ETV Bharat / sports

Shubman Gill : ‘ভাল ক্রিকেটার হওয়ার রসদ আছে’, শুভমনের প্রশংসায় গাভাসকর - শুভমন গিলের দরাজ প্রশংসা শোনা গেল ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরের মুখে

রোজ বোলের কমেন্ট্রি বক্স থেকে সুনীল বলেন, ‘‘ভাল ক্রিকেটার হওয়ার সমস্ত রসদ আছে ওর মধ্যে ৷’’ যদিও গাভাসকর প্রশংসা করলেও এখনও পর্যন্ত টেস্টে কোনও শতরান করতে পারেননি শুভমন ৷ অস্ট্রেলিয়া সফরে গাব্বায় শেষ টেস্টে করেছিলেন 91 রান ৷

শুভমনের প্রশংসায় গাভাসকর
শুভমনের প্রশংসায় গাভাসকর
author img

By

Published : Jun 19, 2021, 8:02 PM IST

সাউদাম্পটন, 19 জুন : শুভমন গিলের দরাজ প্রশংসা শোনা গেল ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরের মুখে ৷ শুক্রবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিত শর্মাকে সঙ্গী করে ভাল শুরু করেন শুভমন ৷ গড়েন 62 রানের পার্টনারশিপ ৷ যদিও নিজে বড় রান করতে পারেননি ৷ মাত্র 28রানে শেষ হয় তাঁর ইনিংস ৷ তা সত্বেও সুনীল গাভাসকরের মুখে শোনা গেল তাঁর প্রশংসা ৷

রোজ বোলের কমেন্ট্রি বক্স থেকে সুনীল বলেন, ‘‘ভাল ক্রিকেটার হওয়ার সমস্ত রসদ আছে ওর মধ্যে ৷’’ যদিও গাভাসকর প্রশংসা করলেও এখনও পর্যন্ত টেস্টে কোনও শতরান করতে পারেননি শুভমন ৷ অস্ট্রেলিয়া সফরে গাব্বায় শেষ টেস্টে করেছিলেন 91 রান ৷ যা তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত সর্বোচ্চ ৷

আজ গাভাসকর বলেন, ‘‘প্রথম শতরান সবসময় কঠিন ৷ কারণ অর্ধশতরান থেকে শতরানে পৌঁছানো সহজ কাজ নয় ৷ 70-80 রান পর্যন্ত ব্যাটসম্যানরা দেখেশুনে খেলেন ৷ তারপর রানের গতি বাড়াতে গিয়ে আউট হন ৷ শুভমনের শুধু প্রথম শতরানের অপেক্ষা, তারপর একাধিক শতরান ওঁর নামের পাশে দেখা যাবে ৷’’

আরও পড়ুন : Virat Kohli : অনন্য রেকর্ড নেতা কোহলির

শুক্রবার থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হওয়ার কথা থাকলেও, বৃষ্টির জন্য প্রথম দিনের খেলা ভেস্তে যায় ৷ শনিবার অর্থাৎ আজ থেকে শুরু হয় ৷ টস জিতে কিউয়ি অধিনায়ক প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ৷ তবে ভাল শুরু করেন ভারতীয় ওপেনাররা ৷ 62 রানের পার্টনারশিপ গড়েন ৷

সাউদাম্পটন, 19 জুন : শুভমন গিলের দরাজ প্রশংসা শোনা গেল ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরের মুখে ৷ শুক্রবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিত শর্মাকে সঙ্গী করে ভাল শুরু করেন শুভমন ৷ গড়েন 62 রানের পার্টনারশিপ ৷ যদিও নিজে বড় রান করতে পারেননি ৷ মাত্র 28রানে শেষ হয় তাঁর ইনিংস ৷ তা সত্বেও সুনীল গাভাসকরের মুখে শোনা গেল তাঁর প্রশংসা ৷

রোজ বোলের কমেন্ট্রি বক্স থেকে সুনীল বলেন, ‘‘ভাল ক্রিকেটার হওয়ার সমস্ত রসদ আছে ওর মধ্যে ৷’’ যদিও গাভাসকর প্রশংসা করলেও এখনও পর্যন্ত টেস্টে কোনও শতরান করতে পারেননি শুভমন ৷ অস্ট্রেলিয়া সফরে গাব্বায় শেষ টেস্টে করেছিলেন 91 রান ৷ যা তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত সর্বোচ্চ ৷

আজ গাভাসকর বলেন, ‘‘প্রথম শতরান সবসময় কঠিন ৷ কারণ অর্ধশতরান থেকে শতরানে পৌঁছানো সহজ কাজ নয় ৷ 70-80 রান পর্যন্ত ব্যাটসম্যানরা দেখেশুনে খেলেন ৷ তারপর রানের গতি বাড়াতে গিয়ে আউট হন ৷ শুভমনের শুধু প্রথম শতরানের অপেক্ষা, তারপর একাধিক শতরান ওঁর নামের পাশে দেখা যাবে ৷’’

আরও পড়ুন : Virat Kohli : অনন্য রেকর্ড নেতা কোহলির

শুক্রবার থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হওয়ার কথা থাকলেও, বৃষ্টির জন্য প্রথম দিনের খেলা ভেস্তে যায় ৷ শনিবার অর্থাৎ আজ থেকে শুরু হয় ৷ টস জিতে কিউয়ি অধিনায়ক প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ৷ তবে ভাল শুরু করেন ভারতীয় ওপেনাররা ৷ 62 রানের পার্টনারশিপ গড়েন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.