ETV Bharat / sports

Suryakumar Yadav New Record: একশোটি আন্তর্জাতিক ছয়, বিরাট-রোহিতদের সরণিতে স্কাই - Suryakumar Yadav Joins 100 Sixes Club

Suryakumar Yadav Joins 100 Sixes Club: টি-20 আন্তর্জাতিকে 100টি ছয় মারা ব্যাটারদের তালিকায় ঢুকে পড়লেন সূর্যকুমার যাদব ৷ ভারতীয়দের মধ্যে এই তালিকায় রোহিত এবং বিরাটের পরেই রয়েছেন সূর্য ৷

Image Courtesy: ICC Twitter
Image Courtesy: ICC Twitter
author img

By

Published : Aug 9, 2023, 12:39 PM IST

গায়ানা, 9 অগস্ট: খেলেছেন মাত্র 51 টি-20 আন্তর্জাতিক ৷ কিন্তু, এরই মধ্যে রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের ক্লাবে নিজের নাম লিখিয়ে ফেললেন সূর্যকুমার যাদব ৷ টি-20 আন্তর্জাতিকে 100টি ছয় মারা ব্যাটারদের তালিকায় নিজের নাম লেখালেন স্কাই ৷ যেখানে ভারতীয়দের মধ্যে কেবল রোহিত শর্মা এবং বিরাট কোহলি রয়েছেন ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে মোট 4টি ছয় মেরেছেন তিনি ৷ সেই সঙ্গে সবচেয়ে কম বলে এই রেকর্ডের নিরিখে বিশ্বে তিন নম্বরে রয়েছেন সূর্যকুমার যাদব ৷

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে 44 বলে 83 রানের ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব ৷ তাঁর ইনিংসে ভর করেই এই টি-20 সিরিজের প্রথম জয় পেল ভারত ৷ সূর্যকুমারের এই ইনিংস সাজানো ছিল 11টি চার এবং 4টি ছয়ে ৷ যে ইনিংসে রোমারিও শেপার্ডকে ফাইন-লেগের উপর দিয়ে মারা ল্যাপ শট সূর্যর টি-20 আন্তর্জাতিকের 100 নম্বর ছয় ছিল ৷ এই মুহূর্তে সূর্যকুমার যাদব টি-20তে 101টি ছয় মেরেছেন ৷ সেখানে রোহিত শর্মা 182টি এবং বিরাট কোহলি 117টি ৷ রোহিত এই তালিকায় বিশ্বে সবার উপরে রয়েছেন ৷ একশোর বেশি ছয় মারার নিরিখে বিশ্বে রোহিত, বিরাট এবং সূর্যকে মিলিয়ে মোট 14 জন ব্যাটার রয়েছেন ৷

মঙ্গলবারের ইনিংসে আরও একটি রেকর্ড গড়েছে সূর্যকুমার যাদব ৷ সবচেয়ে কম বলে একশোটি ছয় মারার রেকর্ডের নিরিখে তিনি বিশ্বের 3 নম্বরে রয়েছেন ৷ মাত্র 1017 বলে এই কৃতিত্ব অর্জন করেছেন স্কাই ৷ এই তালিকায় নিউজিল্যান্ডের কলিন মুনরো সবার উপরে রয়েছেন ৷ আরও একটি রেকর্ড এ দিন গড়েছেন সূর্যকুমার যাদব ৷ সবচেয়ে কম ম্যাচে সর্বাধিক সেরা প্লেয়ারের পুরস্কার জিতেছেন তিনি ৷ 51 ম্যাচে 49 ইনিংস খেলে 12টি সেরার পুরস্কার পেয়েছেন তিনি ৷

আরও পড়ুন: উজ্জ্বল সূর্য-তিলক! 7 উইকেটে ক্যারিবিয়ান 'বধ' ভারতের

পাশাপাশি, টি-20 আন্তর্জাতিকে সর্বাধিক রানের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেটারদের তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব ৷ তাঁর টি-20 ক্রিকেটে মোট রান 1780 ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে শিখর ধাওয়ানকে টপকে তিন নম্বরে উঠে এসেছেন তিনি ৷ এক নম্বরে রয়েছেন বিরাট কোহলি 4008 রান এবং দ্বিতীয়স্থানে রয়েছেন রোহিত শর্মা 3853 রান ৷

গায়ানা, 9 অগস্ট: খেলেছেন মাত্র 51 টি-20 আন্তর্জাতিক ৷ কিন্তু, এরই মধ্যে রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের ক্লাবে নিজের নাম লিখিয়ে ফেললেন সূর্যকুমার যাদব ৷ টি-20 আন্তর্জাতিকে 100টি ছয় মারা ব্যাটারদের তালিকায় নিজের নাম লেখালেন স্কাই ৷ যেখানে ভারতীয়দের মধ্যে কেবল রোহিত শর্মা এবং বিরাট কোহলি রয়েছেন ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে মোট 4টি ছয় মেরেছেন তিনি ৷ সেই সঙ্গে সবচেয়ে কম বলে এই রেকর্ডের নিরিখে বিশ্বে তিন নম্বরে রয়েছেন সূর্যকুমার যাদব ৷

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে 44 বলে 83 রানের ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব ৷ তাঁর ইনিংসে ভর করেই এই টি-20 সিরিজের প্রথম জয় পেল ভারত ৷ সূর্যকুমারের এই ইনিংস সাজানো ছিল 11টি চার এবং 4টি ছয়ে ৷ যে ইনিংসে রোমারিও শেপার্ডকে ফাইন-লেগের উপর দিয়ে মারা ল্যাপ শট সূর্যর টি-20 আন্তর্জাতিকের 100 নম্বর ছয় ছিল ৷ এই মুহূর্তে সূর্যকুমার যাদব টি-20তে 101টি ছয় মেরেছেন ৷ সেখানে রোহিত শর্মা 182টি এবং বিরাট কোহলি 117টি ৷ রোহিত এই তালিকায় বিশ্বে সবার উপরে রয়েছেন ৷ একশোর বেশি ছয় মারার নিরিখে বিশ্বে রোহিত, বিরাট এবং সূর্যকে মিলিয়ে মোট 14 জন ব্যাটার রয়েছেন ৷

মঙ্গলবারের ইনিংসে আরও একটি রেকর্ড গড়েছে সূর্যকুমার যাদব ৷ সবচেয়ে কম বলে একশোটি ছয় মারার রেকর্ডের নিরিখে তিনি বিশ্বের 3 নম্বরে রয়েছেন ৷ মাত্র 1017 বলে এই কৃতিত্ব অর্জন করেছেন স্কাই ৷ এই তালিকায় নিউজিল্যান্ডের কলিন মুনরো সবার উপরে রয়েছেন ৷ আরও একটি রেকর্ড এ দিন গড়েছেন সূর্যকুমার যাদব ৷ সবচেয়ে কম ম্যাচে সর্বাধিক সেরা প্লেয়ারের পুরস্কার জিতেছেন তিনি ৷ 51 ম্যাচে 49 ইনিংস খেলে 12টি সেরার পুরস্কার পেয়েছেন তিনি ৷

আরও পড়ুন: উজ্জ্বল সূর্য-তিলক! 7 উইকেটে ক্যারিবিয়ান 'বধ' ভারতের

পাশাপাশি, টি-20 আন্তর্জাতিকে সর্বাধিক রানের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেটারদের তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব ৷ তাঁর টি-20 ক্রিকেটে মোট রান 1780 ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে শিখর ধাওয়ানকে টপকে তিন নম্বরে উঠে এসেছেন তিনি ৷ এক নম্বরে রয়েছেন বিরাট কোহলি 4008 রান এবং দ্বিতীয়স্থানে রয়েছেন রোহিত শর্মা 3853 রান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.