দুবাই, 3 জানুয়ারি: 50 ওভারের ক্রিকেট সম্পর্কে ধারণার অভাব রয়েছে সূর্যকুমার যাদবের ৷ আর সেই কারণেই তিনি এই ফরম্যাটে সফল নন ৷ কিন্তু, টি-20 ক্রিকেট ভারতের তারকা এই ক্রিকেটার 'পাগল' বলে মন্তব্য করলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন ৷ 2021 সালে টি-20 আন্তর্জাতিকে অভিষেকের পর দ্রুত এই ফরম্যাটে নিজের মাটি শক্ত করে ফেলেছেন সূর্য ৷ তা তাঁর পরিসংখ্যান এবং আইসিসি ব়্যাংকিং দেখলেই স্পষ্ট হয়ে যায় ৷ 2022 সালে আইসিসি টি-20 ব়্যাংকিংয়ে 1 নম্বর ব্যাটার হন তিনি ৷ সেই জায়গাটা এখনও ধরে রেখেছেন স্কাই ৷
সবচেয়ে কম ম্যাচে 2 হাজার টি-20 আন্তর্জাতিক রান, চারটি সেঞ্চুরি ও 17টি হাফ সেঞ্চুরি করেছেন সূর্যকুমার ৷ কিন্তু, পঞ্চাশ ওভারের ক্রিকেটে এখন নিজের কোনও ছাপ ফেলতে পারেননি সূর্যকুমার ৷ এমনকি ওয়ান-ডে অভিষেকের সিরিজে তাঁর প্রথম তিন ম্যাচে গোল্ডেন ডাক অর্থাৎ, প্রথম বলেই আউট হয়েছিলেন ৷ আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে নাসের বলেন, "টি-20 ক্রিকেটে এই মুহূর্তে বিশ্বের নজরে থাকা ব্যক্তি হলেন সূর্যকুমার যাদব ৷ আমার কথার অর্থ হল, এখানে ও 'পাগল' ৷ যেখানে মিস্টার 360-র ছোঁয়া রয়েছে ৷ বিশেষত, এমন কিছু শট খেলে ও, যা ভাবা যায় না ৷"
এর পরেই সূর্যর ওয়ান-ডে রেকর্ডের বিষয়টি তুলে ধরেন ইংল্যান্ডের 2003 বিশ্বকাপের অধিনায়ক ৷ তিনি বলেন, "কিন্তু, পঞ্চাশ ওভারের ক্রিকেটে যখন নামে, তখন ওকে কেউ চিনতে পারে না ৷ ওকে খুঁজে পাওয়া যায় না ৷ ওর ব্যাট চলে না ৷ কিন্তু, সেখানেই টি-20 ফরম্যাটে প্রতিটি বলে কী করতে হবে ? অধিকাংশ সময়ে ওর ধারণা স্পষ্ট থাকে ৷ এটা ওর কাছে মজার বিষয় ৷ তাই টি-20 ক্রিকেটে স্কাইকে দেখাটা খুবই আনন্দের ৷"
উল্লেখ্য, আগামী জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে টি-20 বিশ্বকাপের আয়োজন করবে ৷ কিন্তু, সেখানে দক্ষিণ আফ্রিকাকে ফেভারিট দল হিসেবে দেখছেন নাসের ৷ তাঁর মতে, "আমি আসলে এটা (টি-20 বিশ্বকাপ) নিয়ে খুব বেশি এই মুহূর্তে ভাবছি না ৷ কিন্তু, এবার আমি দক্ষিণ আফ্রিকার সঙ্গে যাব ৷ ইংল্যান্ড গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে পারে ৷ কিন্তু, এই মুহূর্তে একেবারেই ভালো খেলছে না ৷ যেহেতু এটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, তাই ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই প্রতিযোগিতায় থাকবে ৷ তার পরেই পাকিস্তান রয়েছে ৷ তাই আমি এই সব দলগুলিকে বাছতে পারব কি একসঙ্গে ?" প্রশ্ন নাসেরের ৷
আরও পড়ুন: