মুম্বই, 6 সেপ্টেম্বর: আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন ৷ এ বার ক্রিকেটের বাকি সবরকম ফরম্যাট থেকেও অবসর নিলেন সুরেশ রায়না (Suresh Raina Announces His Retirement) ৷ 2020 সালে 15 অগস্ট ধোনির সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি ৷ তবে, আইপিএল সহ বাকি ঘরোয়া টুর্নামেন্টে খেলছিলেন ৷ এ বার সেই সব ফরম্যাট থেকেও অবসর নিলেন রায়না ৷
রায়না এ দিন টুইটারে তাঁর অবসরের কথা ঘোষণা করেন ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘আমার দেশ ও রাজ্যের প্রতিনিধিত্ব করতে পেরে সম্মানিতবোধ করছি ৷ এ বার আমি সবরকম ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি ৷’’ এই টুইটে তিনি বিসিসিআই, উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস এবং রাজীব শুক্লাকে ধন্যবাদ জানিয়েছেন ৷ রায়না শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন 2021 সালে আইপিএলে ৷ কিন্তু, 2022 সালে চেন্নাই সুপার কিংস তাঁকে ছেড়ে দেয় ৷
-
It has been an absolute honour to represent my country & state UP. I would like to announce my retirement from all formats of Cricket. I would like to thank @BCCI, @UPCACricket, @ChennaiIPL, @ShuklaRajiv sir & all my fans for their support and unwavering faith in my abilities 🇮🇳
— Suresh Raina🇮🇳 (@ImRaina) September 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It has been an absolute honour to represent my country & state UP. I would like to announce my retirement from all formats of Cricket. I would like to thank @BCCI, @UPCACricket, @ChennaiIPL, @ShuklaRajiv sir & all my fans for their support and unwavering faith in my abilities 🇮🇳
— Suresh Raina🇮🇳 (@ImRaina) September 6, 2022It has been an absolute honour to represent my country & state UP. I would like to announce my retirement from all formats of Cricket. I would like to thank @BCCI, @UPCACricket, @ChennaiIPL, @ShuklaRajiv sir & all my fans for their support and unwavering faith in my abilities 🇮🇳
— Suresh Raina🇮🇳 (@ImRaina) September 6, 2022
আরও পড়ুন: এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ‘মাস্ট উইন’ ম্যাচে নজরে ভারতের বোলিং
সূত্রের খবর, রায়না এ বার বিশ্বের বাকি ক্রিকেট লিগগুলিতে খেলবেন ৷ আগামী বছর দক্ষিণ আফ্রিকায় শুরু হতে চলা টি20 লিগে খেলবেন সুরেশ রায়না ৷ যেখানে অংশ নেওয়া ছ’টা ফ্র্যাঞ্চাইজির আইপিএল দল রয়েছে ৷ 2021 সালের অক্টোবর সালে দুবাইতে সিএসকের হয়ে শেষবার খেলেছিলেন ৷ প্রতিপক্ষ ছিল রাজস্থান রয়্যালস ৷ রায়না 18টি টেস্ট, 226টি একদিনের ক্রিকেট এবং 78টি আন্তর্জাতিক টি20 ম্যাচ খেলেছিলেন ৷