং দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটিং লাইনআপ ৷ মাত্র 77 রানে 6 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান ৷ শাহিদ আফ্রিদি, ইউনুস খান, শোয়েব মালিকদের মতো বড় বড় ব্যাটাররা ভারতের সামনে হার মানে ৷ তবে, মিসবা উল হক প্রতি আক্রমণ শুরু করেন ৷ এক দিক থেকে উইকেটের পতন হলেও, উইকেটের উল্টোদিক থেকে বড় শট খেলছিলেন মিসবা ৷ তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ে দারুণভাবে ম্যাচে ফিরে আসে পাকিস্তান ৷

আরও পড়ুন : Manika vs TTFI : আদালতের রায়ে স্বস্তিতে মণিকা, বেকায়দায় টিটিএফআই

শেষ ওভারে ভারতের জেতার জন্য 1টি মাত্র উইকেট দরকার ছিল এবং সেই সঙ্গে ডিফেন্ড করার জন্য হাতে ছিল মাত্র 13 রান ৷ ওয়ান’ডে ক্রিকেটে এতদিন শেষ ওভারে 13 রান ডিফেন্ড করা অনেকটাই সহজ ছিল ৷ কিন্তু, ততদিনে টি-20 ক্রিকেট দেখিয়ে দিয়েছিল যে, কোনও রানই এই ফরম্যাটে নিরাপদ নয় ৷ উত্তেজনাপূর্ণ ঐতিহাসিক সেই ম্যাচের শেষ ওভার করার জন্য ধোনি যোগিন্দর শর্মার হাতে বল তুলে দিয়েছিলেন ৷ মিসবা তাঁর ওভারের দ্বিতীয় বলে লম্বা একটা ছয় মারেন ৷ যার পরেই ভারতের ম্যাচ জেতার আশা ক্রমশ ক্ষীণ হতে দেখা যায় ৷ কিন্তু, ওভারের তৃতীয় বলে টি-20 স্পেশাল ল্যাপ শট খেলেন মিসবা ৷ আর সেখানেই কফিনের শেষ পেরেকটি পুঁতে দেয় ভারত ৷ মিসবার মারা শট শর্ট ফাইন লেগে শ্রীসন্থের হাতে জমা পরে ৷ 152 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান ৷ আর সেই সঙ্গে প্রথম আইসিসি টি-20 বিশ্বকাপ নিজেদের নামে করে নেয় তরুণ ভারতীয় দল ৷

আরও পড়ুন : NEERAJ CHOPRA : সোনার সাক্ষাতে নীরজকে পোষ্য উপহার অভিনবের, নাম রাখলেন 'টোকিয়ো'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.